Friday, December 13, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পমাধ্যমিক পাশেই মাসে ৫০০০ টাকা ভাতা! কেন্দ্রের নতুন স্কিমে আবেদন করুন

মাধ্যমিক পাশেই মাসে ৫০০০ টাকা ভাতা! কেন্দ্রের নতুন স্কিমে আবেদন করুন

Pm Internship Scheme Registration: বর্তমান সময়ে ভারতের যুব সমাজের জন্য কর্মসংস্থান সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সেই সমস্যার সমাধান করতেই এবছর কেন্দ্রীয় বাজেট পেশের সময় প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ যোজনা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এই যোজনার উদ্দেশ্য, দেশের যুবসমাজকে কাজ শিখিয়ে তাদের ভবিষ্যৎ কর্মজীবনে আরও দক্ষ করে তোলা।

Pm Internship Scheme Registration

৩ অক্টোবর ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইন্টার্নশিপ যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে দেশের প্রায় ১ লক্ষ ২৫ হাজার যুবক-যুবতী এক বছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ পাবেন।

এই ইন্টার্নশিপ তাদের বিভিন্ন সংস্থায় কাজ শেখানোর পাশাপাশি কাজের বাস্তব অভিজ্ঞতা প্রদান করবে। যুবকদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতির জন্য এটি এক অসামান্য সুযোগ।

স্কিমের মূল উদ্দেশ্য:

ইন্টার্নশিপ স্কিমটি চালু করা হয়েছে দেশের যুব সমাজকে হাতে-নাতে কাজ শেখানোর উদ্দেশ্যে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস যুবক-যুবতীদের জন্য এই স্কিম একটি বড় সুযোগ।

মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শংসাপত্র নিয়ে চাকরি পাওয়া যায় কি না, সেই সংশয়ের অবসান ঘটাতে এই ইন্টার্নশিপ। পাশাপাশি আইটিআই গ্রাজুয়েট, পলিটেকনিক ডিপ্লোমাধারী এবং বিএ, বিকম, বিফার্ম ডিগ্রিধারীরাও এই স্কিমে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও বয়সসীমা:

ইন্টার্নশিপে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ২৪ বছরের মধ্যে। এর বাইরে, যাদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে বা যারা আইআইটি, এনআইটি এবং আইআইএম থেকে পড়াশোনা করেছেন, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না।

একইভাবে এমবিএ, সিএস, সিএ, এবং এমবিবিএস গ্রাজুয়েটরাও এই স্কিমে যোগ্য নন।

আরও পড়ুন: কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন

আবেদনকারীর বা তার পরিবারের বার্ষিক আয় যদি ৮ লক্ষের বেশি হয়, তবে সেই ব্যক্তিও এই স্কিমে আবেদন করতে পারবেন না।

এছাড়াও, যারা ইতিমধ্যেই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম (NATS) বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোমোশন স্কিমের (NAPS) অধীনে রয়েছেন, তাদের জন্যও এই স্কিমটি প্রযোজ্য নয়।

কাজ শেখার পাশাপাশি ভাতা:

এই ইন্টার্নশিপের মাধ্যমে কাজ শেখার পাশাপাশি ইন্টার্নরা প্রতি মাসে ভাতাও পাবেন। প্রতি মাসে ৫ হাজার টাকা দেওয়া হবে, যার মধ্যে ৪,৫০০ টাকা দেবে কেন্দ্র এবং বাকি ৫০০ টাকা সংশ্লিষ্ট কোম্পানি প্রদান করবে। এছাড়াও, এককালীন ৬ হাজার টাকা দেওয়া হবে ইন্টার্নদের।

দেশের শীর্ষ সংস্থাগুলিতে ইন্টার্নশিপের সুযোগ:

দেশের ৫০০টি শীর্ষ সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন আবেদনকারীরা। আইটিসি, ইনফোসিস, উইপ্রো, আইসিআইসিআই ব্যাংকের মতো শীর্ষ সংস্থাগুলিতে কাজ শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি, দেশের ৭৩৭টি জেলায় ২৪টি বিভিন্ন সেক্টরে ইন্টার্নশিপের সুযোগ মিলবে।

আবেদন প্রক্রিয়া (Pm Internship Scheme Registration):

ইন্টার্নশিপের জন্য আবেদন করার প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন। আবেদন করার জন্য যেতে হবে pminternship.mca.gov.in ওয়েবসাইটে।

সেখান থেকে আবেদনকারীরা তাদের প্রয়োজনীয় তথ্য প্রদান করে আবেদন জমা দিতে পারবেন। কোন সেক্টরে, কোথায় কাজ করতে চান, সেটি নিজে বেছে নেওয়ার সুবিধা রয়েছে। এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে।

ইন্টার্নশিপের লক্ষ্য ও সুফল:

এই ইন্টার্নশিপের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে। যুবক-যুবতীরা কাজ শিখে অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে নিজেদের কর্মজীবনে দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠিত হতে পারবে।

এছাড়া, দেশের শীর্ষ সংস্থাগুলিও দক্ষ কর্মী খুঁজে পেতে সহায়তা পাবে। ইন্টার্নশিপ শেষ হলে অনেকের জন্য স্থায়ী চাকরির সুযোগও সৃষ্টি হতে পারে।

কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ দেশের অর্থনীতি এবং যুবসমাজের কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

ONLINE APPLY LINK:- CLICK HERE

আরও পড়ুন: সুখবর: মুখ্যমন্ত্রী মমতা ১৮০০০ টাকা দিচ্ছে | অনলাইন আবেদন করুন | Swami Vivekananda Scholarship

আরও পড়ুন: কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

Most Popular