New Kyc Rules For Banks: বাজেটে নতুন ঘোষণা, KYC ঝামেলা শেষ! এবার তাহলে কী? জানুন
বর্তমানে ব্যাঙ্কিং থেকে শুরু করে রেশন কিংবা গ্যাসের সংযোগ—সব ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে কেওয়াইসি (Know Your Customer)।
নিয়ম মেনে কেওয়াইসি না করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাস সংযোগ বা রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে। এর ফলে সাধারণ মানুষের পক্ষে বেশ ঝক্কির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তবে এবার এই ঝামেলা দূর করতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করলেন নতুন ‘সেন্ট্রাল কেওয়াইসি’ (CKYC) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত।
New Kyc Rules For Banks
কী এই ‘সেন্ট্রাল কেওয়াইসি’ (Ckyc Latest News) ?
বর্তমান ব্যবস্থায় একাধিক পরিষেবার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কেওয়াইসি করতে হয়।
যেমন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একবার, গ্যাস সংযোগের জন্য আরেকবার, রেশন কার্ডের জন্য আবার নতুন করে। বারবার এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় গ্রাহকদের, যা বেশ সময়সাপেক্ষ ও ক্লান্তিকর।
আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু
তবে নতুন ব্যবস্থায় একবার CKYC করালেই সমস্ত পরিষেবায় সেটি বৈধ বলে গণ্য হবে। অর্থাৎ, একবার তথ্য আপলোড করলেই ভবিষ্যতে নতুন পরিষেবা নেওয়ার ক্ষেত্রে বারবার কেওয়াইসি করতে হবে না।
অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, CKYC ব্যবস্থা চালু হলে ব্যাঙ্ক, বিমা, শেয়ার বাজার, মোবাইল সংযোগ, গ্যাস সংযোগ, রেশন কার্ডসহ সমস্ত পরিষেবায় এটি স্বীকৃত হবে। ফলে সাধারণ মানুষকে বারবার নথিপত্র জমা দিতে হবে না এবং দীর্ঘসূত্রিতার সমস্যাও মিটবে (New Kyc Rules For Mutual funds)।
নতুন আয়কর আইন ও KYC পদ্ধতির সংস্কার
বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ আরও ঘোষণা করেছেন যে, শীঘ্রই নতুন আয়কর আইন আনার পরিকল্পনা করছে কেন্দ্র।
নতুন এই আয়কর আইন আরও সহজ, স্বচ্ছ ও সুবিন্যস্ত হবে। আয়কর কাঠামোকে সরল করতে এবং করদাতা ও করগ্রহীতাদের সুবিধা দিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
সরকার ইতিমধ্যেই CKYC ব্যবস্থার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ শুরু করেছে। আশা করা হচ্ছে, নতুন আয়কর আইন চালুর পরপরই CKYC ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হবে।
এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সহজেই নাম নথিভুক্ত করা যাবে এবং গ্রাহকদের আর শারীরিকভাবে গিয়ে নথিপত্র জমা দিতে হবে না।
জনগণের কী লাভ হবে?
১. একবার CKYC করলেই সমস্ত পরিষেবায় তা গ্রহণযোগ্য হবে।
২. ব্যাঙ্কিং, বিমা, মোবাইল সংযোগ, গ্যাস সংযোগ, রেশন ইত্যাদির জন্য আলাদা আলাদা ভাবে কেওয়াইসি করার প্রয়োজন হবে না।
৩. অনলাইনে সহজে CKYC রেজিস্ট্রেশন করা যাবে।
৪. নথিপত্রের দীর্ঘসূত্রিতা কমবে, সময় ও শ্রম বাঁচবে।
৫. আর্থিক প্রতারণা বা জালিয়াতি রোধ করা সম্ভব হবে।
কবে থেকে কার্যকর হবে CKYC?
সরকার এখনই নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে নতুন আয়কর আইন আসার পরই CKYC ব্যবস্থাও চালু হবে।
এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ব্যাঙ্কিং ও অন্যান্য পরিষেবাগুলি আরও সহজ এবং ঝামেলাহীন হবে বলে মনে করা হচ্ছে। সরকারের নতুন এই সিদ্ধান্ত আদতে কতটা কার্যকর হয়, তা সময়ই বলবে।
আরও পড়ুন:- চিটফান্ডের টাকা কাদেরকে দিচ্ছে নামের লিস্ট ডাউনলোড করুন
আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |