পশ্চিমবঙ্গে SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল ১৬ই ডিসেম্বর ২০২৫ তারিখে (SIR Draft Roll West Bengal)।
খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা, এছাড়াও আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন। প্রত্যেকটি বুথের খসড়া ভোটার তালিকা প্রকাশিত করল নির্বাচন কমিশন ।
আপনারা খুব সহজেই অনলাইনে খসড়া ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের ভোটারদের নাম রয়েছে কিনা চেক করতে পারবেন । এই খসড়া ভোটার তালিকা চেক করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ কারণ এই খসড়া তালিকা থেকেই তৈরি হবে ২০২৬ সালের ফাইনাল ভোটার তালিকা ।
আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে আপনারা আপনার বুথের খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং খসড়া ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা কিভাবে চেক করবেন ।
খসড়া ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন:-
আপনি খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করে দেখছেন আপনার নাম নেই। তাহলে ভয় পাবার কিছু নেই আপনি নাম তোলার সুযোগ পাবেন। আপনাকে Form 6 এবং Annexure 4 আপনার এলাকার BLO কাছে জমা করতে হবে। আপনি যদি যোগ্য ভোটার হয়ে থাকেন ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে তুলে দেওয়া হবে ।
খসড়া ভোটার তালিকা কিভাবে চেক করবেন (SIR Draft Roll West Bengal) :-
১) সবার প্রথম আপনি যে জেলার লিস্ট দেখতে চাইছেন তার পাশের List Download অপশনে ক্লিক করুন ।
২) তারপর আপনার সামনে লিস্ট চেক করার নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে।
৩) ওয়েবসাইটের হোম পেজে উপরের দিকে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে Download SIR Draft Roll এবং Search your Name in Draft Roll ।

৪) Search your Name in Draft Roll এই অপশন এ ক্লিক করে আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নাম খসড়া ভোটার লিস্টে রয়েছে কিনা ।

৫) Download SIR Draft Roll এই অপশনে ক্লিক করে আপনি আপনার জেলার নাম, বিধানসভার নাম, বুথের নাম বসিয়ে আপনার বুথের সমস্ত লিস্ট ডাউনলোড করতে পারবেন কাদের নাম খসড়া লিস্টে রয়েছে।

সব জেলার খসড়া ভোটার লিস্ট ডাউনলোড করুন, লিস্টে নাম আছে কিনা চেক করুন:-
| নাম্বার | জেলার নাম | লিস্ট ডাউনলোড | নাম চেক |
|---|---|---|---|
| 1 | দার্জিলিং | List Download | Name Check |
| 2 | কালিম্পং | List Download | Name Check |
| 3 | জলপাইগুড়ি | List Download | Name Check |
| 4 | কোচবিহার | List Download | Name Check |
| 5 | আলিপুরদুয়ার | List Download | Name Check |
| 6 | উত্তর দিনাজপুর | List Download | Name Check |
| 7 | দক্ষিণ দিনাজপুর | List Download | Name Check |
| 8 | হাওড়া | List Download | Name Check |
| 9 | হুগলি | List Download | Name Check |
| 10 | কলকাতা | List Download | Name Check |
| 11 | বীরভূম | List Download | Name Check |
| 12 | উত্তর ২৪ পরগনা | List Download | Name Check |
| 13 | দক্ষিণ ২৪ পরগনা | List Download | Name Check |
| 14 | মুর্শিদাবাদ | List Download | Name Check |
| 15 | নদিয়া | List Download | Name Check |
| 16 | মালদা | List Download | Name Check |
| 17 | পশ্চিম বর্ধমান | List Download | Name Check |
| 18 | পূর্ব বর্ধমান | List Download | Name Check |
| 19 | পশ্চিম মেদিনীপুর | List Download | Name Check |
| 20 | পূর্ব মেদিনীপুর | List Download | Name Check |
| 21 | পুরুলিয়া | List Download | Name Check |
| 22 | বাঁকুড়া | List Download | Name Check |
| 23 | ঝাড়গ্রাম | List Download | Name Check |
খসড়া ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা চেক করার সমস্ত লিংক নিচে দেওয়া হল :-
১) ECINET Mobile App থেকে খসড়া লিস্ট চেক করার লিংক- এখানে ক্লিক করুন
২) West Bengal CEO থেকে খসড়া লিস্ট চেক করার লিংক- এখানে ক্লিক করুন
৩) Voter Service Portal থেকে খসড়া লিস্ট চেক করার লিংক- এখানে ক্লিক করুন
আরও পড়ুন:- SIR ৫৮ লক্ষ নাম বাদ, আপনার বুথের নামের লিস্ট ডাউনলোড করুন | SIR Draft Roll West Bengal
আরও পড়ুন:- বাংলার বাড়ির লিস্ট সব জেলার দেখুন | Banglar Bari List 2025 West Bengal
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
| টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
| হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |
