UBI Recruitment 2024: ইউনিয়ন ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ! আবেদন করুন এখনই
সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।
ভারতের ইউনিয়ন ব্যাংকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে APPRENTICES পদে স্টাফ নিয়োগ করা হবে। বেকার যুবক যুবতীরা এই পদে (Union Bank of India Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
নিয়োগ সংস্থা: ইউনিয়ন ব্যাংক (Union Bank of India)
পোস্টের নামঃ APPRENTICES। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ এখানে ৫০০ জন নতুন কর্মীকে নিয়োগ করা হবে। কোন ক্যাটাগরিতে কত জন কে নেওয়া হবে দেখুন –
- সাধারণ ক্যাটাগরিতে ২৪৮ জন
- ওবিসি ক্যাটাগরিতে ১১৫ জন
- এসসি ক্যাটাগরিতে ৬৪ জন
- এসটি ক্যাটাগরিতে ৩২ জন
- ইডব্লুএস ক্যাটাগরিতে ৪১ জন
বয়সসীমাঃ
০১/০৮/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে।
- OBC শ্রেণির প্রার্থীদের ৩ বছর।
- SC/ ST শ্রেণির প্রার্থীদের ৫ বছর।
- PWD শ্রেণির প্রার্থীদের ১০ বছর।
যোগ্যতাঃ
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেই এখানে আবেদন করা যাবে। এছাড়া এই পদে (Union Bank of India Recruitment 2024) প্রশিক্ষণ দেওয়ার পর চাকরি দেওয়া হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আরও পড়ুন:- বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf
স্টাইপেন্ড বা বৃত্তি:
এই পদে (Union Bank of India Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন্ড বা বৃত্তি হিসাবে ১৫,০০০/- টাকা দেওয়া হবে।
আবেদন ফি:
এই পদে (Union Bank of India Recruitment 2024) আবেদন করতে আবেদন ফি লাগবে। বিভিন্ন শ্রেণির প্রার্থীদের আবেদন ফি আলাদা আলাদা রয়েছে। সাধারণ ও ওবিসি শ্রেণির প্রার্থীদের আবেদন ফি রয়েছে ৮০০/- টাকা। তপশিলি জাতি ও মহিলা প্রার্থীদের আবেদন ফি রয়েছে ৬০০/- টাকা। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে ৪০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি (UBI Recruitment 2024) :-
প্রথমে প্রার্থীদের ১০০ নম্বরের অনলাইনে পরীক্ষা দিতে হবে। তারপরে পাস করলে স্থানীয় ভাষার দক্ষতার উপরে একটি পরীক্ষা নেওয়া হবে। দুটি পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে একটি মেধাতালিকা বানানো হবে এবং প্রকাশ করা হবে। এই মেধাতালিকায় যাদের নাম থাকবে তাদের মেডিকেল টেস্ট হবে। এই চারটি ধাপ থেকে যোগ্য প্রার্থীদের বেছে নিয়ে এই পদে (Union Bank of India ) চাকরি দেওয়া হবে।
নিয়োগের জায়গা:
সারা দেশে প্রায় সব রাজ্যেই ইউনিয়ন ব্যাংকের শাখা রয়েছে। রাজ্যের এই শাখাগুলোতে প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থীরা নিজেদের রাজ্যেই ইউনিয়ন ব্যাংকের শাখাগুলোতে নিয়োগ পাবেন।
আবেদন পদ্ধতিঃ
আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিস প্রশিক্ষণ পোর্টালে nats.education.gov.in নাম নথিভুক্ত থাকা আবশ্যক। যাদের নাম নথিভুক্ত নেই, তাদের প্রথমে পোর্টালে গিয়ে নথিভুক্ত করতে হবে।
এরপর প্রার্থীদের উক্ত পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড ও আবেদন ফি জমা করতে হবে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ১৭/০৯/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন
আরও পড়ুন:- এইট পাশে সিকিউরিটি গার্ড, নাইট গার্ড নিয়োগ, Govt Security Guard Jobs
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |