Friday, November 22, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পNew Ration list: রমজান উপলক্ষে অতিরিক্ত রেশনে দিবে খাদ্য দপ্তর, লিস্ট দেখুন

New Ration list: রমজান উপলক্ষে অতিরিক্ত রেশনে দিবে খাদ্য দপ্তর, লিস্ট দেখুন

New Ration list: রাজ্যের রেশন কার্ড ধারীদের জন্য খুবই খুশির খবর । রাজ্য সরকার চলতি মার্চ মাসে অতিরিক্ত রেশন দেবে রেশন কার্ড ধারীদের। পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের তরফ থেকে বিগত বছরগুলির ন্যায় বর্তমান বছরেও পবিত্র রমজান (Ranzan) উপলক্ষে অতিরিক্ত স্পেশাল রেশন বরাদ্দ করা হয়েছে ।

রাজ্যের রেশন কার্ড ধারীরা এবার সেই অতিরিক্ত রেশন মার্চ মাসে পেয়ে যাবেন । কোন কার্ড থাকলে স্পেশাল রেশন পাবেন, কত পরিমাণ দেবে ,স্পেশাল রেশনে কি থাকবে ,কত টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

স্পেশাল রেশনে কি দেবে ( New Ration list ):-

পবিত্র রমজান উপলক্ষে খাদ্য দপ্তর অতিরিক্ত রেশন বরাদ্দ করেছে। প্রতিবছর দুর্গা পূজা, কালীপুজো, ছট পূজা ও রমজান উপলক্ষে খাদ্য দপ্তর কিছু বিশেষ বরাদ্দ করে । এবার রমজান উপলক্ষে খাদ্য দপ্তর ছোলা (Bengal Gram) এবং ময়দা (Flour) বরাদ্দ করেছে।

আরও পড়ুন:- ICDS কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, ৩২০০০ শূন্যপদে অনলাইন আবেদন চলছে

কবে থেকে দেবে?

খাদ্য দপ্তর রমজান উপলক্ষে যে স্পেশাল ছোলা এবং ময়দা দেবে সেটি রেশন কার্ড ধারীদের একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নিতে হবে। সেই তারিখটি হল ১১ই মার্চ ২০২৪ থেকে ১০ই এপ্রিল ২০২৪ ।

কত পরিমান দেবে?

ছোলা দেবে পরিবার পিছু ১ কেজি করে । ময়দা দেবে পরিবার পিছু ১ কেজি করে।

আরও পড়ুন:- West Bengal Ration List: মার্চ মাসে কোন কার্ডে কত রেশন দিয়ে লিস্ট দেখুন

কত টাকা দিয়ে কিনতে হবে?

ছোলা কিনতে হবে ৬২ টাকা প্রতি কেজি দরে । ময়দা কিনতে হবে ২৬ টাকা প্রতি কেজি দরে ।

কোন কার্ড থাকলে দেবে ( New Ration list ):-

রমজান উপলক্ষে খাদ্য দপ্তর যে অতিরিক্ত রেশন দেবে, সেটি সব ক্যাটাগরির রেশন কার্ড ধারীদের দেবে না । এই রেশনটি কেবলমাত্র কেন্দ্র সরকারের অন্তদোয় অন্য যোজনা রেশন কার্ডে (AAY) এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH) ধারীদেরই দেবে। অর্থাৎ PHH, RKSY-1, RKSY-2 কার্ডে দেবেনা।

আরও পড়ুন:- বড়ো খবর: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন

আরও পড়ুন:- ICDS Job 2024: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

Most Popular