Friday, December 13, 2024
Homeপ্রকল্পLakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই...

Lakhir Bhandar Online Application : লক্ষীর ভান্ডার প্রকল্পের বড় ঘোষণা, পুজোর পরেই চমক আসছে

Lakhir Bhandar Online Application: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার (Lakhir Bhandar) প্রকল্পের কারণেই বাংলায় তৃণমূল কংগ্রেসের (TMC) জয়জয়কার।

এবার এই লক্ষীর ভান্ডার প্রকল্পকে (Lakhir Bhander Prakalpa) নিয়েই বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের বিরাট সাফল্যের বিজয় উদযাপন এবং শহীদ স্মরণ একই সঙ্গে পালন করলেন। তৃণমূল কংগ্রেসের বড় সাফল্যের পিছনে মাস্টার স্টোক এই লক্ষীর ভান্ডার প্রকল্প ।

লক্ষীর ভান্ডার প্রকল্পই তৃণমূলকে বড় সাফল্য এনে দিয়েছে ভোটে জিততে| রাজনৈতিক বিশেষজ্ঞরাও মেনে নিয়েছে এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সাফল্যই তৃণমূলের বাংলায় ২০২১ এ বিধানসভা ভোটে উত্থান মেনে নিয়েছেন।

সেই লক্ষীর ভান্ডার প্রসঙ্গেই ২১ শে জুলাই এর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিলো নানান ঘোষনা ।

আরও পড়ুন : ৩২৬৫৯ শূন্যপদে ICDS নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন| Wb Icds Recruitment 2024

বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২ কোটির বেশি মহিলারা প্রতিমাসে ১০০০ এবং ১২০০ টাকা করে পাচ্ছে। উল্লেখ্য SC, ST ক্যাটাগরির মেয়েরা ১২০০ টাকা প্রতিমাসে পাই এবং OBC, GENERAL হলে ১০০০ টাকা প্রতি মাসে দেওয়া হয়।

কিন্তু এরকম অনেক মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জমা করার পরেও টাকা পাচ্ছেন না এখন পর্যন্ত। অনেকে বিডিও অফিসে (BDO office) , পঞ্চায়েতে (Panchayat) বা দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarker Camp) তাদের আবেদন জমা করেছেন।

কিন্তু এখনো তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) কোন কিস্তির টাকা পাচ্ছেন না । তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বড় ঘোষণা, লক্ষীর ভান্ডারের কিছু পড়ে রয়েছে তারা সকলেই টাকা পাবেন ডিসেম্বর থেকেই ।

লক্ষীর ভান্ডারের নতুন আবেদন নিয়ে কাজ শুরু করবে সরকার (Lakhir Bhandar Online Application)। পুজোর পরেই বাকি থাকা মেয়েদের লক্ষীর ভান্ডারের টাকাও দেয়া হবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী জন্য ৬০ হাজার কোটি টাকা খরচ করেছে । তার সরকার বাংলার বাড়ি, বিধবা ভাতার টাকাও দিবে ডিসেম্বর থেকে ।

মুখ্যমন্ত্রী জানিয়েছে তাদের কাছে বাড়ির যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী কাজ শুরু করা হবে। ২ কোটি ৪০ হাজার মহিলাকে লক্ষীর ভান্ডারে টাকা দেওয়া হচ্ছে। আরো বলেন ৪৩ লক্ষ বাড়ি এই ১২ বছরে করে দিয়েছি কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি এখনো কেন্দ্র সরকার অনুমোদন দেয়নি এবং টাকাও দেয়নি।

তিনি আরো বলেন এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি হিসাবে ৬০০০০ টাকা নিজস্ব কোষাগার থেকেই বাংলার মানুষদেরকে দেবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ইশতেহারে লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।

বিপুল ভোটে বিধানসভা ভোটে জিতেই তারপর এই প্রকল্পটি ২০২১ সালের ১৬ই আগস্ট সমগ্র বাংলা জুড়ে চালু করেছিলেন

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024

আরও পড়ুন : Bangla Sasya Bima : ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি কত পাবেন চেক করুন

Most Popular