ONGC Recruitment 2024: সকল যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের কলকাতা জোনে ONGC-তে চাকরির সুযোগ।
দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
এখানে Apprentice পদে স্টাফ নিয়োগ করা হবে। সকল বেকার যুবক যুবতীরা এই পদে (ONGC Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)।
পোস্টের নামঃ Apprentice। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ এখানে ২ হাজার জনেরও বেশি নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
কোন জোনে/সেক্টরে কতগুলো শূন্যপদ রয়েছে?
ভারতে ৬ টি জোন না সেক্টর আছে ONGC -র ।
ইস্টার্ন সেক্টর (Eastern Sector) | ৫৮৩ টি |
ওয়েস্টার্ন সেক্টর (Western Sector) | ৫৪৭ টি |
সাউদার্ন সেক্টর (Southern Sector) | ৩৩৫ টি |
মুম্বাই সেক্টর (Mumbai Sector) | ৩১০ টি |
Central Sector (কলকাতা, আগরতলা, বোকারো) | ২৪৯ টি |
কলকাতা জোনে বা সেক্টরে কোন পদে কর্মী নিয়োগ করা হবে?
কেন্দ্রীয় সেক্টরের অধীনে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে নিম্নলিখিত পদগুলিতে নিয়োগ করা হবে:
1.সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১২টি পদ
2.কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১০টি পদ
3.ফিটার: ২টি পদ
4.মেকানিক ডিজেল: ২টি পদ
5.ফায়ার সেফটি টেকনিশিয়ান (Oil & Gas): ৬টি পদ
বয়সসীমাঃ
২৫/১০/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।
আবেদনের শর্ত:
যে সেক্টরের পদে আবেদন করবেন, আবেদনকারীর সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক। অর্থাৎ, কলকাতা ওয়ার্ক সেন্টারের পদগুলিতে আবেদন করতে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক।
আরও পড়ুন:- ৩৩০০০ শূন্য পদে ICDS পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড শুরু| Icds Admit Card 2024
যোগ্যতাঃ
এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। প্রত্যেক পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে। নিচে দেওয়া রইলো –
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট | COPA ট্রেডে ITI পাশ। |
মেকানিক ডিজেল | Diesel Mechanic ট্রেডে ITI পাশ। |
ফায়ার সেফটি টেকনিশিয়ান | সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ। |
সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট | যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ। |
ফিটার | Fitter ট্রেডে ITI পাশ। |
স্টাইপেন্ড:
এই পদে (ONGC Recruitment ) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে প্রশিক্ষণ চলাকালীন সময়ে স্টাইপেন্ড দেওয়া হবে। সর্বনিম্ন ৭,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৯০০০/- টাকা পর্যন্ত স্টাইপেন্ড রয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা রয়েছে।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে আবেদন করার জন্য প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Apprentice Opportunities’ ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ২৫/১০/২০২৪ তারিখ পর্যন্ত।
ONGC Recruitment 2024 অফিসিয়াল নোটিশ: CLICK HERE
আবেদন করুন: CLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইট: CLICK HERE
আরও পড়ুন:- অক্টোবর মাসে কোন কোন চাকরির আবেদন চলছে দেখুন | JOB News
আরও পড়ুন:- রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ! বিনামূল্যে অনলাইনে আবেদন করুন| Wb Teacher Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |