Thursday, September 19, 2024
Homeট্রেন্ডিংরোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, Rose Valley Refund Online

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, Rose Valley Refund Online

Rose Valley Refund Online: খুবই খুশির খবর যারা চিটফান্ডে (Chit Fund) টাকা রেখেছিলেন তাদের জন্য । এবার তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেরত (Refund) পেতে চলেছেন ।

বর্তমানে আপনারা সকলেই জানেন রোজভ্যালি (Rose Valley), অ্যালকেমিস্ট (Alchemist) এছাড়াও অন্যান্য চিটফান্ডে (Chit Fund) টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ইতিমধ্যেই অনেকেই আপনারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন । যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত পাবার জন্য আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।

কবে টাকা ফেরত দিবে, কাদেরকে প্রথমে টাকা ফেরত দিবে , কত টাকা প্রথমে ফেরত দিবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

বর্তমানে কোন চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে:-

বর্তমানে অনেকগুলি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া চলছে, বিস্তারিত লিস্ট নিচে দেওয়া হলো

১) Rose Valley
২) Alchemist Group Of Companies
৩) MPS Group Of Companies
৪) Pailan Group Of Companies
৫) Vibgyor Group Of Companies
৬) Waris Finance International Group Of Companies

টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করতে হবে :-

১) সবার প্রথম গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com

২) তারপর থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করতে হবে

৩) তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে

কি কি কাগজপত্র লাগবে:-

১) চিটফান্ডে আবেদন করার সময় যে অরিজিনাল সার্টিফিকেটের কপি দিয়েছিলো সেটি

২) অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি

৩) Affidavit Documents (অপশনাল)

৪) আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (আধার কার্ড/ প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)

৫)  ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড /পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড )

৬) ব্যাঙ্ক এর পাস বইয়ের প্রথম পাতার কপি

৭) ব্যাংকের চেক বই অথবা cancel check এর কপি

কবে টাকা ফেরত দেবে (Rose Valley Refund Online):-

সম্প্রতি আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির ১৪ টি ফিক্সড ডিপোজিট বাবদ ১২ কোটি টাকা রোজভ্যালির কমিটিকে হস্তান্তর (ADC) করতে হবে ।

এই নির্দেশ মতো যখনই ইডি রোজভ্যালি (Rose Valley) কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজভ্যালি কমিটি সেই টাকাগুলি যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে ।

শুধু এই ১২ কোটি নয় জানা গিয়েছে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই ২১০০ কোটি টাকা পাওয়া গিয়েছে। সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে ।

রোজভ্যালি কমিটির একজন সদস্য পেশায় আইনজীবী সুভাশিস চক্রবর্তী বলেন ADC একাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে, ইডি ওই টাকা একাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরত এর একটি স্কিম তৈরি করবো ।

তারপর স্কিমটি হাইকোর্টের (High Court) কাছে পাঠানো হবে, হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে । আশা করা যায় যাদের কম অংকের টাকা (২০০ টাকা থেকে ১০ হাজারের)  মধ্যে তাদের পুজোর (Durga Puja 2024) আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে।

এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে, ধাপে ধাপে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে

কারা প্রথমেই টাকা পাবে:-

যারা প্রথমের দিকে রোজভ্যালিতে টাকা ফেরতের আবেদন করেছিল এবং মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ ২০০ টাকা থেকে ১০ হাজার টাকার মধ্যে আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবে। তারপর ধাপে ধাপে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে।

কারা কত টাকা ফেরত পাবে :-

মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজভ্যালি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকা টিই শুধু ফেরত দেওয়া হবে ।

সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজভ্যালি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না।

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক:- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন : Icds Recruitment 2024

আরও পড়ুন:- পুজোতে ৬০০০ টাকা বোনাস দিচ্ছে মুখ্যমন্ত্রী মমতা | Puja Bonus

Most Popular