SBI Bank Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভারতীয় State Bank – এ চাকরির সুযোগ।
দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর। ভারতীয় স্টেট ব্যাঙ্কে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে।
এখানে Specialist Cadre Officer স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীরা এই পদে (State Bank of India Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: State Bank of India (SBI)
পোস্টের নামঃ Specialist Cadre Officer। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ এখানে ১৪৯৭ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে।
- UR ৬১৪ জন
- OBC ৩৯২ জন
- SC ২৩৪ জন
- EWS ১৪৭ জন
- ST ১১০ জন
বয়সসীমাঃ
যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতাঃ
Computer Science, Computer and Engineering, IT, Electronic ইত্যাদি বিষয় গুলোতে B.Tech, M.Tech, M.Sc এবং M.Ca ডিগ্রি সম্পন্ন করা সকল প্রার্থী এই পদে (State Bank of India Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন
বেতনঃ
এই পদে (State Bank of India Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে সর্বনিম্ন ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা দেওয়া হবে। এছাড়া অনেক সুযোগ সুবিধা রয়েছে।
নিয়োগ পদ্ধতি:
এখানে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা অনেক গুলোর মাধ্যমেই বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
- কোনো পদে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
- কিছু পদের ক্ষেত্রে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট এবং প্রফেশনাল নলেজ যাচাই করা হবে।
- ম্যানেজার স্তরের পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হবে ১০০ নম্বরের।
আবেদন ফি:
এই পদে আবেদন করতে আবেদন ফি লাগবে। তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন।
- সমস্ত শ্রেণির প্রার্থীদের আবেদন ফি রয়েছে ৭৫০/- টাকা।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে আবেদন করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল এই www.bank.sbi ওয়েবসাইটে যেতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঠিক তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ০৪/১০/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
SBI Bank Recruitment 2024 ONLINE APPLY করার লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- ITBP Constable Recruitment 2024: কনস্টেবল পদে নিয়োগ, মাধ্যমিক পাশেই আবেদন শুরু
আরও পড়ুন:- WB Asha Karmi Recruitment 2024: রাজ্যে চলছে আশা কর্মী নিয়োগ
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |