RBI Unclaimed Deposit Incentive Scheme: প্রায় ৮০ হাজার কোটি টাকার দাবিহীন আমানত, ডিভিডেন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বিভিন্ন সঞ্চয়পত্র এখনও বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের খাতায় আটকে পড়ে রয়েছে।
এই বিপুল অর্থের প্রকৃত মালিক বা তাঁদের উত্তরাধিকারীদের হাতে তুলে দিতে কেন্দ্র সরকার দেশজুড়ে এক বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে।
আজ, ৪ ঠা অক্টোবর শনিবার গুজরাতের গান্ধীনগরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ‘ইওর মানি, ইওর রাইট’ (Your Money Your Right) নামে তিন মাসব্যাপী এই কর্মসূচির সূচনা করবেন।
অর্থমন্ত্রকের অধীনস্থ আর্থিক পরিষেবা বিভাগ এই প্রচারের দায়িত্ব নিয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (Securities and Exchange Board of India) এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি।
অর্থমন্ত্রক জানিয়েছে, পুরনো বা অপ্রচলিত তথ্যের কারণে বহু বিমা দাবি, ব্যাঙ্ক আমানত, ডিভিডেন্ড, শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অর্থ বছরের পর বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে থাকে।
এবার সেই টাকা ফেরত দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশিকা, সাধারণ জিজ্ঞাসার উত্তর এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর (এসওপি) তৈরি করা হচ্ছে,যাতে প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হয়।
আরও পড়ুন:- পরিযায়ী শ্রমিকদের শ্রমিক কার্ড দিচ্ছে সরকার , ডাউনলোড করুন : Porijayi Sromik Card Download
কেন্দ্রের লক্ষ্য, প্রতিটি নাগরিক যাতে তাঁদের সঞ্চিত অর্থ বা তাঁদের মনোনীত উত্তরাধিকারীরা ন্যায্য দাবি অনুযায়ী ফেরত পেতে পারেন। মন্ত্রকের মতে, এই উদ্যোগ কেবল সচেতনতা বাড়াবে না, বরং আর্থিক অন্তর্ভুক্তিকেও শক্তিশালী করবে।
এর আগে চলতি বছরের এপ্রিলে একটি রিপোর্টে বলা হয়েছিল, কেন্দ্র সরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিতে পারে যাতে তারা ২০২৫-‘২৬ অর্থবর্ষে অন্তত ৩০-৪০ শতাংশ দাবিহীন আমানত মেটানোর ব্যবস্থা করে।
এজন্য ব্যাঙ্ক শাখাগুলিকে লক্ষ্য (টার্গেট) নির্ধারণ করে দেওয়া হতে পারে এবং যে অঞ্চলে দাবিহীন আমানতের পরিমাণ বেশি, সেখানে বিশেষ নজর দিতে বলা হবে।আরবিআই ইতিমধ্যেই নতুন নিয়ম চালু করেছে, যার ফলে ১ এপ্রিল থেকে ব্যাঙ্কগুলিকে নিজেদের ওয়েবসাইটে দাবিহীন আমানতের তথ্য প্রকাশ করতে হবে এবং একটি পাবলিক সার্চ সুবিধা দিতে হবে।
বর্তমানে গ্রাহকরা আরবিআই-র ইউডিজিএএম পোর্টালের মাধ্যমে তাঁদের দাবিহীন বা আটকে থাকা আমানতের তথ্য খুঁজে পেতে পারেন, তবে দাবি মেটাতে এখনও সংশ্লিষ্ট ব্যাঙ্ক শাখায় যাওয়া বাধ্যতামূলক। আসন্ন সংস্কারের ফলে এই প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হবে বলে আশা করা হচ্ছে।
আপনার নামে বা আপনার পূর্বপুরুষদের নামে দাবীহীন টাকা রয়েছে কিনা কিভাবে চেক করবেন (Unclaimed Deposits In Banks):-
১) সবার প্রথমে আপনারা এই লিঙ্কে ক্লিক করুন CLICK HERE
২) তারপর রেজিস্টার অপশন এ ক্লিক করে একটি নতুন আইডি বানান

৩) আইডি বানানোর জন্য আপনার মোবাইল নাম্বার ,আপনার নাম ,পাসওয়ার্ড ক্যাপচা কোড বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন ।
৪) তাহলে আপনার ফোনে ওটিপি আসবে সেই ওটিপি বসালেই আপনার আইডি তৈরি হয়ে যাবে।
৫) আইডি বানানোর পর এবার লগইন অপশনে ক্লিক করুন

৬) তারপর আপনার ফোন নাম্বার, পাসওয়ার্ড বসিয়ে লগইন করুন
৭) এবার আপনার সামনে সার্চ করার অপশন চলে আসবে আপনি যার নামে কোন টাকা বা সম্পত্তি রয়েছে কিনা চেক করবেন তার নামটি অ্যাকাউন্ট হোল্ডারের ঘরে লিখতে হবে তারপর ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে ।
৮) সেই ব্যক্তিটির প্যান কার্ডের নাম্বার অথবা ভোটার কার্ডের নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্সের নাম্বার অথবা পাসপোর্ট এর নাম্বার অথবা জন্ম তারিখ যে কোন একটি বসাতে হবে । তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে।

৯) সার্চ করলেই যদি তার নামে কোন সম্পত্তি থেকে থাকে বা কোন টাকা বা আমানত যদি থেকে থাকে সেটি সার্চ রেজাল্টে দেখিয়ে দিবে ।

টাকা ফেরত পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে:-
আপনি অনলাইনে চেক করে দেখলেন যে আপনার পূর্বপুরুষদের নামে বা আপনার নামে টাকা বা সম্পত্তি রয়েছে। এবার আপনি এই টাকা ফেরত পেতে চাইছেন তাহলে আপনাকে যে ব্যাংকে টাকা রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চ এ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে টাকা ফেরত পাওয়ার আবেদন জমা করতে হবে । ব্যাংকে গেলেই ব্যাংক থেকে একটি ফর্ম দেবে সেই ফর্ম পূরণ করে তার সঙ্গে কাগজ জমা করতে হবে।
কি কি কাগজপত্র লাগবে আপনার:-
১) যে কোন পরিচয় এর প্রমাণপত্র
২) আর আপনার পূর্বপুরুষদের টাকা ফেরত পাওয়ার জন্য যিনি মারা গেছেন তার মৃত্যু সার্টিফিকেট এবং ওয়ারিশন সার্টিফিকেট লাগবে।
আপনার নামে বা আপনার পূর্বপুরুষদের নামে কোন টাকা ব্যাংকে জমা রয়েছে কিনা বা কোন সম্পত্তি রয়েছে কিনা সেটি চেক করার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করুন:- CLICK HERE
আরও পড়ুন:- শ্রমশ্রী প্রকল্পের আবেদন | Shramshree Prokolpo Form Pdf Download
আরও পড়ুন:- আধার কার্ডের সংশোধন এবার অনলাইনেই করা যাবে | Aadhar Card Correction Online
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |