Shram Shree Prokolpo Apply: সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী ১৮ই আগস্ট ২০২৫ তারিখে প্রেস কনফারেন্স করে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্প (Shramshree Prokolpo)। এই প্রকল্পে আপনাদেরকে নানান সুযোগ-সুবিধা সহ প্রতিমাসে ৫০০০ টাকা করে দেবে রাজ্য সরকার।
এই প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, তার জন্য কি কি কাগজপত্র লাগবে, ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, আবেদনের শর্ত কি রাখা হয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।
Shram Shree Prokolpo Apply
শ্রমশ্রী প্রকল্পটি কি (What Is Shramshree Prokolpo)?
পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে বা বাইরের দেশে গিয়ে কাজ করছেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে এই পরিষেবা প্রদান টিকেই শ্রমশ্রী প্রকল্প বলা হচ্ছে ।।
আরও পড়ুন:- ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু, না করলে কার্ড বাতিল হবে
শ্রমশ্রী প্রকল্প এর সুবিধা (Shramshree Prokolpo Benefits)।:-
১) ভ্রমণ ভাতা স্বরূপ শ্রমিকটি বাড়ি ফিরে আসলেই সাথে সাথে ৫০০০ টাকা দেওয়া হবে ।
২) যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে শ্রমিকটি ততদিন প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে 12 মাস পর্যন্ত ।
৩) শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে, স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করা হবে ।
৪) শ্রমিকটি যদি কোন ব্যবসা খুলতে চাই বা কোন কাজ করতে চাই তার জন্য লোনের ব্যবস্থা করা হবে ।
৫) শ্রমিকটিকে জব কার্ডের কাজ দেয়া হবে ।
৬) শ্রমিকের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেয়া হবে , তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেয়া হবে।
শ্রমশ্রী প্রকল্প আবেদনের জন্য কি শর্ত রয়েছে (Shramshree Prokolpo Trams and Conditions)?
১) এই প্রকল্পে আবেদন করার প্রধান শর্ত হলো তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
২) পশ্চিমবঙ্গের বাইরে ভারতের কোন অন্য রাজ্যে কাজ করছে/ করেছে বা ভারতের বাইরে কোন দেশে কাজ করছে / করেছে বর্তমানে বাড়িতে ফিরে আসছে এই ধরনের শ্রমিক হতে হবে। অর্থাৎ বাইরে থেকে কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসতে হবে।
শ্রমশ্রী প্রকল্প আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে (Shramshree Prokolpo Documents)?
এই প্রকল্প আবেদন করার জন্য
১) ভোটার কার্ড
২) আধার কার্ড
৩) ব্যাংকের পাসবই
৪) পরিযায়ী শ্রমিক কার্ড
৫) পাসপোর্ট সাইজ ছবি
শ্রমশ্রী প্রকল্প আবেদন কিভাবে করবেন (Shram Shree Prokolpo Apply):-
এই প্রকল্পে আবেদন করার জন্য একটি ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে খোলা হবে এছাড়াও একটি ফর্ম প্রকাশ করা হবে সাধারণ পাবলিকরা অনলাইন, অফলাইন দুই পদ্ধতির মাধ্যমেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন ।
তবে একটা জিনিস মাথায় রাখতে হবে এই প্রকল্পে আবেদন করার আগে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আগে আবেদন করতে হবে। পরিযায়ী শ্রমিক হবার পরেই আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন ।
শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিক কার্ডের জন্য আবেদনের ফর্ম ডাউনলোড করুন : CLICK HERE (এখানে হাত দিন)
FORM DOWNLOAD:- CLICK HERE
আরও পড়ুন:- 1956 Voter List West Bengal Download | Old Voter List West Bengal 1952 to 1971 Pdf
আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |