Thursday, March 13, 2025
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরি৩২৪৩৮ শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ , কবে আবেদন শুরু দেখুন

৩২৪৩৮ শুন্যপদে গ্রুপ-ডি নিয়োগ , কবে আবেদন শুরু দেখুন

Railway Group D Recruitment 2025: রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: আবেদন প্রক্রিয়া শুরু কবে?

ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দেশের বিভিন্ন প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগের জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। এবার প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। এই নিয়োগের মাধ্যমে মোট ৩২,৪৩৮টি শূন্যপদ পূরণ করা হবে।

Railway Group D Recruitment 2025

পদের নাম ও শূন্যপদ সংখ্যা

রেলের লেভেল-১ (গ্রুপ-ডি) পদে অন্তর্ভুক্ত কিছু গুরুত্বপূর্ণ পদ ও শূন্যপদ সংখ্যা হল:

1. পয়েন্টসম্যান-বি: ৫,০৫৮টি।

2. অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন): ৭৯৯টি।

3. অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ): ৩০১টি।

4. ট্র্যাক মেইনটেনার গ্রেড-IV: ১৩,১৮৭টি।

5. অ্যাসিস্ট্যান্ট (সি অ্যান্ড ডব্লিউ): ২,৫৮৭টি।

6. অ্যাসিস্ট্যান্ট (টি আর ডি): ১,৩৮১টি।

7. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ডিজেল): ৪২০টি।

8. অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিক): ৯৫০টি।

9. অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসি: ১,০৪১টি।

10. অ্যাসিস্ট্যান্ট (ওয়ার্কশপ): ৩,০৭৭টি।

শিক্ষাগত যোগ্যতা :-

এই পদের জন্য আবেদন করতে প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি, প্রার্থীদের যদি ITI কোর্স সম্পন্ন থাকে, তবে তা বাড়তি যোগ্যতা হিসাবে গণ্য হবে।

আরও পড়ুন: এইট পাশে ১৯০১ শূন্যপদে কর্মী নিয়োগ | Indian Army Recruitment 2024

বয়সসীমা :-

প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন কাঠামো :-

এই পদের অধীনে প্রার্থীরা ৭ম পে কমিশন (7th CPC) অনুযায়ী বেতন পাবেন। লেভেল-১ অনুযায়ী প্রাথমিক বেতন হবে প্রতি মাসে ১৮,০০০/- টাকা। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য সুবিধাও দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :-

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে।

আবেদনের শুরু তারিখ: ২৩ জানুয়ারি, ২০২৫।

শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি, ২০২৫।

প্রার্থীদের RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া :-

নিয়োগ হবে তিনটি পর্যায়ে:

1. লিখিত পরীক্ষা (কম্পিউটার বেসড টেস্ট – CBT)।

2. শারীরিক যোগ্যতা পরীক্ষা (PET)।

3. প্রার্থীদের নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন।

উল্লেখযোগ্য তথ্য :-

বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সিলেবাস RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। ইচ্ছুক প্রার্থীদের সেই বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে আবেদন করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

এই নিয়োগ দেশের যুবসমাজের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে। তাই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করুন এবং নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে ভালো ফলাফলের জন্য মনোযোগী হোন।

Railway Group D Recruitment 2025 Notice Download: CLICK HERE

আরও পড়ুন: শুরু হচ্ছে চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পান | WB Job Fair 2024

আরও পড়ুন: ব্লক অফিসে কর্মী নিয়োগ, বিনামূল্যে আবেদন করুন। wb latest job

Most Popular