Ladki Bahin Yojana Diwali Bonus 2024: সাম্প্রতিক শেষ হয়েছে দুর্গাপুজো। দুর্গাপূজার শেষ হওয়া মানেই কালীপুজোর আগমন।
আর এবারের কালীপুজোয় রাজ্য সরকার দীপাবলীর বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। বিশেষ দিওয়ালি বোনাস প্রোগ্রাম ২০২৪ সম্পর্কে এই আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত তথ্য দেব।
দীপাবলির বোনাস পশ্চিমবঙ্গ বাসীদের জন্য নয়। এই প্রকল্পটি মহিলাদের জন্য ঘোষিত হয়েছে। মধ্যপ্রদেশের লাডলি বহেন যোজনার আদলে লড়কি বহেন যোজনা শুরু করেছে। এবার এই প্রকল্পের উপভোক্তারা দেওয়ালির বোনাস পেতে চলেছে।
লড়কি বহেন যোজনা দীপাবলির উপহার (Ladki Bahin Yojana Diwali Bonus 2024) –
যে সকল মহিলারা লরকি বহেনা যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এবার দীপাবলীর বোনাসও পাবেন (Ladki Bahin Yojana Diwali Bonus 2024)। এই প্রকল্পে ৩০০০ টাকা করে মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এই প্রকল্পের অক্টোবর এবং নভেম্বর মাসের অগ্রিম টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে সরকার। এখনো পর্যন্ত প্রায় ৯৪ হাজার জনেরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।
রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ পাবার পরে কর্মকর্তারা তড়িঘড়ি এই দীপাবলির বোনাস দেওয়ার জন্য এই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ স্থানান্তর করার কাজ শুরু করেছে।
এবার এই মহিলারা দীপাবলীর বোনাস হিসেবে দেড় হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা পাবেন। আর এই টাকা দিয়ে তারা দিপাবলীর বাজার করতে পারবেন।
আরও পড়ুন: সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন | Swami Vivekananda Scholarship
লাডলি বহেন যোজনায় কারা নাম লেখাতে পারবেন (Ladki Bahin Yojana Apply) –
১) লাডলি বহেন যোজনায় নাম লেখাতে গেলে প্রার্থীদের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
৩) আবেদনকারির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
৪) আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।
৫) বিবাহিত, অবিবাহিত, পরিত্যক্ত, ডিভোর্স প্রাপ্ত এবং নিঃস্ব মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
এই প্রকল্পে আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি লাগবে সেগুলি হল-
১) আধার কার্ডের কপি
২)ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি
৩) কাস্ট সার্টিফিকেটের কপি
৪) বসবাসের শংসাপত্রের কপি
৫) বয়স প্রমাণ পত্রের কপি
৬) রেশন কার্ডের কপি
৭)পাসপোর্ট সাইজ ছবি
৮) আয়ের সার্টিফিকেটের কপি [হলুদ এবং কমলা রেশন কার্ডধারীদের আয়ের প্রমাণের প্রয়োজন নেই]
৯)আবাসিক সার্টিফিকেটের কপি
১০)জন্ম সার্টিফিকেটের কপি
১১) ভোটার আইডি কার্ডের কপি।
ONLINE APPLY: CLICK HERE
আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe
আরও পড়ুন: বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024