Lpg Gas Price Hike: মধ্যবিত্তের মাথায় হাত! দাম বাড়ল রান্নার গ্যাসের
নতুন অর্থনৈতিক ধাক্কা খেল দেশের সাধারণ মানুষ। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
সিলিন্ডার পিছু ৫০ টাকা বেশি গুনতে হবে এবার থেকে। এই দামবৃদ্ধি কার্যকর হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের ক্ষেত্রেও, যাঁরা এতদিন অপেক্ষাকৃত কম দামে সিলিন্ডার পেতেন।
Lpg Gas Price Hike
এখন থেকে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত পরিবারগুলিকে সিলিন্ডার প্রতি ৫৫০ টাকা করে দিতে হবে, যেখানে আগে সেই দাম ছিল ৫০০ টাকা। সাধারণ গ্রাহকদের ক্ষেত্রেও বেড়েছে ব্যয়—সিলিন্ডার প্রতি তাঁদের ৮৫৩ টাকা দিতে হবে, যা আগে ছিল ৮০৩ টাকা।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, নিয়মিত মূল্য পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি ১৫ থেকে ২০ দিন অন্তর আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়।
আরও পড়ুন:- এপ্রিল মাসে লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা কবে দিবে
এছাড়াও পেট্রল ও ডিজেলের উপর শুল্কও ২ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বর্তমানে পেট্রলের উপর শুল্ক দাঁড়িয়েছে প্রতি লিটারে ১৩ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ১০ টাকা।
মন্ত্রীর দাবি, এই পদক্ষেপ সাধারণ নাগরিককে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং তেল সংস্থাগুলির আর্থিক ক্ষতি সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সরকারের দেওয়া ভর্তুকির জেরে ইতিমধ্যেই তেল সংস্থাগুলি প্রায় ৪৩ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে এই দামের ঊর্ধ্বগতির মধ্যে অন্য একটি দিকও রয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছে সম্প্রতি—৪১ টাকা করে কমানোয় উপকৃত হয়েছেন হোটেল-রেস্তোরাঁ মালিকেরা।
কিন্তু সাধারণ গৃহস্থের ঘরে ফের একবার বাজছে মূল্যবৃদ্ধির সঙ্কেত। রান্নার খরচ বাড়বে নিঃসন্দেহে, যার প্রভাব পড়তে চলেছে মধ্যবিত্তের দৈনন্দিন বাজেটের উপর।
আরও পড়ুন:- কৃষকবন্ধুদের টাকা বাড়ানো হল, ৫৬৫০ টাকা সব কৃষকরা পাবে
আরও পড়ুন:- ওয়াকফ আইন কি? নতুন আইন পাস হল : Waqf Amendment Bill 2025
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |