Friday, April 4, 2025
Homeট্রেন্ডিংএপ্রিল মাসে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে দিবে

এপ্রিল মাসে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে দিবে

Lakhir Bhandar Payment Date 2025: এপ্রিল মাসের কোন দিন থেকে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার ও অন্যান্য প্রকল্পের টাকা, জানুন

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় অনেকেই প্রতি মাসে আর্থিক সহায়তা পান। এর মধ্যে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু ইত্যাদি প্রকল্প অত্যন্ত জনপ্রিয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে এপ্রিল মাস শুরু হয়েছে, এবং অনেকেরই প্রশ্ন – কবে ব্যাংক একাউন্টে প্রকল্পের টাকা জমা হবে? নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন? বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

Lakhir Bhandar Payment Date 2025

লক্ষীর ভান্ডার প্রকল্প: পুরোনো উপভোক্তাদের জন্য অর্থপ্রদানের তারিখ

যারা পূর্ব থেকেই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী, তারা এপ্রিল মাসেও নির্ধারিত অর্থ পাবেন।

এসসি ও এসটি ক্যাটাগরির উপভোক্তারা প্রতি মাসের মতো ১২০০ টাকা পাবেন।

ওবিসি ও জেনারেল ক্যাটাগরির উপভোক্তারা ১০০০ টাকা পাবেন।

এপ্রিল মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে এই টাকা ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

আরও পড়ুন:- সিম কার্ডের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন। Sim Card News Today

নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন?

যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করেছেন, তাদের আবেদন অনলাইনে নথিভুক্ত করা হলেও এখনও অনুমোদন দেওয়া হয়নি।

বর্তমানে সরকার নতুন কোনো শূন্যপদের ঘোষণা করেনি, তাই নতুন উপভোক্তারা এখনই টাকা পাবেন না। তবে, সূত্রের খবর অনুযায়ী, এই মাস অর্থাৎ এপ্রিল মাস নাগাদ নতুন আবেদনকারীদের অর্থপ্রদান শুরু হতে পারে।

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা: পুরোনো উপভোক্তাদের অর্থপ্রদানের তারিখ

এই প্রকল্পগুলির আওতায় প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।

যারা পূর্ব থেকে এই ভাতা পেয়ে আসছেন, তারা ১৫ই এপ্রিলের মধ্যে ব্যাংক একাউন্টে টাকা পেয়ে যাবেন।

নতুন আবেদনকারীরা কবে পাবেন?

যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের নাম অনলাইনে নথিভুক্ত করা হয়েছে। তবে, এখনও আবেদনগুলির অনুমোদন সম্পন্ন হয়নি।

সরকার নতুন করে শূন্যপদ ঘোষণা না করা পর্যন্ত নতুন উপভোক্তারা টাকা পাবেন না। তবে, ভবিষ্যতে শূন্যপদের ঘোষণা হলে নতুন আবেদনকারীদের অর্থপ্রদান শুরু হবে।

এই বিষয়ে যেকোনো নতুন তথ্য সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে।

Lakhir Bhandar Status Check: Click Here

আরও পড়ুন:- কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, ৫৬৫০ টাকা সব কৃষকরা পাবে

আরও পড়ুন:- এপ্রিল মাসে কোন কার্ডে কত রেশন পাবেন জানুন

Most Popular