Ration Card New Update: রেশন কার্ড থাকলে খুবই গুরুত্বপূর্ণ খবর ।
আজও ভারতবর্ষে এমন অনেক মানুষ আছেন যারা খুবই দরিদ্র।
তাদের যাতে খাবারের অভাব না হয় তার জন্য রাজ্য তথা কেন্দ্রের চেষ্টায় প্রতিমাসে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে।
যার ফলে কয়েক কোটি মানুষ বিনামূল্যের নিত্যপ্রয়োনীয় খাদ্য শস্য যেমন চাল, গম পেয়ে থাকেন রেশন দোকান থেকে । তবে এবার জানা যাচ্ছে রেশন কার্ড থাকলেও বন্ধ হয়ে যেতে পারে আপনার ফ্রি রেশন পাওয়া।
কিন্তু কেন? সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব আজকের প্রতিবেদনে।
রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দফতরের:-
আগে রেশনে চাল, গম, আটা পাওয়ার জন্য কিছু টাকা দিতে হত কিন্তু করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে।
তাছাড়াও ২০২৪ এর লোকসভা ভোটে জেতার পর প্রধানমন্ত্রী এই প্রকল্প আরও ৫ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন। যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় ৯ কোটি রেশন উপভোক্তা উপকৃত হচ্ছেন। তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ৬ লক্ষেরও বেশি রেশন কার্ড গ্রাহকরা আর ফ্রি রেশন পাবেন না (Ration Card New Update)।
বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন:-
আগেই রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক হয়েছে। পশ্চিমবঙ্গেও রেশন দুর্নীতির জেরে জেলে গিয়েছেন একাধিক ব্যক্তিরা।
রেশন কার্ড ভেরিফিকেশন করে ভুয়ো রেশন কার্ড বাতিল করা হচ্ছে। সেই কারণেই এবার মোট ৬,৬০,৫০০ রেশন কার্ড বাতিল হয়ে যাবে । অর্থাৎ এই সমস্ত উপভোক্তারা আর ফ্রি রেশন পাবে না।
কারা পাবে না রেশন?
গত বছর থেকেই জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে হবে নাহলে ফ্রি রেশন পাওয়া যাবে না। এরপর বহু মানুষ নিজেদের রেশন ও আধার লিংক করিয়ে নিয়েছেলো ।
কিন্তু এখনও বিপুল সংখ্যক কার্ডের আধার লিঙ্ক হয়নি। যার মধ্যে ৫,৪৬,০০০ মত PHH ও SPHH ক্যাটেগরি ও ৫৭ হাজারেরও বেশি অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ক্যাটেগরির কার্ড আছে।
এই সমস্ত কার্ড গুলিকে ভুয়ো হিসাবে ধরা হবে। তাই এই রেশনকার্ড হোল্ডাররা আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল, আটা ও গম নিতে পারবেন না।
আরও পড়ুন:- ২৬২৯ শূন্যপদে SSC মাধ্যমে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হচ্ছে | OSSSC Job Recruitment 2024
রেশন ডিলারদের নিয়েও কড়া সিদ্ধান্ত:-
শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিল করাই নয়, এরসাথে রেশন দোকানে রেড করে ৮৪ জনের লাইসেন্স সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এমনকি ২৭ জনের লাইসেন্স পার্মানেন্টলি ক্যানসেল করে দেওয়া হয়েছে।
কিভাবে রেশন কার্ড চালু করবেন:-
যদি আপনার রেশন কার্ড বন্ধ হওয়া থেকে বাঁচতে চান তাহলে অতিসত্বর রেশন দোকানে গিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে কেওয়াইসি করে নিন অথবা নিজেরাও মোবাইল থেকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই লিংকের কাজ করে নিতে পারবেন। ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক রয়েছে যারা রেশন পাচ্ছেন তাদেরকে নতুন করে আর আধার লিঙ্ক করতে হবে না
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |