Thursday, March 13, 2025
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পমাসে ৩০০০ টাকা ভাতা দিবে মোদী সরকার, অনলাইন আবেদন করুন

মাসে ৩০০০ টাকা ভাতা দিবে মোদী সরকার, অনলাইন আবেদন করুন

Pm Shram Yogi Mandhan Yojana: সাধারণ মানুষের মঙ্গলের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রকল্প নিয়ে আসেন।

কখনো মেয়েদের জন্য, কখনো কৃষক ভাইদের জন্য, কখনো বৃদ্ধ মানুষদের জন্য নানান রকম সরকারি প্রকল্প নিয়ে আসা হয়।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

যাতে সাধারণ মানুষ উপকৃত হন, বর্তমানে তেমনি একটি স্কিম নিয়ে আলোচনা করতে চলেছি। সাধারণ মানুষের আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শ্রম যোগীমনধন যোজনা (Pm Shram Yogi Mandhan Yojana)।

এই প্রকল্পটি আসলে কী?

এটি একটি পেনশন প্রকল্প যা কেন্দ্রীয় সরকার চালু করেন। এই প্রকল্পে অনেক কম খরচে পেনশন পাওয়ার সুবিধা আছে। মাত্র ৫৫ টাকা দিয়ে মাসে মাসে ৩০০০ টাকার পেনশন পাওয়া যেতে পারে।

কীভাবে এই শ্রম যোজনা স্কিমে সুবিধা পাওয়া যায়?

দেশের মানুষদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছেন কেন্দ্র সরকার। এই প্রকল্পে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের জন্য এই পেনশনের সুবিধা দেওয়া হয় (Best Indian Pension Scheme)।

দেশের বহু শ্রমিক দিন মজুরদের অবসরের সময় কোন‌ও আর্থিক সহায়তা থাকে না। তাদেরকে এই স্কিমে সুবিধা দেওয়া হয়।

২০১৯ সালে এই স্কিম চালু হয়েছিলো, এখানে মাসে মাসে ৫৫ টাকা দিয়ে ৬০ বছরের পর ৩ হাজার টাকা পেনশন পাওয়ার সুবিধা আছে।

এই স্কিমের অধীনে মেথর, ধোবা, রিক্সা চালক, ইটভাটার শ্রমিকের মত পেশার মানুষরা পেনশন পাবেন।

আপনি যদি স্কিমটিতে নিজে ২০০ টাকা জমা করেন তাহলে আপনার নামে সরকারও সেই সমপরিমাণ অর্থ অর্থাৎ ২০০ টাকা জমা করবে।

আপনি যদি ১৮ বছর বয়সে এই স্কিম করেন তাহলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা দিতে হবে আর আপনি যদি ২৯ বছর বয়সে এই স্কিম চালু করেন তাহলে আপনাকে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে।

আপনার কত টাকা জমা করছেন সেই টাকার পরিমাণের উপর ভিত্তি করেই আপনার পেনশনের অঙ্ক তৈরি হবে।

Pm Shram Yogi Mandhan Yojana : CLICK HERE

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা কাদেরকে দিচ্ছে নামের লিস্ট ডাউনলোড করুন

আরও পড়ুন:- বিদ্যুৎ বিল ছাড় করলো মমতা, আর দিতে হবেনা বিল!

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular