Sunday, October 6, 2024
Homeপ্রকল্পপুজোর আগেই আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! Lakhir Bhandar Taka Check

পুজোর আগেই আসছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! Lakhir Bhandar Taka Check

Lakhir Bhandar Taka Check: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে।

পুজোর আগেই এই প্রকল্পের টাকা নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প চালু করেন।

এর আগেও তিনি কন্যাশ্রী(Kanyashree), শিক্ষাশ্রী, যুবশ্রী ইত্যাদি সফল প্রকল্প চালু করেছিলেন। তবে মহিলাদের জন্য এই মাসিক ভাতার প্রকল্পটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।

Lakshmir Bhandar প্রকল্পের মূল সুবিধা

প্রকল্পের আওতায় রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১২০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়।

এই টাকা মহিলাদের ব্যক্তিগত খরচ থেকে শুরু করে সংসারের খরচের জন্যও ব্যবহৃত হচ্ছে।

আরও পড়ুন: মাসে ৩০০০ টাকা কৃষকদের দিবে, অনলাইনে আবেদন করুন| Pm Kisan Mandhan Yojana

সাম্প্রতিক আপডেট (Lakshmir Bhandar New Update)

লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের অধীনে অক্টোবর মাসে যারা এখনও টাকা পাননি, তাদের টাকা পাওয়ার কথা জানানো হয়েছে।

অক্টোবর মাসে দুর্গা পুজো উপলক্ষে, প্রথম সপ্তাহের মধ্যেই সকলের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।

ডবল টাকা কি দেবে:-

আপনারা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছেন পুজোর বোনাস হিসাবে ডবল টাকা লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা দেওয়া হবে।

আসলে এই তথ্যটি সম্পন্ন ভুল। এখন পর্যন্ত সরকারিভাবে এই দ্বিগুণ টাকা দেওয়ার বিষয়ে কোন অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি সুতরাং আগে যেরকম টাকা দিয়ে এসেছে সেই একই পরিমাণ টাকা এ পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে আপনারা পাবেন ।

বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে?

এই প্রকল্পগুলির টাকাও দুর্গা পূজার আগে সরকার চেষ্টা করছে আপনাদের ব্যাংক একাউন্টে পৌঁছে দেবার

ভবিষ্যৎ পরিকল্পনা

পুজোর আগে মহিলারা এই টাকার সুবিধা পাবেন, এবং একইসঙ্গে ডিসেম্বর মাস থেকে আবাস যোজনা প্রকল্পের অর্থও বিতরণ শুরু হবে (Lakhir Bhandar Taka Check)।

রাজ্যের মহিলারা এই খবরে অত্যন্ত খুশি এবং Lakshmir Bhandar প্রকল্পের অধীনে পাওয়া অর্থ তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: মাসে ১০০০ থেকে ২ লক্ষ টাকা পেনশন দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করুন | NPS Pension Scheme

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dhukbe

Most Popular