Monday, July 8, 2024
Homeপ্রকল্পকেন্দ্র সরকারের প্রকল্পPMAYG LIST 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৩| কারা বাড়ি...

PMAYG LIST 2023: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২৩| কারা বাড়ি পাবে, কারা পাবেনা দেখুন

অভিযোগ ছিলো রাজ্য সরকার কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পকে বাংলাতে বাংলার বাড়ি নাম দিয়ে চালাচ্ছে। সেই কারণে পশ্চিমবঙ্গের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল । কিন্তু অবশেষে জট খুলেছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত দাবিদাওয়া মেনে নিয়েছে এরই সুবাদে কেন্দ্র ফের টাকা পাঠাতে শুরু করেছে, ১১ লক্ষ মানুষের জন্য কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ৮২০০ কোটি টাকা পাঠিয়েছে এবং নিয়মে বলা হয়েছে এক মাসের মধ্যে ১১ লক্ষ‌ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি তৈরি করার প্রথম কিস্তি টাকা যেন পাঠিয়ে দেওয়া হয় ।

সেই কারণে রাজ্য সরকার প্রত্যেকটি জেলার জেলাশাসককে নির্দেশ দিয়েছে যেমন উপভোক্তাদের নাম যাচাই করে ফাইনাল লিস্ট ২৫ শে ডিসেম্বর ২০২২ মধ্যে তৈরি করা হয়, রাজ্য সরকার চাইছে আবাস যোজনা প্রকল্পে যেমন কোন দুর্নীতি না হয়, প্রকৃত উপভোক্তারাই যেমন বাড়ি পাই লিস্টে যেমন তাদেরই নাম থাকে । সেই মতোই লিস্ট তৈরির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার । তিনটি ধাপে ভেরিফিকেশনের মাধ্যমে হবে লিস্ট তৈরির কাজ প্রথম ধাপে বিডিওর তৈরি করা লিস্টটি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে আইসিডিএস এবং আশা কর্মীরা, পরবর্তী ধাপে ভেরিফিকেশন করবে লোকাল পুলিশ এবং সর্বশেষ ধাপে ভেরিফিকেশন করবে অতিরিক্ত জেলা শাসক । আর গোটা যাচাই প্রক্রিয়াটিকে মনিটারিং করবে একজন আইএএস বা ডব্লুবিসিএস অফিসার |

২০২৩ সালে বাড়ির পাওয়ার জন্য ১৫ টি শর্ত রাখা হয়েছে, বাড়িতে যাচাই করার সময় এই শর্ত দেখা হচ্ছে , যারা ১৫ টি শর্ত ফুলফিল করতে পারছে তাদের নাম লিস্টে রাখা হচ্ছে নইলে লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। চলুন এবার দেখে নিই ২০২৩ সালে বাড়ি কারা পাবে কারা পাবে না

১৫ টি শর্ত কি কি –

১) আপনার বাড়িতে যদি পাকা বাড়ি থেকে থাকে তাহলে আপনি বাড়ি পাবেন না
২) আপনার পরিবার যদি ইন্দিরা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, গীতাঞ্জলি অথবা অন্যান্য বাড়ি পাওয়ার প্রকল্পে আগে টাকা পেয়ে থাকেন তাহলেও এবার বাড়ি পাবেন না
৩) আপনার বাড়িতে যদি মোটর দেওয়া দুই‌ চাকা, তিন চাকা ,চার চাকার যানবাহন থাকে অথবা মাছ ধরার বোট থাকে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য না
৪) আপনার পরিবারে যদি তিন বা চার চাকার কোন চাষের যন্ত্র থাকে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

৫) আপনার পরিবারে যদি কিষান ক্রেডিট কার্ড থাকে এবং তাতে ক্রেডিট লিমিট যদি পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি হয়ে থাকে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

৬) আপনার পরিবারে কোন সদস্য যদি সরকারি চাকরি করে তাহলেও আপনি বাড়ি পাবেন না

৭) আপনার পরিবারে যদি কোনো সংস্থা রেজিস্ট্রেশন থাকে সরকারের কাছে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

৮) আপনার পরিবারের কোনো সদস্য যদি ১০ হাজার টাকার বেশি ইনকাম করে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য না

৯) আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলেও বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

১০) আপনি যদি কোন প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন তাহলে বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

১১) আপনার বাড়িতে যদি কোন ফ্রিজ থাকে তাহলেও আপনি বাড়ি পাবেন না

১২) আপনার বাড়িতে যদি কোন ল্যান্ডলাইন ফোন থাকে তাহলেও আপনি বাড়ি পাবেন না

১৩) আপনার বাড়িতে ২.৫ একর বা তার বেশি যদি সেচযুক্ত চাষের জমি থাকে এবং ন্যূনতম একটি সেচের যন্ত্র থাকে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

১৪) আপনার যদি ৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকে এবং সেই জমিতে যদি আপনি দুই বা তার বেশি সিজিনে ফসল ফলান তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

১৫) আপনার যদি ৭.৫ একর বা তার বেশি জমি থাকে এবং ন্যূনতম একটি সেচ দেওয়ার যন্ত্র থাকে তাহলেও আপনি বাড়ি পাওয়ার জন্য অযোগ্য

আপনাদের বাড়িতে যখন আইসিডিএস বা আশা কর্মীরা ভেরিফিকেশন করতে যাবে এই ১৫টি বিষয় তারা দেখবে এবং আপনারা বাড়ি পাওয়ার জন্য যোগ্য না অযোগ্য তারা বিচার করে তারা একটি লিস্ট বিডিও অফিসে জমা দেবে তারপর দ্বিতীয় দফার ভেরিফিকেশন হবে তারপর তৃতীয় দফার ভেরিফিকেশন হবে তারপর ২৫শে ডিসেম্বর ফাইনাললিস্ট প্রকাশিত হবে ।

যখনই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে আপনাদেরকে আমরা অবশ্যই পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো |

Official Website CLICK HERE

আরো নিত্যনতুন আপডেট ও খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান নিচের দেওয়া লিংকে ক্লিক করে (এখানে হাত দিন)

10 COMMENTS

  1. Hame paribar ko .Sarkar Kari koi mil Nehi rahahain. Esbar main apko abedan karengge .kuch milege hame khus range .eyhi Mera bnoti hain

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular