Train Ticket Reservation Rules: দীর্ঘদিন ধরে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার সময়সীমা ১২০ দিন আগেই ছিল।
তবে সম্প্রতি রেল কর্তৃপক্ষ এই সময়সীমা কমিয়ে ৬০ দিন করেছে। এই সিদ্ধান্তে স্বস্তির নিশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।
অনেকে মনে করছেন, এর ফলে ট্রেনের টিকিট পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সুবিধা হবে এবং টিকিট সহজলভ্য হবে।
Train Ticket Reservation Rules
টিকিট বুকিংয়ের পরিবর্তনের প্রভাব (Train Ticket Reservation Rules)
অনেক ভ্রমণপ্রেমী বলেন, পুরী বা দার্জিলিংয়ের মতো জনপ্রিয় পর্যটনস্থলে যাওয়ার সময়সীমা সংক্ষিপ্ত হলে, সাধারণত ট্রেনের টিকিট পাওয়া যায় না।
১০ দিন আগে যদি ভ্রমণের পরিকল্পনা করা হয়, তখন ট্রেনের টিকিট না পেয়ে বাসের উপরেই ভরসা করতে হয়। এবার এই নতুন নিয়মের ফলে সেই সমস্যা কিছুটা হলেও মিটবে বলে আশা করছেন সকলে।
ধর্মতলার বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার ছিল অন্যান্য দিনের মতোই ভিড়। অধিকাংশ মানুষই ট্রেনের টিকিট না পেয়ে বাস ধরতে এসেছিলেন। একদল ভ্রমণপিপাসু দার্জিলিং যাচ্ছিলেন।
তাঁদের মধ্যে একজন বলেন, “আমরা চাকরি করি, সকলের ছুটি মেলানো সহজ নয়। কয়েকদিন আগেই ভ্রমণের পরিকল্পনা করেছি, কিন্তু ট্রেনের টিকিট নেই। তাই বাধ্য হয়ে বেশি দামে ভলভো বাসের টিকিট কিনতে হল।
আরও পড়ুন: সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন
নতুন নিয়মে ৬০ দিন আগে টিকিট কাটা যাবে, এতে আমাদের মতো সাধারণ মানুষদের সুবিধা হবে। কারণ অনেক এজেন্ট টিকিট বুকিং খোলার সাথে সাথে কিনে রাখেন, আর আমরা পাই না।”
নতুন নিয়মের প্রশংসা
লখনউ থেকে প্রথমবার কলকাতায় আসা ফাহাদ হাসমি বলেন, “৫০ শতাংশ কমানো সময়সীমা ভালো উদ্যোগ। সাধারণ মানুষ এতে উপকৃত হবে।” দূরপাল্লার যাত্রার জন্য ট্রেনের বিকল্প কিছু হয় না বলে মন্তব্য করেন ডায়মন্ডহারবারের রাহুল দেব।
তিনি বলেন, “অনেকেই আগেই টিকিট কেটে রেখে দেন, এতে আমাদের মতো সাধারণ মানুষের সমস্যা হয়। নতুন নিয়মে সেই সমস্যা অনেকটাই কমবে বলে মনে হচ্ছে।”
ভবিষ্যতে কেমন হবে ফলাফল?
যদিও নতুন নিয়ম কার্যকর হওয়ার পরেই বোঝা যাবে এর প্রকৃত উপকারিতা, তবুও এখনই অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। ট্রেনের টিকিট বুকিংয়ের এই পরিবর্তন সাধারণ মানুষের জন্য কতটা সুবিধাজনক হয়, তা সময়ই বলবে।
নতুন নিয়মের ফলে বাস এবং ট্রেন ভ্রমণের মধ্যে ভারসাম্য আসবে বলে আশা করা যাচ্ছে। এখন সকলের অপেক্ষা, রেলের নতুন নিয়ম বাস্তবে কতটা কার্যকরী প্রমাণিত হয়।
আরও পড়ুন: কৃষকবন্ধুদের প্রতি মাসে ১০০০ টাকা দিবে, এক্ষুনি ফর্ম টি জমা করুন
আরও পড়ুন: Pm kisan প্রকল্পে ভয়ংকর বিপদ, সব টাকা কেটে নিবে, সতর্ক করলো পুলিশ| Pmkisan New Update
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |