Monday, October 13, 2025
Homeটেক নিউজটোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন । Toto Registration Online

টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন । Toto Registration Online

Toto Registration Online: আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি টোটোকে নাম্বার প্লেট দেওয়া হবে ,তাদের রেজিস্ট্রেশন করতে হবে । যদি কোন টোটো চালক এটি না করেন তাহলে তাকে আর টোটো চালাতে দেওয়া হবে না ।

ইতিমধ্যেই ১৩ই অক্টোবর ২০২৫ তারিখ থেকে টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন শুরু হয়েছে । আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং কত টাকা লাগবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

টোটোর রেজিস্ট্রেশন অনলাইন আবেদন পদ্ধতি (Toto Registration Online) :-

১) প্রথমে আপনাকে টোটো এনরোলমেন্ট নাম্বার (Toto Enrollment Number) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা আবেদনের পেজে চলে আসবেন।

২) তারপর Apply For TTEN Now এই অপশনে ক্লিক করতে হবে

Toto Registration Online
Toto Registration Online

৩) এরপর টোটো ড্রাইভার এর মোবাইল নাম্বার বসাতে হবে, ফোন নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে ভেরিফাই করতে হবে ।

৪) পরবর্তী পেজে টোটো ড্রাইভার এর আধার নাম্বার বসাতে হবে , তারপর send otp অপশনে ক্লিক করতে হবে। তাহলে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে ভেরিফাই করতে হবে।

৫) এরপর অটোমেটিক আধার কার্ড অনুযায়ী টোটো ড্রাইভার এর নাম, ঠিকানা, ছবি চলে আসবে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।

৬) এরপর কোকোর বিস্তারিত তথ্য দিতে হবে। যেমন কোম্পানির নাম, কোন কালারের টোটো, চ্যাসিস নাম্বার ইত্যাদি বসিয়ে Next অপশন এ ক্লিক করতে হবে ।‌

৭) পরের পেজে টোটো কোন ডিলার এর কাছে কিনেছেন তার নাম, ঠিকানা লিখতে হবে। তারপর Next অপশনে ক্লিক করতে হবে।

৮) তারপর টোটো কেনার রশিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করতে হবে। ওখানেই আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে দেখাবে, সেই টাকা অনলাইনে পেমেন্ট করলেই আপনার আবেদন হয়ে যাবে ।

৯) আবেদন করার পর ৫ থেকে ৮ দিনের মধ্যে অনলাইনে সার্টিফিকেট পেয়ে যাবেন ।

আরও পড়ুন:- শ্রমশ্রী প্রকল্পের আবেদন | Shramshree Prokolpo Form Pdf Download

আরও পড়ুন:- আপনার পূর্বপুরুষদের কত টাকা, সম্পত্তি রয়েছে চেক করুন | RBI Unclaimed Deposit Incentive Scheme

টোটো রেজিস্ট্রেশনের জন্য কত টাকা খরচ হবে:-

সমস্ত টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি এবং ১ বছরের রেনুয়াল ফি মিলিয়ে মোট ১৭৪০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

এছাড়াও রেজিস্ট্রেশন ফি এবং ১৮ মাসের রেনুয়াল ফি একসঙ্গে পেমেন্ট করলে ২৯৪০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে ।
টোটো ভাইরা আপনারা হলে ১৭৪০ নয় ২৯৪০ যেকোনো একটি পেমেন্ট করতে পারেন।

টোটোর রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট:-

১৩ই অক্টোবর ২০২৫ তারিখ থেকে টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন শুরু হয়েছে, ৩০ শে নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রতিটি টোটো কে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ :-

১) যদি আপনি আবেদন করার সময় ভুয়ো তথ্য দিয়ে আবেদন করেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বাতিল করা হবে এবং আপনার টোটো বাজেয়াপ্ত করা হতে পারে ।

২) ভুল তথ্য দিয়ে টোটো রেজিস্ট্রেশন করলে ৫০০ টাকা জরিমানা, রেজিস্ট্রেশন বাতিল এবং টোটো বাজেয়াপ্ত করা হতে পারে।

৩) টোটো কে কোনো বিদ্যমান বাস রুটে চলতে দেওয়া হবে না ।

৪) টোটোকে কোন জাতীয় সড়ক, রাজ্য সড়কে চলতে দেওয়া হবে না, যদি না বিশেষ অনুমতি না দেওয়া হয় ।

৫) টোটো কে নির্দিষ্ট করে দেওয়া বা অনুমোদিত রোড বা জোনে চালাতে হবে। এই নিয়ম ভাঙ্গলে ৫০০ টাকা জরিমানা করা হবে ।

৬) কোন টোটো চালক টোটোর স্টিকার খুললে আরটিওর /এআরটিও অনুমতি ছাড়া তাহলে ৫০০ টাকা জরিমানা করা হবে।

৭) অস্থায়ী টোটো রেজিস্ট্রেশন নাম্বার দু বছরর জন্য বৈধ হবে, তারপর আপনাদেরকে স্থায়ী ই রিক্সা রেজিস্ট্রেশন নাম্বার নিতে হবে ।

৮) টোটোর সর্বোচ্চ গতি ২৫ কিঃমি প্রতি ঘন্টা বেগে হবে এই নিয়ম মানতে হবে।

৯) টোটো এবং এর যন্ত্রাংশ বৈধভাবে কিনা থাকতে হবে ।

১০) আরটিও বা এআরটিও অফিসার টোটো পরিদর্শন করতে চাইলে আপনার টোটো আপনাকে দেখাতে হবে।

১১) টোটো ড্রাইভার এর বয়স অবশ্যই ১৮ বছর বা তার বেশি হতে হবে।

১২) টোটো তে সর্বোচ্চ ৪ জন যাত্রী নিতে হবে।

টোটো রেজিস্ট্রেশন অনলাইন আবেদন করার লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- পরিযায়ী শ্রমিকদের শ্রমিক কার্ড দিচ্ছে সরকার , ডাউনলোড করুন : Porijayi Sromik Card Download

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular