Monday, July 8, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরিRPF Constable Recruitment 2024: রেল পুলিশে চাকরির অনলাইন আবেদন শুরু

RPF Constable Recruitment 2024: রেল পুলিশে চাকরির অনলাইন আবেদন শুরু

RPF Constable Recruitment 2024: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর । ছেলে এবং মেয়ে উভয়েই ভারতীয় রেলের পুলিশের কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবে । নতুন শূন্য পদ ভারতীয় রেল পুলিশের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। কিভাবে আবেদন করবেন, কতগুলি শূন্য পদ রয়েছে, যোগ্যতা কি রয়েছে, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো।

পদের নাম:- কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর ।

RPF Constable Recruitment 2024 মোট শূন্য পদ:-

কনস্টেবল পদে ৪২০৮ টি শুন্যপদ, সাব-ইন্সপেক্টর পদে ৪৫২ টি শূন্য পদ। মোট ৪৬৬০ টি শুন্যপদে নিয়োগ হচ্ছে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

রেল পুলিশে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে আবেদন শুরু হচ্ছে ১৫ এপ্রিল ২০২৪ তারিখ থেকে এবং চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে ১৪ই মে ২০২৪ তারিখ পর্যন্ত।

আরও পড়ুন:- West Bengal Ration List: মার্চ মাসে কোন কার্ডে কত রেশন দিয়ে লিস্ট দেখুন

RPF Constable Recruitment 2024 আবেদন পদ্ধতি:-

RPF নিয়োগ ২০২৪ এ অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নিম্নের এই ধাপ গুলি পূরণ করতে হবে  ।

১) প্রথমে আরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে

২) সেখানে চাকরি প্রার্থীর নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করার পর একটি আইডি এবং পাসওয়ার্ড দেয়া হবে।

৩) আইডি ,পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর ফর্ম ফিলাপের পেজ খুলে যাবে।

৪) সেখানে প্রার্থীর নাম, ঠিকানা ও অন্যান্য ঘরগুলি ফিলাপ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, বয়সের কাগজপত্র এবং সই আপলোড করতে হবে।

৫) তারপর ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি অনলাইনে পেমেন্ট করতে হবে

৬) সর্বশেষ সম্পূর্ণ তথ্য আরো একবার যাচাই করে সাবমিট করলেই আপনার আবেদন হয়ে যাবে।

আবেদন ফি:-

জেনারেল এবং ওবিসি শ্রেণীর চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অন্যদিকে এসসি, এসটি এবং যেকোনো কাস্টের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা দিতে হবে ।

শিক্ষাগত যোগ্যতা:-

কনস্টেবল পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এছাড়াও সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে।

আরও পড়ুন:- Icds Recruitment 2024 : অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন

বয়সসীমা:-

চাকরিপ্রার্থীদের কনস্টেবল পদে আবেদন করার জন্য নূন্যতম ১৮ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ২৫ বছর এর মধ্যে হতে হবে।

সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য নূন্যতম ২০ বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে  । এছাড়াও এসসি ,এসটি দের জন্য ৫ বছর, ওবিসি দের জন্য ৩ বছর, প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে।

নিয়োগ পদ্ধতি:-

প্রথমে চাকরিপ্রার্থীদের কম্পিউটার ভিত্তিক অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর সফল চাকরিপ্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সর্বশেষ মেডিকেল ফিটনেস দেখা হবে। এরপর চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে নাম থাকলেই আপনি চাকরি পেয়ে যাবেন।

লিখিত পরীক্ষার ধরন:-

চাকরিপ্রার্থীদের ১২০ নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে । পরীক্ষাতে মোট ১২০ টি MCQ প্রশ্ন থাকবে । যার মধ্যে ৩৫ টি প্রশ্ন পাটিগণিত থেকে, ৩৫ টি প্রশ্ন জেনারেল এন্টালিজেন্স ও রিজিনিং থেকে এবং বাকি ৫০ টি প্রশ্ন জেনারেল স্টাডিজ সংক্রান্ত

আরও পড়ুন:- Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

শারীরিক পরীক্ষা:-

কনস্টেবল পদের ক্ষেত্রে পুরুষ চাকরি প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় সম্পন্ন করতে হবে ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ,লং জাম দিতে হবে ১৪ ফুট এবং হাই জাম্প দিতে হবে ৪ ফুট। মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ৮০০ মিটার দৌড় করতে হবে ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে, লং জাম ৯ ফুট, হাই জাম ৩ ফুট দিতে হবে।

সাব-ইন্সপেক্টর পদের জন্য পুরুষ চাকরি প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করতে হবে। লং জাম দিতে হবে 12 ফুট ,হাই জাম্প দিতে হবে ৩ ফুট ৯ ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য ৮০০ মিটার দৌড় ৪ মিনিটের মধ্যে শেষ করতে হবে, লং জাম দিতে হবে ৯ ফুট ,হাই জাম্প দিতে হবে ৩ ফুট।

উচ্চতা-  জেনারেল এবং ওবিসি চাকরি প্রার্থীদের উচ্চতা ১৬৫ সেন্টিমিটার হতে হবে  । তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের উচ্চতা ১৬০ সেমি হতে হবে । এছাড়াও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৬৩ সেমি হতে হবে

আরও পড়ুন:- Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

আরও পড়ুন:- Wb Hs Exam Routine 2025, Wb Hs Exam Routine 2025 Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular