Wednesday, March 12, 2025
Homeটেক নিউজরিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড | গ্রাহকদের জন্য সুখবর

রিচার্জ না করলেও চালু থাকবে সিম কার্ড | গ্রাহকদের জন্য সুখবর

Sim Card New Rules 2025: ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) বর্তমানে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যা দেশের টেলিকম গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর হয়ে উঠেছে।

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে গ্রাহকদের সিম চালু রাখার জন্য আর বড় রিচার্জের (new recharge plan) দরকার হবে না। এই নিয়ম অনুযায়ী মাত্র কুড়ি টাকাতে প্রিপেইড ব্যালেন্স থাকলেই সিম সক্রিয় থাকবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এটি TRAI এর নতুন অটোমেটিক নাম্বার রিটেনশন স্কিম নামে পরিচিত। এই নিয়মটি সমস্ত টেলিকম অপারেটরদের জন্য প্রযোজ্য হবে অর্থাৎ যদি জিও, এয়ারটেল যেকোন‌‌ও কোম্পানির সিম ব্যবহার করে থাকেন তবে এই সুবিধা পেয়ে যাবেন।

Sim Card New Rules 2025

ন্যূনতম ব্যালেন্স ২০ টাকা রাখলেই সিম চালু করা যাবে

ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী আপনার সিম চালু রাখতে এবং নম্বর সক্রিয় রাখতে আপনাকে শুধুমাত্র কুড়ি টাকার প্রিপেইড ব্যালেন্স রাখতে হবে।

এর ফলে গ্রাহকের সিমের মেয়াদ শেষ হওয়ার ভয় থাকবে না এবং এটি (new recharge plan) বিশেষভাবে সাহায্য করবে তাদের যারা নিয়মিত রিচার্জ করেন না বা ব্যয়বহুল প্ল্যান নিতে চান না।

৯০ দিনের মেয়াদে নম্বর সচল থাকবে

এখন এই নিয়মের ফলে আপনি যদি ২০ টাকা ব্যালেন্স রাখেন তবে আপনার সিম ৯০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে অর্থাৎ আপনি ৯০ দিন যদি কোন রিচার্জ নাও করেন তাহলে আপনার নম্বর বন্ধ হবে না এবং সিম বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে না।

আরও পড়ুন:- ভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে

গ্রেস পিরিয়ড ১৫ দিনের অতিরিক্ত সুযোগ

এছাড়া এর ফলে (Sim Card Recharge Validity) আর‌ও একটি সুবিধা রয়েছে, যার ফলে ৯০ দিনের পরেও যদি আপনি রিচার্জ না করেন তাহলে ১৫ দিন অতিরিক্ত গ্রেস পিরিয়ড দেওয়া হবে। এই সময় আপনার সিম চালু থাকবে। তবে যদি এইসময়ে‌ও আপনি রিচার্জ না করেন, তাহলে আপনার সিমের পরিষেবা বন্ধ হয়ে যাবে।

কারা সুবিধা পাবেন?

আগে অনেক গ্রাহক সিমের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ব্যয়বহুল রিচার্জ প্ল্যান করতে বাধ্য হতেন তবে এই নতুন নিয়মের (New Recharge Plan) ফলে আপনি কুড়ি টাকায় ৪ মাস পর্যন্ত সিম চালু রাখতে পারবেন ও এটা যে কোন‌ও কোম্পানির সিম গ্রাহকদের জন্য অর্থাৎ ভোডাফোন, এয়ারটেল বা জিও যাই ব্যবহার করুন না কেন সব ক্ষেত্রেই এই সুবিধা পাবেন।

মোবাইল পরিষেবা বন্ধ হওয়ার ভয়ের ছুটি

এরপর থেকে আপনার সিমে কোন‌ও ব্যালেন্স না থাকলে সেই পরিষেবা (New Recharge Plan 2025)
বন্ধ হওয়ার ভয় থাকবে না তবে এর ফলে শুধুমাত্র সিমের সক্রিয়তা বজায় থাকবে‌। ওটিপি ও অন্যান্য মেসেজ পরিষেবাগুলির জন্য আপনাকে রিচার্জ করতে হবে।

নতুন নিয়মে গ্রাহক ‌কীভাবে উপকৃত হবেন

এখন থেকে এই নিয়মের জন্য(New Recharge Plan)খুব কম খরচেই যে কোন‌ও সিমের গ্রাহকরা মাত্র কুড়ি টাকায় নিজেদের সিম চালু রাখতে পারবেন। এছাড়া ৯০ দিন ও অতিরিক্ত ১৫ দিন সময় পাবেন। যার ফলে দিন আনি দিন খাওয়া মানুষরা অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন।

আরও পড়ুন:- রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার, নতুন নিয়ম আসছে

আরও পড়ুন:- সুখবর: ভাতার টাকা বাড়ালো মমতা, ৫০০ টাকা বাড়লো

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular