Wednesday, March 12, 2025
Homeটেক নিউজOBC লিস্ট থেকে ৩৫ টি সংখ্যালঘু সম্প্রদায় বাদ পড়লো

OBC লিস্ট থেকে ৩৫ টি সংখ্যালঘু সম্প্রদায় বাদ পড়লো

Obc Certificate List In West Bengal: কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকা থেকে ৩৫ টি সংখ্যালঘু সম্প্রদায় এইবার বাদ পড়তে চলেছে। ‌

জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে ৩৫ টি সম্প্রদায়কে বাদ করার জন্য সুপারিশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। ‌

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

তবে কি কেন্দ্রীয় ওবিসি‌ও তালিকাভুক্ত পশ্চিমবঙ্গের অংশ থেকে বাদ চলে যাবে? তবে এই নিয়ে রীতিমত তর্ক বিতর্ক হয়েছে, হয়েছে জল ঘোলা‌ও।

Obc Certificate List In West Bengal

শুধু বাছাই করা সংখ্যালঘুদের প্রস্তাব কেন উঠেছে তাই নিয়েও প্রশ্ন উঠেছে। উল্লেখ্য,

আরও পড়ুন:- সুখবর: ভাতার টাকা বাড়ালো মমতা, ৫০০ টাকা বাড়লো

চুড়িহার, কাল‌ওয়ার, নিকারি (মুসলিম), মহালদার(মুসলিম),
ঢুকরে(মুসলিম),বাসনি(মুসলিম),আবদাল(মুসলিম),কান(মুসলিম),তুতিয়া(মুসলিম),গায়েন(মুসলিম),বেলদার(মুসলিম),খোট্টা(মুসলিম),মুসলিম সর্দার, মুসলিম কালান্দার, মুসলিম লস্করের মত আর‌ও ২০ সম্প্রদায়ের নাম উল্লেখ করে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সিপিএমের বক্তব্য, অনেকদিন জনগণনা হয় নি তাহলে কীসের ভিত্তিতে এই ৩৫ টি সম্প্রদায়কে বাদ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে? নাকি এর পিছনে ভোট রাজনীতি রয়েছে?

একদিকে যেমন এরকম প্রশ্ন উঠছে সেখানে অন্যদিকে ১১৩ ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকার ওপর রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী দপ্তর একটি সমীক্ষা করেছে ও বিভিন্ন জেলায় সেই তালিকা দিয়ে তাদের আর্থসামাজিক পরিস্থিতি খতিয়ে দেখতে ও আর‌ও বিভিন্ন রকমের সুযোগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এর পাশাপাশি রাজ্য সরকার ৬২ হিন্দু সম্প্রদায়ের তালিকায় আর কোন‌ও রকম অন্তর্ভুক্তি করা হবে না বলেও জানা গেছে যার পরেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণ মূলক রাজনীতি করার অভিযোগ এনেছে বিজেপি।

আরও পড়ুন:- ভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে

আরও পড়ুন:- রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার, নতুন নিয়ম আসছে

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular