Sunday, October 6, 2024
Homeকৃষক সংক্রান্তPmkisan 13 Installment Date: এই তারিখে কৃষকদের ২০০০ টাকা দিবে মোদিজী

Pmkisan 13 Installment Date: এই তারিখে কৃষকদের ২০০০ টাকা দিবে মোদিজী

Pmkisan 13 Installment Date:- প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ১৩ নম্বর কিস্তি কবে পাবো এই নিয়ে কৃষকরা অনেক প্রশ্ন করেছেন । কবে পাবেন আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ১৩ নম্বর কিস্তির টাকা? ইতিমধ্যেই ১৩ নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতি কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে, অনেক কৃষকদের স্ট্যাটাসে তার পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই বিষয়ে আলোচনা করবো

প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের ১৩ তম কিস্তির টাকা পাওয়ার শর্ত (Pmkisan 13 Installment):-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) কৃষকদের অবশ্যই কেওয়াইসি করে রাখতে হবে ২) কৃষকদের অবশ্যই ব্যাংকের সঙ্গে আধার ডিবিটি করে রাখতে হবে
৩) কৃষকটিকে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের টাকা পাওয়ার সমস্ত শর্ত পালন করতে হবে, অযোগ্য যদি হয় তাহলে আর টাকা পাবেন না

কিভাবে দেখবেন আপনার কিস্তির অবস্থা (Pmkisan Status Check):-

১) প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের স্ট্যাটাস দেখতে হলে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট গুগলে সার্চ করতে হবে pmkisan.gov.in লিখে

২) তারপর ওয়েবসাইটে আপনি Farmer Corner এর ভিতরে , Beneficiary Status বলে অপশন পাবেন সেখানে ক্লিক করতে হবে।

৩) তারপর পরবর্তী পেজে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার এবং কিউআর কোড বসিয়ে সার্চ করলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন

স্ট্যাটাসে অবশ্যই ইন্সটলমেন্টের ঘরে Payment Processed লেখাটি আসতে হবে Pmkisan ১৩ নম্বর কিস্তি পাওয়ার আগে

আরো পড়ুন:- PMKISAN টাকা দেবার কাজ শুরু, Pm Kisan PFMS Status 2023

Pmkisan সম্পর্কিত অভিযোগ ও সাহায্য কিভাবে পাবেন (Pmkisan Helpline Number):-


আপনার যদি এই প্রকল্প সম্পর্কে কোন সমস্যা থাকে আপনি হেল্পলাইন নম্বর ১৫৫২৬১ অথবা ১৮০০১১৫৫২৬ অথবা ০১১-২৩৩৮১০৯২ এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ইমেইল করতে পারেন [email protected]

কবে দেবে প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের ১৩ নম্বর কিস্তির টাকা (Pmkisan 13 Installment Date):-

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, এছাড়া বিভিন্ন মিডিয়ার রিপোর্ট থেকে জানা যাচ্ছে ২৩ শে জানুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের ১৩ নম্বর কিস্তির টাকা দেওয়া হতে পারে । ওই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ।এই কারণে ওই দিনটি সারাদেশে পরাক্রম দিবস হিসাবে পালন করা হয়ে থাকে । এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সঙ্গে কথা বলবেন এবং ১৩ নম্বর কিস্তির ২০০০ টাকা কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করবেন।
যদিও এখনও অফিশিয়াল ভাবে কোন তারিখ ঘোষণা করা হয়নি। পরবর্তী সময়ে অফিসিয়াল তারিখ ঘোষণা হলে আপনাদেরকে জানিয়ে দেবো

ওয়েবসাইট :- CLICK HERE

সিরিয়াল নাম্বারলিঙ্ক
ওয়েবসাইটএখানে হাত দিন
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যানএখানে হাত দিন
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনএখানে হাত দিন

Most Popular