বাড়ির বাইরে দু চাকা হোক বা তিন চাকা নিয়ে বেরোলেই পুলিশের ভয় এই বুঝি লাইসেন্স চেয়ে বসলো । বর্তমানে অধিকাংশ উপভোক্ততারাই গাড়ির লাইসেন্স করে নিয়েছে সাথে গাড়ি রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও দেওয়া হয়ে থাকে কিন্তু এগুলো সবই কাগজের । এবার সেই তিন বছরের কাগজের যুগ শেষ বারতি সুরক্ষা নিয়ে ড্রাইভিং লাইসেন্স ফিরছে স্মার্ট কার্ডে অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স হবে পিভিসি কার্ডে ( Pvc Driving Licence West Bengal)। তবে এরজন্য আপনাদেরকে অতিরিক্ত ২০০ টাকা চার্জ দিতে হবে, সাধারণত ড্রাইভিং লাইসেন্স পেতে বর্তমানে ৩৪০ টাকা লাগে। তবে আপনি যদি পিভিসি কার্ড বা স্মার্ট কার্ডের লাইসেন্স নেন তাহলে ২০০ টাকা অতিরিক্ত দিতে হবে।
ফেব্রুয়ারি মাস থেকে এই নতুন নিয়ম চালু হতে চলেছে ।পরিবহন দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই টেন্ডার হয়ে গিয়েছে এবং একটি সংস্থাকে এর বরাত দেওয়া হয়েছে। কার্ড তৈরির কাজ দ্রুতই শুরু হয়ে যাবে। অতীতেও এই প্লাস্টিকের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হতো কিন্তু যেই সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছিল সেই সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরে প্লাস্টিকের কার্ড দেওয়া বন্ধ ছিল। পরে টেন্ডার করেও নতুন ব্যবস্থা চালু করা যায়নি তাই কাগজের প্রিন্ট পেপারেই লাইসেন্স দেওয়া হচ্ছিল । ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল।
আরো পড়ুন:- বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২৩ । Bangla Sahayata Kendra Recruitment 2023
এবার সেই ব্যবস্থা শেষ হতে চলেছে আধুনিক লাইসেন্স এবং রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হতে চলেছে। নয়া লাইসেন্স এবং ব্লু বুকে থাকবে অত্যাধুনিক কিউআর কোড । থাকবে রাজ্য সরকারের ওয়াটার মার্ক। অনেকটা মেট্রোর কার্ড এর ধাঁচে এই কার্ডটি তৈরি করা হবে। এই কার্ডের ভেতরে লুকানো থাকবে যাবতীয় তথ্য।
রাস্তায় গাড়ি ধরলে ট্রাফিক পুলিশ বা মোটর ভেহিকেল ইন্সপেক্টর বা এমবিআইরা সহজেই কিউআর কোড স্ক্যান করে জানতে পারবেন গাড়ি এবং চালকের যাবতীয় তথ্য। লাইসেন্সের ক্ষেত্রেও দেখা যাবে ওই চালক অতীতে কোন দুর্ঘটনা ঘটিয়েছে কিনা ,তার নামে কোন কেস রয়েছে কিনা, পাওয়া যাবে গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য ,পল্লিউশন সার্টিফিকেট ,ইন্সুরেন্স ঠিকঠাক রয়েছে কিনা ।
মাসখানেক পরেই এটি সমগ্র ভারতবর্ষে চালু হয়ে যাবে । যখন একটি চালু হয়ে যাবে তারপর যদি কোন ব্যক্তি গাড়ি কিনেন তাহলে তার ডিলার রাই আধুনিক ব্লু বুক দেবেন অর্থাৎ প্লাস্টিকের ব্লুবুক দেবেন। আর নতুন যারা লাইসেন্স করবেন তারা প্লাস্টিকের লাইসেন্স পাবেন ।কেউ রিনিউয়াল করলেও তাদের কেও নতুন লাইসেন্স প্লাস্টিকের কার্ডেই দেওয়া হবে। এই সমগ্র ব্যবস্থাটি মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের ২০১৯ সালের অর্ডার অনুযায়ী করা হচ্ছে|
আরো পড়ুন:- ঐক্যশ্রী স্কলারশিপ অনলাইন আবেদন,কি কি ডকুমেন্টস লাগবে,নিয়ম কি দেখুন
কি কি থাকছে এই প্লাস্টিকের কার্ডে:-
১) এই কার্ডটি অনেকটাই মেট্রো কার্ডের মতন দেখতে হবে
২) কার্ডে লাগানো থাকবে একটি কিউআর কোড, কিউআর কোড এ লুকানো থাকবে গাড়ি চালকের যাবতীয় তথ্য
৩) কার্ডে রাজ্য সরকারের লোগো থাকবে
প্লাস্টিক কার্ড এর সুবিধা কি:-
১) এই কার্ড সহজে ছিঁড়বে না, এছাড়াও জলে নষ্ট হবে না
২) কার্ডে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই ট্রাফিক পুলিশরা গাড়ির যাবতীয় তথ্য ও গাড়ি চালকের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন
ওয়েবসাইট:- CLICK HERE
সিরিয়াল নাম্বার | লিঙ্ক |
ওয়েবসাইট | এখানে হাত দিন |
টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান | এখানে হাত দিন |
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন | এখানে হাত দিন |