Rojgar Mela 2024: বর্তমান সময়ে গোটা ভারতবর্ষের সবথেকে বড় সমস্যা হল বেকারত্বের সমস্যা।
এখনকার ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হয়েও যোগ্যতা অনুসারে চাকরি পায় না। তবে এবার বেকারত্বের সমস্যা দূর করার জন্য এক বিশেষ ধরনের উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার।
বেকারত্বের সমস্যা দূর করার জন্য প্রাধানমন্ত্রী PM Modi চালু করেন Rojgar Mela তথা রোজগার মেলা (रोजगार मेला)।
Rojgar Mela 2024 Online Registration
এই রোজগার মেলার মাধ্যমে বেকার যুবক-যুবতীরা ইন্টারভিউ এর মাধ্যমে সরাসরি চাকরি পেতে সচেষ্ট হবেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হয়ে গেছে।
আবার রোজকার মেলা অনুষ্ঠিত হবে এই অক্টোবর-নভেম্বর মাসে। তবে এবার যে রোজগার মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেখানে প্রায় ৫১০০০ শূন্যপদে লোক নিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোজগার মেলার যে সূচনা করেছে, সেই রোজগার মেলা প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ৫ই নভেম্বর সকাল সাড়ে দশটা থেকে রোজগার মেলা অনুষ্ঠিত হবে কলকাতা এবং খড়্গপুরে।
অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই এই রোজগার মেলা তে অংশগ্রহণ করা যাবে। অনলাইনে ওয়েবকাস্টের মাধ্যমে মেলার অনুষ্ঠানিকতা পরিচালিত হবে, আর অফলাইনে এই মেলা অনুষ্ঠিত হবে বিভিন্ন রাজ্যের নির্ধারিত সেন্টারগুলোতে।
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার সার্ভেতে কি প্রশ্ন করবে, কি কাগজ লাগবে? Bangla Awas Yojana List
এই রোজকার মেলার মাধ্যমে যারা চাকরি পাবেন তাদের সরাসরি নিয়োগপত্র বিতরণ করা হবে।
যে সকল প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তারাই এই মেলায় অংশগ্রহণ করতে পারবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে যারা উত্তীর্ণ হবেন সেই সকল প্রার্থীরাই এই মেলায় অংশ নিতে পারবেন।
এই মেলার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মোবাইলে মেসেজ দিয়ে মেলার স্থান, সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
অনলাইনে রোজকার মেলা-
প্রার্থীরা যদি অনলাইনে রোজকার মেলায় অংশগ্রহণ করতে চান তাহলে তাদের ওয়েবকাস্ট লিংকে ক্লিক করে ইভেন্ট টি দেখতে হবে।
নির্বাচিত প্রার্থীদের কাছে কর্তৃপক্ষ যথাসময়ে লিংকটি পাঠিয়ে দেবেন। আর যারা এই রোজগার মেলার মাধ্যমে চাকরি পাবেন তাদের মেইল করে নিয়োগপত্র পাঠিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অফলাইনের মাধ্যমে রোজকার মেলা
অফলাইনের মাধ্যমে এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। দেশের নির্দিষ্ট সেন্টারগুলিতে এই মেলার আয়োজন করা হবে। মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময় মোবাইলে মেসেজ করে এই মেলার স্থান কাল সম্পর্কে জানানো হবে।
যারা এই মেলার মাধ্যমে চাকরি পাবেন তাদের এই সেন্টারগুলিতে উপস্থিত হয়ে নিয়োগপত্র সংগ্রহ করতে হবে।
আরও পড়ুন:- বাংলা আবাস যোজনার বাড়ির লিস্ট দেখুন | Bangla Awas Yojana List 2024
আরও পড়ুন:- কালীপূজা উপলক্ষে অতিরিক্ত রেশন দিচ্ছে , সাথে ১০০০ টাকা | Diwali Ration List
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |