Wednesday, August 27, 2025
Homeপ্রকল্পশ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন শুরু | Shramashree App Download

শ্রমশ্রী প্রকল্পের অনলাইন আবেদন শুরু | Shramashree App Download

Shramashree App Download: পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই খুশির খবর । মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী নামে যে প্রকল্পের ঘোষণা করেছিলেন তার আবেদন শুরু হয়ে গেল ।

আপনাদের জন্য মোবাইল অ্যাপ চালু করা হয়েছে । আপনারা অনলাইনে ফর্ম পূরণ করে মাসে ৫০০০ টাকা করে এই প্রকল্পের সুবিধা নিয়ে নিতে পারবেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কিভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন ,আবেদনের শর্ত কি রয়েছে , কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। 

Shramashree Online Apply

শ্রমশ্রী প্রকল্পটি কি :-

পশ্চিমবঙ্গের যে সমস্ত শ্রমিকরা বাইরের রাজ্যে বা বাইরের দেশে কাজ করেন তারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার আর্থিক সুবিধা এছাড়াও আরো অন্যান্য সুযোগ-সুবিধা দেবে এই পরিষেবা প্রধানকেই শ্রমশ্রী প্রকল্প বলা হচ্ছে । 

শ্রমশ্রী প্রকল্পে কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন:-

১) ভ্রমণ ভাতা স্বরূপ শ্রমিকটি বাড়ি ফিরে আসলেই সাথে সাথে ৫০০০ টাকা দেওয়া হবে ।

২) যতদিন না পর্যন্ত কাজ পাচ্ছে শ্রমিকটি ততদিন প্রতিমাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে 12 মাস পর্যন্ত ।

৩) শ্রমিকটিকে রেশন দেওয়ার ব্যবস্থা করা হবে, কমিউনিটি কিচেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হবে, স্বাস্থ্য সাথী কার্ড এর ব্যবস্থা করা হবে ।

আরও পড়ুন:- 2002 voter list download west bengal| ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড

৪) শ্রমিকটি যদি কোন ব্যবসা খুলতে চাই বা কোন কাজ করতে চাই তার জন্য লোনের ব্যবস্থা করা হবে ।

৫) শ্রমিকটিকে জব কার্ডের কাজ দেয়া হবে ।

৬) শ্রমিকের ছেলেমেয়েদের স্কুলে পড়াশোনার সুবিধা দেয়া হবে , তাদেরকে স্কলারশিপ এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেয়া হবে।

শ্রমশ্রী প্রকল্পের আবেদনের শর্ত কি রয়েছে:-

১) অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

২) আপনাকে একজন পরিযায়ী শ্রমিক হতে হবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গের বাইরে বা অন্যান্য দেশে কাজ করছেন বর্তমানে আপনি আপনার বাড়িতে ফিরে এসেছেন তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন । 

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে:-

১) ভোটার কার্ড

২) আধার কার্ড

৩) ব্যাংকের পাসবই

৪) পরিযায়ী শ্রমিক কার্ড

৫) পাসপোর্ট সাইজ ছবি

শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন (Shramashree Online Apply) :-

শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার আপনাদের জন্য একটি অ্যাপ চালু করেছে। সেই অ্যাপটি আপনারা ডাউনলোড করে সেখানে ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আবেদন করতে পারবেন । 

Shramashree App Download
Shramashree App Download

শ্রমশ্রী অ্যাপ ডাউনলোড লিংক :- CLICK HERE (এখানে হাত দিন)

Shramashree App Download: CLICK HERE

আরও পড়ুন:- শ্রমশ্রী প্রকল্পের আবেদন | Shramshree Prokolpo Form Pdf Download

আরও পড়ুন:- ফসলের ক্ষতিপূরণ পাবার ফর্ম পূরন| BSB Form 2025 Pdf

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular