Krishak Bandhu Taka Kobe Pabo: কৃষকবন্ধু প্রকল্পে রবি সিজিনের টাকা ইতিমধ্যেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাঠিয়েছে।
কিন্তু আপনারা এখনও আপনাদের ব্যাংকে টাকা পাননি। কবে আমাদের ব্যাংকে টাকা ঢুকবে? কোন জেলা কবে টাকা পাবে? টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব।
Krishak Bandhu Taka Kobe Pabo
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে দেওয়া হয়:-
পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য চালু করা একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষকবন্ধু প্রকল্প । এই প্রকল্পে কৃষকদের বছরে দুই কিস্তির মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৪০০০ টাকা দেওয়া হয়।
বর্তমানে এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে ২২ নভেম্বর থেকে। কৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংক একাউন্ট নাম্বার এবং IFSC কোড এর মাধ্যমে পাঠানো হয় ।
সেই কারণে প্রকল্পের টাকা একদিনে সমস্ত কৃষকদের ঢোকেনা, আস্তে আস্তে ধাপে ধাপে টাকাগুলি ঢোকে।
কোন জেলা কবে টাকা পাবে?
কৃষক বন্ধু প্রকল্পের টাকা জেলা অনুযায়ী ছাড়া হয় না । সরকারি ছুটির দিন বাদে প্রতিদিনই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়ে থাকে। বিভিন্ন জেলার ট্রেজারি অনুযায়ী টাকা গুলি কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয়।
আরও পড়ুন: ১০০০ বদলে ১৮০০ টাকা দিবে, ভাতার টাকা বাড়ানো হল
আপনার কবে টাকা ঢুকবে?
বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজিনের ১০৯ লক্ষ কৃষককে টাকা ছাড়া হয়েছে । একসাথে এত সংখ্যক কৃষকদের টাকা কৃষক বন্ধু প্রকল্পে কখনোই একদিনে ঢোকা সম্ভব নয়।
সেই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য। কারো টাকা ঢুকতে সাত দিনও সময় লাগতে পারে, কারো 15 দিনও লাগতে পারে, আবার কারো ২০ দিনও সময় লাগতে পারে ।
কৃষকবন্ধু টাকা ঢুকতে দেরি হচ্ছে কেন:-
আপনাদের কে প্রথমেই বলেছি এবারে কৃষক বন্ধু প্রকল্পে ১০৯ লক্ষ কৃষককে টাকা দেওয়া হবে সেই কারণে এত কৃষককে টাকা দেওয়ার মতো সিস্টেম কৃষক বন্ধু প্রকল্পে নেই । সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ।
এছাড়াও কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে পদ্ধতি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডের মাধ্যমে সেই পদ্ধতির জন্য টাকা কৃষকদের একাউন্টে ঢুকতে সময় লাগছে ।
যদি DBT মাধ্যমে টাকা দেওয়া হতো প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধী প্রকল্পের মতো তাহলে হয়তো টাকা কৃষকদের একাউন্টে একদিনেই ঢুকে যেত।
সর্বশেষ ঘোষনা:-
আপনার যদি কৃষকবন্ধু প্রকল্পের টাকা না ঢুকে আপনি অপেক্ষা করে থাকুন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ২২ শে নভেম্বর ব্যাংক একাউন্টে ঢোকা শুরু হয়েছে ।
এবার ধাপে ধাপে ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে আপনারা অপেক্ষা করে থাকুন সকলেই টাকা পেয়ে যাবেন
KRISHAK BANDHU STATUS CHECK:- CLICK HERE
আরও পড়ুন: আজ থেকে কৃষকবন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু | Krishak Bandhu
আরও পড়ুন: কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, চাষিদের জন্য সুখবর | Krishak Bandhu Taka
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |