Thursday, December 12, 2024
Homeটেক নিউজসেপ্টেম্বর মাসে ৬ টি নতুন নিয়ম চালু হচ্ছে, না জানলে বিপদে পড়বেন

সেপ্টেম্বর মাসে ৬ টি নতুন নিয়ম চালু হচ্ছে, না জানলে বিপদে পড়বেন

September Month New Rules: সেপ্টেম্বর মাসের শুরুতে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন আসতে চলেছে, যা আপনার দৈনন্দিন জীবনের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাব ফেলবে।

বেশ কিছু নতুন নিয়ম এবং পরিবর্তন কার্যকর হবে ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে । এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে ক্রেডিট কার্ডের নতুন নিয়ম, এবং আধার কার্ড আপডেট, রান্নার গ্যাসের দাম, বিমানের জ্বালানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

১) ফেক ফোন কলে নিষেধাজ্ঞা (TRAI New Rules):-

টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ১ সেপ্টেম্বর থেকে টেলিকম সম্পর্কিত নিয়মে বেশকিছু পরিবর্তন আনছে, যা সাইবার প্রতারণার রুখতে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুযায়ী, Jio, Airtel, Vi টেলিকম সংস্থাগুলিকে ১৪০ নম্বর সিরিজের টেলিমার্কেটিং কল এবং ব্যবসায়িক মেসেজ ব্লক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এতে টেলিকম গ্রাহকদের প্রতারণামূলক ফোন কলের পরিমাণ কমবে এবং সুরক্ষা বৃদ্ধি পাবে (September Month New Rules)।

২) ক্রেডিট কার্ডের নতুন নিয়ম চালু (Credit Card New Rules) :-

১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন ঘটবে। HDFC এবং অন্যান্য বড় ব্যাংকগুলি ইউটিলিটি লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করবে।

এতে গ্রাহকরা প্রতি মাসে ২০০০ পয়েন্টের বেশি লাভ করবেন না। এছাড়াও, কিছু ব্যাংক যেমন IDFC First, ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম টাকার অঙ্ক কমিয়ে দিচ্ছে এবং পেমেন্টের শেষ তারিখ ১৮ তারিখ থেকে ১৫ তারিখে করে দিচ্ছে ।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024

৩) ফ্রি আধার কার্ড আপডেট (Aadhar Card Update):-

UIDAI বর্তমানে আধার কার্ড আপডেট ফ্রি-তে করার সুযোগ দিচ্ছে । ফ্রিতে আধার আপডেটের জন্য নতুন লাস্ট ডেট ১৪ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ডেডলাইন পার হলে আপডেটের জন্য ৫০ টাকা চার্জ দিতে হবে। এই পরিষেবা শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে।

৪) রান্নার গ্যাসের দাম (LPG Gas Price):-

প্রতি মাসের প্রথম তারিখে রান্নার গ্যাসের দাম কমানো বা বাড়ানো হয়ে থাকে। ১ সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম আবার পরিবর্তিত হতে পারে।

আগস্ট মাসে বাণিজ্যিক গ্যাসের দাম ৮.৫০ টাকা বেড়েছিল এবং জুলাই মাসে ৩০ টাকা কমানো হয়েছিল। এই মাসেও একইভাবে দাম বৃদ্ধি বা হ্রাস হবার সম্ভাবনা রয়েছে।

৫) বিমানের জ্বালানি ও সিএনজি-পিএনজির দাম (CNG,PNG Price) :-

পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি মাসের প্রথম দিনেই জেট ফুয়েল, সিএনজি এবং পিএনজির দাম সংশোধন করে। ১ সেপ্টেম্বর ২০২৪-এও এই দামে পরিবর্তন দেখা যেতে পারে, যা বিমানের টিকিটের দামে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ।

৬) সরকারি কর্মীদের DA বৃদ্ধি (DA News) :-

সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবার মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান ৫০ শতাংশ DA বেড়ে ৫৩ শতাংশ হতে পারে বলে সুত্র মারফত শোনা যাচ্ছে।

আরও পড়ুন:- আধার কার্ডের আফিসে কর্মী নিয়োগ শুরু | Aadhar Card Recruitment 2024

আরও পড়ুন:- বড় খবর: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR হল।Mamata Banerjee Fir

Most Popular