Saturday, July 12, 2025
Homeপ্রকল্পবাড়তে চলেছে  লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতার টাকা

বাড়তে চলেছে  লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতার টাকা

Lakhir Bhandar New Update: পশ্চিমবঙ্গ সরকার কিছু প্রকল্প চালু করেছে যা সাধারণ মানুষের জীবনকে একটু সহজ করে তুলেছে। এর মধ্যে তিনটি খুবই জনপ্রিয় – লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু আর বার্ধক্য ভাতা।

কেউ বলছেন সংসার চলে এই টাকায়, কেউ বলছেন ছেলেমেয়ের পড়াশোনার খরচ ওঠে, কেউ বলছেন ওষুধ কেনার উপায়, কেউ আবার বলছেন চাষের কাজে এই টাকাই ভরসা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই লেখায় আমরা সহজ ভাষায় জানাবো এই তিন প্রকল্পে কারা টাকা পাচ্ছেন, টাকা কবে পাওয়া যাচ্ছে, কীভাবে আবেদন করবেন আর কারা এখনো পাননি, কেন পাননি, সমাধান কী?

কৃষক বন্ধু প্রকল্প: চাষির ভরসা

এই প্রকল্পে কী মেলে?

এই প্রকল্প চালু হয়েছে চাষিদের জন্য। চাষের খরচ যেমন বীজ, সার, ওষুধ বা জমি চাষ করতে যা লাগে, তার জন্য টাকা দেয় সরকার। পাশাপাশি যদি কোনও চাষির মৃত্যুও হয়, তাহলে তাঁর পরিবার পায় ২ লক্ষ টাকা পর্যন্ত।

২০২৫ সালের হালচাল:

প্রতি একর জমির জন্য বছরে ১০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে।

ছোট কৃষকরা অন্তত ৪,০০০ টাকা পাচ্ছেন।

টাকা আসে বছরে দুবার – একবার খরিফে (গ্রীষ্ম বর্ষার ফসল), আরেকবার রবিতে (শীতকালের ফসল)।

মৃত্যু হলে কী হয়?

যদি কোনও কৃষক মারা যান, তাহলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেয় সরকার। গত বছর ১০,০০০ পরিবার এই সুবিধা পেয়েছে।

আবেদন করবেন কীভাবে?

এই প্রকল্পে

আবেদন করার জন্য আপনাদেরকে কৃষি অফিসে অথবা যখন দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে যেতে হবে।

কাগজপত্র লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ, ব্যাঙ্কের খাতা, চাষির পরিচয়পত্র।

আরও পড়ুন:- কৃষকবন্ধুর টাকা কবে দিবে জানালো কৃষি দপ্তর |Krishak Bandhu Taka Kobe Dibe 2025

লক্ষ্মীর ভাণ্ডার: মহিলাদের জন্য রোজগারের হাত ধরে

এই প্রকল্পে কী পাওয়া যায়?

মহিলাদের মাসে মাসে কিছু অর্থ সাহায্য দেয় সরকার, যাতে তারা একটু স্বনির্ভর হতে পারেন।

টাকা কত?

সাধারণ পরিবারের মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা পান।

তফসিলি জাতি বা উপজাতির মহিলারা পান ১,২০০ টাকা।

২০২৫ সালের অবস্থা:

জুলাই মাসের টাকা প্রায় ২ কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকে গেছে।

যাদের টাকা এখনো আসেনি, তাদের আবেদন বা ব্যাঙ্ক সংযুক্তিকরণে (লিঙ্কিং) সমস্যা থাকতে পারে।

এই সমস্যার সমাধানের জন্য “দুয়ারে সরকার” ক্যাম্প চলছে।

আবেদন করবেন কীভাবে?

বয়স হতে হবে ২৫ থেকে ৬০-এর মধ্যে।

সরকারি চাকরি করেন বা অন্য পেনশন পান এমন মহিলারা এই টাকা পাবেন না।

আবেদন করা যায়:

দুয়ারে সরকার ক্যাম্পে

পঞ্চায়েত অফিসে

প্রয়োজনীয় কাগজপত্র: আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, আয় প্রমাণপত্র।

বার্ধক্য ভাতা: বয়স্কদের শেষ জীবনের ভরসা

এই প্রকল্পে কী পাওয়া যায়?

যাদের বয়স ৬০ বছরের বেশি, পরিবারে উপার্জন নেই বা সামান্য আছে, তাদের মাসে মাসে সরকার ভাতা দেয়।

টাকা কত?

বয়স্ক নাগরিকদের মাসে ১,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়।

কীভাবে পাবেন?

দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হয়, পঞ্চায়েতে বা ব্লক অফিসে গিয়েও আবেদন করা যায়।

আধার, ভোটার, ব্যাঙ্ক খাতা, বয়সের প্রমাণ লাগবে।

কারা পান না?

যারা সরকারি চাকরি করেছেন বা অন্য পেনশন পান, তাঁরা এই ভাতা পান না।

কেন কেউ কেউ টাকা পান না?

কৃষক বন্ধুতে সমস্যা:

জমির রেকর্ডে গড়মিল বা ব্যাঙ্কের তথ্য ভুল থাকলে টাকা আটকায়।

সমাধান: ব্লক অফিসে বা বিশেষ শিবিরে গিয়ে ভুল ঠিক করাতে হবে।

লক্ষ্মীর ভাণ্ডারে সমস্যা:

আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকভাবে লিঙ্ক না থাকলে টাকা জমে না।

সমাধান: ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করান, দুয়ারে সরকার ক্যাম্পেও সাহায্য মিলবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন –

“লক্ষ্মীর ভাণ্ডার আর কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি মানুষের পাশে দাড়ানোর জন্য। আমরা চাই প্রতিটি পরিবার উপকৃত হোক। আগামী দিনে আরও বেশি মানুষকে এই প্রকল্পে যুক্ত করা হবে।”

এই তিনটি প্রকল্প আজ রাজ্যের লক্ষ লক্ষ মানুষের জীবনে আশার আলো। একটু একটু করে তাদের আর্থিক দিকটা শক্ত হচ্ছে। সরকারও চেষ্টা করছে যাতে সবার কাছে সঠিক সময়ে টাকা পৌঁছায়।

আপনি যদি এখনও আবেদন না করে থাকেন, তাহলে দেরি না করে আজই আবেদন করুন। আর যাদের টাকা আটকে আছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। সব কিছুর সমাধান সম্ভব।

কবে টাকা বাড়বে:-

সূত্র মারফত খবর এই প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী সময়ে টাকা বাড়াতে পারেন সাধারণ মানুষের কথা চিন্তা করে।

মনে করা হচ্ছে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়াতে পারে ।পরবর্তী সময়ে সরকারি কোনো খবর আসলে আমরা সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো

আরও পড়ুন:- ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু, না করলে কার্ড বাতিল হবে

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের জন্য নতুন প্রকল্প চালু, ৩২০০০ টাকা পাবে কৃষকরা

Most Popular