Saturday, December 14, 2024
Homeচাকরিকেন্দ্র সরকারের চাকরি১১৫৫৮ শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ | RRB NTPC Recruitment 2024

১১৫৫৮ শূন্যপদে ভারতীয় রেলে কর্মী নিয়োগ | RRB NTPC Recruitment 2024

RRB NTPC Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের ভারতীয় রেলে চাকরির সুযোগ।

দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

ভারতীয় রেলের তরফ থেকে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে বিভিন্ন পদে স্টাফ নিয়োগ করা হবে।

সকল ভারতীয় বেকার যুবক যুবতীরা এই পদে (RRB NTPC Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।

নিয়োগ সংস্থা: Railway Recruitment Board (RRB)

পোস্টের নাম:

এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলবে। যেমন Station Master, Goods Train Manager, Senior Clerk cum Typist ইত্যাদি। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।

মোট শুন্যপদঃ এখানে ৮১১৩ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • Goods Train Manager পদে ৩১৪৪ জন
  • Chief Commercial cum Ticket Supervisor পদে ১৭৩৬ জন
  • Junior Account Assistant cum Typist পদে ১৫০৭ জন
  • Station Master পদে ৯৯৪ জন
  • Senior Clerk cum Typist পদে ৭৩২ জন

বয়সসীমাঃ 

যে সকল সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।

যোগ্যতাঃ

এই পদে (RRB NTPC Recruitment 2024) আবেদন করতে স্নাতক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতনঃ

এই পদে (RRB NTPC Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের শুরু হচ্ছে ৩৫,৪০০/- টাকা থেকে। এখানে বিভিন্ন পদের আলাদা আলাদা বেতন রয়েছে।

  • Chief Commercial cum Ticket Supervisor এবং Station Master পদের বেতন ৩৫,৪০০ টাকা।
  • Senior Clerk cum Typist, Goods Train Manager এবং Junior Account Assistant cum Typist পদের বেতন ২৯,২০০ টাকা।

আরও পড়ুন:- বিদ্যুত দপ্তরে কর্মী নিয়োগ, আবেদন করুন আজই : Electric Department Recruitment 2024

আন্ডার গ্রাজুয়েট

পোস্টের নাম: এখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ চলবে। যেমন Junior Clerk cum Typist, Accounts Clerk cum Typist, Trains Clerk ইত্যাদি।

মোট শুন্যপদঃ এখানে ৩৪৪৫ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।

  • Junior Clerk cum Typist পদে ৯৯০ জন
  • Accounts Clerk cum Typist পদে ৩৬১ জন
  • Trains Clerk পদে ৭২ জন
  • Commercial Cum Ticket Clerk পদে ২০২২ জন

বয়সসীমাঃ  যে সকল সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়েছে।

যোগ্যতাঃ

এই পদে (RRB NTPC Recruitment 2024) আবেদন করতে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন হতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

বেতন:

Commercial Cum Ticket Clerk এই পদে ২১,৭০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া অন্য পদ গুলোতে মাসিক বেতন ১৯,৯০০ টাকা রয়েছে।

আবেদন ফি:

তপশিলি জাতি, উপজাতি, এক্স-সার্ভিস ম্যান, প্রতিবন্ধী, মহিলা, ট্রান্সজেন্ডার, এবং ওবিসি প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি দিতে হবে, যা পরীক্ষার পর চার্জ বাদে ফেরতযোগ্য। অন্যদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি, পরীক্ষার পর ৪০০/- টাকা ফেরতযোগ্য।

যে ডিভিশন থেকে আবেদন করতে পারবেন:

  • জম্মু শ্রীনগর
  • কলকাতা
  • মালদা
  • পাটনা
  • আমেদাবাদ
  • বেঙ্গালুরু
  • ভুপাল
  • ভুবনেশ্বর
  • বিলাসপুর
  • চেন্নাই
  • আজমের
  • চন্ডিগড়
  • গোরক্ষপুর
  • সেকেন্দ্রাবাদ
  • মুজাফফরপুর
  • গোয়াহাটি
  • মুম্বাই
  • রাঁচি
  • প্রয়াগ রাজ
  • তিরুপন্তিপুরম
  • শিলিগুড়ি

আবেদন পদ্ধতিঃ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনে করতে হবে। প্রথমে বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

তারপর আবেদন ফর্মে সঠিক তথ্য পূরণ করে, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে। শেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন সাবমিট করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।

আবেদন শুরু: আগামী ২১/০৯/২০২৪ তারিখে।

আবেদন শেষঃ যা চলবে আগামী ২০/১০/২০২৪  তারিখ পর্যন্ত।

অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE

Official Website LINK:- CLICK HERE

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

আরও পড়ুন:- এইট পাশে সিকিউরিটি গার্ড, নাইট গার্ড নিয়োগ, Govt Security Guard Jobs

Most Popular