Wednesday, December 11, 2024
Homeটেক নিউজবর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund...

বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে দেখুন । Rose Valley Refund Online

Rose Valley Refund Online: আপনারা অনেকেই চিটফান্ডে টাকা রেখেছিলেন । বর্তমানে আপনারা সেই টাকা গুলি ফেরত পেতে চান ।

আপনারা অনেকেই জানেন না বর্তমানে অনেক চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার অনলাইনে আবেদন নেওয়া চলছে। আপনারা খুব সহজেই অনলাইনে আবেদন করে সেই সকল চিটফান্ডের টাকা ফেরত আপনাদের ব্যাংক একাউন্টে পেতে পারেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার কাজ চলছে, কিভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, কবে টাকা ফেরত পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

বর্তমানে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন চলছে:-

১) Rose Valley
২) Alchemist Group Of Companies
৩) MPS Group Of Companies
৪) Pailan Group Of Companies
৫) Vibgyor Group Of Companies
৬) Waris Finance International Group Of Companies

পরবর্তী সময়ে কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন নেওয়া চলবে:-

1) GREATER KOLKATA INFRASTRUTURE LTD

2) TOWER INFOTECH GROUP OF COMPANIES

3) I-CORE GROUP OF COMPANIES

4) ASSDA GROUP OF COMPANIES

5) PRAYAG GROUP OF COMPANIES

6) SWARNABHUMI DEVELOPRES GROUP OF COMPANIES

7) MULTIPURPOSE BIOS INDIA GROUP OF COMPANIES

8) MSD AGRO PROJECT GROUP OF COMPANIES

9) HAHNEMANN HERBAL GROUP OF COMPANIES

10) RAHUL GROUP OF COMPANIES

11) FIDEX INDUSTRIES LIMITED AND MOHAMMED ENTERPRISES

12) LIFE CARE AGRO PROJECT LIMITED GROUP OF COMPANIES

13) TOGO RETAIL MARKETING LIMITED GROUP OF COMPANIES

14) SHIVAM AGRO FARMING GROUP OF COMPANIES

15) DOLPHIN GROUP OF COMPANIES

16) ANNEX INFRASTRUCTURE INDIA LIMITED GROUP OF COMPANIES

17) EZEEE WAY INFRASTRACTURE AND LAND DEVELOPMENT LIMITED

18) EXCELLA REAL PROJECTS INDIA GROUP OF COMPANIES

19) AMAZON AGRO PROJECTS GROUP OF COMPANIES

20) TEACHERS WELFARE CREDIT AND HOLDING GROUP OF COMPANIES

21) PREMIER DEALMARK LTD GROUP OF COMPANIES

22) R N POLYMER INDUSTRIES LTD GROUP OF COMPANIES

23) PREMIER AGRO LITE LIMITED GROUP OF COMPANIES

24) ROOFERS MARKETTING GROUP OF COMPANIES

25) AKASHDEEP PROJECT GROUP OF COMPANIES

26) PDS AGRO INDUSTRIES LIMITED GROUP OF COMPANIES

27) REAL SUNSHINE AGROTECH LIMITED GROUP OF COMPANIES

28) WEIRED INDUSTRIES LTD GROUP OF COMPANIES

29) ALCHEMIST GROUP OF COMPANIES

30) EXSEM INDIA KRISHI BIKASH LTD GROUP OF COMPANIES

31) E S B I GROUP OF COMPANIES

32) BASIL INTERNATIONAL GROUP OF COMPANIES

33) GBC INDUSTRIAL CORPORATION GROUP OF COMPANIES

34) K B S VACATION AND HOSPITALITY LIMITED GROUP OF COMPANIES

35) ANGELA AGROTECH LIMITED GROUP OF COMPANIES

36) SILICON PROJECTS INDIA GROUP OF COMPANIES

37) ANNESHWA INN INDIA GROUP OF COMPANIES

38) THRIVEN GROUP OF COMPANIES

39) ANGEL AGRITECH GROUP OF COMPANIES

40) REAL TULIP INDUSTRIES LTD GROUP

41) ASPEN PROJECTS PRIVATE LTD GROUP

42) VISHWAMITRA INDIA PARIWAN GROUP OF COMPANIES LTD

43) MERLIN GROUP OF COMPANIES LTD

44) Saviour Group Of Companies

45) Pincon Group Of Companies

46) Kolkata Weir Industries Ltd

47) SWASATA GROUP OF COMPANY

48) Infocare Agro india Ltd Group of Companies

49) Saradha Group of Companies

50) RAMMEL INDUSTRIES LIMITED

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরতের আবেদন পদ্ধতি (Rose Valley Refund Online):-

১) সবার প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে rosevalleyadc.com

২) তারপর আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন । অফিসিয়াল ওয়েবসাইটের থ্রি লাইনে ক্লিক করে (Upload Certificate) আপলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন  ।

৩) তারপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে সেখানে আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করতে হবে।

৪) সাবমিট করার পর আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার দেবে সেই নাম্বারটি আপনি খাতায় লিখে রেখে দিবেন। কারণ ওই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ের স্ট্যাটাস চেক করা যাবে ।

বাকি অন্যান্য চিটফান্ডের টাকা ফেরতের আবেদন পদ্ধতি:-

১) সবার প্রথমে যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ করতে হবে justicesptalukdarcommitte.com

২) তারপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে সেখানে আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করতে হবে।

৩) সাবমিট করার পর আপনাকে একটি একনলেজমেন্ট নাম্বার দেবে সেই নাম্বারটি আপনি খাতায় লিখে রেখে দিবেন। কারণ ওই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ের স্ট্যাটাস চেক করা যাবে ।

কি কি কাগজ আপলোড করতে হবে ?

১) কোম্পানিতে টাকা রাখার পর যে সার্টিফিকেটটি দিয়েছিল সেই সার্টিফিকেটের কপি |

২) টাকা রাখার পর যে অ্যাকনলেজমেন্ট কপিটি দিয়েছিল সেই অ্যাকনলেজমেন্ট কপি |

৩) এফিডাফিট ডকুমেন্ট (Affidavit Documents) এই কাগজটি কেবলমাত্র যাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের সাথে রোজ ভ্যালি সার্টিফিকেট এর নামের ভুল রয়েছে তাদেরকে জমা দিতে হবে। বাকিদের জমা দিতে হবে না |

৪) ঠিকানার প্রমাণপত্র হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)

৫) আইডেন্টিটি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)

৬) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি

৭) ক্যানসেল চেক অথবা চেকবইয়ের কপি

কারা কত টাকা ফেরত পাবে:-

মূলত উপভোক্ততা আসল যে টাকাটা রেখেছে সেই আসল টাকাটাই ফেরত পাবে। সুদের টাকা ফেরত দেওয়া হবে না।

কবে টাকা ফেরত দেবে:-

আশা করা যায় পুজোর আগেই কিছু কিছু করে টাকা ফেরত দেওয়া হবে এবং এই টাকা ফেরানোর কাজ তারপর ধাপে ধাপে চলতেই থাকবে ।

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক (Rose Valley Refund Online) :- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE

বাকি অন্যান্য চিটফান্ডের টাকা ফেরতের আবেদন লিংক :- CLICK HERE

আরও পড়ুন:- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024



Most Popular