Lakhir Bhandar Latest News: লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একধাক্কায় বাড়ছে ভাতা? বড় ঘোষণা করলেন
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের অর্থনৈতিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্পের সূচনা হয়।
বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন।
সাম্প্রতিককালে এই প্রকল্প নিয়ে সমাজমাধ্যমে ও সংবাদমাধ্যমে বারবার আলোচনা চলেছে। বিশেষত, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই প্রশ্ন তুলছেন, কবে এই প্রকল্পের টাকা পুনরায় বাড়ানো হবে?
বিজয়া সম্মেলনীর মঞ্চে বড় ঘোষণা (Lakhir Bhandar Latest News)
গত শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল। সাউথখণ্ড পঞ্চায়েতের তরফ থেকে আয়োজিত এই সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা বিজনবন্ধু বাগ জানান,
“ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একধাক্কায় ১০০০ টাকা থেকে বেড়ে ২০০০ টাকা হবে।”
এই ঘোষণার পরপরই নানা মহলে শুরু হয়েছে বিতর্ক। সরকারি প্রকল্পে ভাতা বৃদ্ধির মতো বিষয় নিয়ে কোনও রাজ্যের মন্ত্রী বা আমলা নন, বরং একজন স্থানীয় তৃণমূল নেতা কীভাবে এমন ঘোষণা করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।
যদিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পান্ডা এবং জেলা সভাধিপতি উত্তম বারিকসহ আরও অনেক তৃণমূলের নেতৃবৃন্দ।
প্রকল্পের শুরু থেকে বর্তমান পর্যন্ত পরিবর্তন (Lakhir Bhandar Amount Increase)
২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা হয়েছিল, যেখানে সাধারণ শ্রেণির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে ভাতা পেতেন।
পরে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই ভাতা দ্বিগুণ করা হয়। বর্তমান ভাতার হার অনুযায়ী, সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১২০০ টাকা পাচ্ছেন।
ভবিষ্যতে আরও বৃদ্ধি?
লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি নিয়ে অনেকেই আশাবাদী। বিশেষত, আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্পের ভাতা পুনরায় বাড়ানো হতে পারে বলে অনেকেই মনে করছেন।
তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি।
এই ঘটনা থেকে বোঝা যায়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের নারীদের অর্থনৈতিক সহায়তায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
Lakhir Bhander Status Check:- Click Here
বিশেষ দ্রষ্টব্য:- উপরে উক্ত প্রধান লক্ষীর ভান্ডার সম্পর্কে যে মন্তব্য করেছে তার সত্যতা যাচাই করেনি jantehobe.in কর্তৃপক্ষ
আরও পড়ুন: সবাই পাবে বাড়ি তৈরির টাকা, নতুন নিয়ম চালু | Bangla Awas Yojana
আরও পড়ুন: বাংলা আবাস যোজনা বাড়ির নতুন আবেদন, Bangla Awas Yojana Online Apply
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |