Madhyamik Result Check 2025: 2 মে মাধ্যমিকের রেজাল্ট, ঘরে বসেই কিভাবে দেখবেন রেজাল্ট?
পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২ মে, বৃহস্পতিবার।
ওইদিন সকাল ৯টায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি।
Madhyamik Result Check 2025
পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা তাঁদের ফল অনলাইনে দেখতে পাবেন। একাধিক ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে এই ফলাফল জানা যাবে।
পর্ষদ জানিয়েছে, যাতে সার্ভারে চাপ পড়লেও বিকল্প উপায়ে ফল দেখা যায়, তাই বহু প্ল্যাটফর্মে ফল প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন:- এবার থেকে টাকা পাঠালে চার্জ কাটবে, Upi Gst Above 2000
ফলাফল দেখা যাবে যেসব ওয়েবসাইটে:
www.result.wbbsedata.com
wb10.abplive.com
www.indiaresults.com
www.results.shiksha
fastresult.in
iresults.net
www.jagranjosh.com
sangbadpratidin.in
bangla.hindustantimes.com
timesofindia.indiatimes.com/education
indianexpress.com
tv9bangla.com
schools9.com
ndtv.com
indiatoday.in/education-today
যেসব মোবাইল অ্যাপে ফলাফল পাওয়া যাবে:
iresults.net/wbbse-app
fastresult.in
results.shiksha
edutips.in
শুধু অনলাইনেই নয়, পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার ফলাফলের পর সকাল ১০টা থেকে প্রতিটি বিদ্যালয় নিজেদের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে ছাত্রছাত্রীদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পর্ষদের সচিব সুব্রত ঘোষ জানান, “ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সুবিধার জন্যই এই বিস্তারিত পরিকল্পনা করা হয়েছে। আমরা আশা করি সবাই সঠিকভাবে এবং সময়মতো ফল জানতে পারবেন।”
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ফলাফল জানার জন্য কাউকে স্কুলে যেতে হবে না। নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই সহজেই দেখা যাবে নিজের রেজাল্ট। তবে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহের জন্য স্কুলে যেতে হবে নির্ধারিত সময় অনুযায়ী।
পরীক্ষার্থীদের উদ্দেশে পর্ষদের পরামর্শ, ফলাফল জানার সময় যদি ওয়েবসাইটে একটু দেরি হয় বা লোড না হয়, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একাধিক বিকল্প লিংক থাকায় কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানা সম্ভব হবে।
আরও পড়ুন:- সবাইকে রোজভ্যালির টাকা ফেরত দিচ্ছে সরকার, আপনি কবে পাবেন
আরও পড়ুন:- এবার থেকে টাকা পাঠালে চার্জ কাটবে, Upi Gst Above 2000
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |