Pm Kisan Samman Nidhi: তিনটি কৃষি আইনের বিরুদ্ধে একজোট হয়ে কৃষকদের লড়াই দেখেছে পুরো দেশ ,আবারও কৃষকরা এক জোট হয়ে সরকারের কাছে বিভিন্ন দাবিতে প্রতিবাদ মিছিল শুরু করেছে । রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) অনুমোদিত কৃষক সংগঠন BKS অর্থাৎ ভারতীয় কিষান সংঘ রাজধানী দিল্লিতে রামলীলা ময়দানে ১৯ ডিসেম্বর “কিষান গর্জন সমাবেশ” নামে কর্মসূচি শুরু করেছে ।
বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে এই সংগঠনটি এই সমাবেশে প্রায় ৫০ থেকে ৬০ হাজারের বেশি কৃষক উপস্থিত হয়েছেন । এর মধ্যে মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, কেরালা, গুজরাট, তামিলনাড়ু এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এই সমাবেশে অংশগ্রহণ করেছেন ।
এবার প্রশ্ন হল তারা কি কারণে সরকারের কাছে বিক্ষোভ প্রদর্শন করছেন
১) কৃষি পণ্যের উপর যে সকল পরিসেবা কর বা পণ্য কর অর্থাৎ জিএসটি চালু করেছে তা তুলে নিতে হবে
২) এর পাশাপাশি কৃষি পণ্যকে জিএসটির আওতার বাইরে রাখতে হবে
৩) খাদ্যশস্যে ভর্তুকি দিতে হবে ,এছাড়াও কৃষকদের আর্থিক সহায়তা ডিভিডির মাধ্যমে প্রদান করতে হবে
৪) কৃষিজ যন্ত্রপাতির উৎপাদনের উপর কোনরকম জিএসটি কর নেওয়া যাবে না
৫) কৃষাণ ক্রেডিট কার্ডের সীমা বাড়ানোর দাবি জানিয়েছে :
ভারতীয় কিষান সংঘের দাবি কেন্দ্রীয় সরকারকে কিসান ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিট ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা উচিত,
বর্তমানে এখন সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পায় কৃষকেরা সেটি ১০ লক্ষ টাকা করার জন্য আন্দোলন করছে, যাতে কৃষকরা চাষের জন্য কোন সমস্যার সম্মুখীন না হন
৬) পিএম কিষান সম্মান নিধির আর্থিক সাহায্য বাড়ানোর দাবি: বর্তমানে চাষে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধি, সারের খরচ , যন্ত্রাংশের খরচ প্রভৃতির কারণে চাষ করতে কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের আর্থিক খরচ বেড়ে গিয়েছে সেজন্যই সংগঠনের দাবি পিএম কিষান প্রকল্পে বছরে ৩ কিস্তির মাধ্যমে যে ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে, সেই কিস্তির পরিমাণ বাড়াতে হবে অর্থাৎ বছরে ৬০০০ টাকার বদলে তাদের দাবি ৮০০০ টাকা আর্থিক সাহায্য কৃষকদেরকে দিতে হবে। তাহলে বছরে মোট ৪ বার টাকা দিতে হবে ২০০০ টাকা করে ।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে সরকার ভারতীয় কিষান সংঘের এই দাবি মানতে কতটা প্রস্তুত? দাবি মেনে নিলেও কিষান সম্মান নিধি প্রকল্পে টাকার পরিমান কতটা বাড়তে পারে তার উওর ভবিষ্যতেই পাওয়া যাবে
আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)