Universal Pension Scheme: দিল্লিতে গেরুয়া পতাকার উত্থানের পর কেন্দ্র সরকার এবার সকলের জন্য পেনশনের ব্যবস্থা (Pension scheme) করতে চলেছেন। উন্নত সকল দেশগুলির মত ভারতেও এবার সকলের জন্য পেনশন প্রকল্প চালু হবে।
Universal Pension Scheme
এই পেনশন স্কিমের নাম কী?
এই পেনশনের (Pension scheme) সুবিধা সকলেই পাবেন। এই পেনশন স্কিমের নাম হবে ইউপিএস অর্থাৎ ইউনিভার্সাল পেনশন স্কিম (Universal Pension Scheme)।
শ্রম মন্ত্রক এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। দেশের সকল নাগরিককে বৃদ্ধ বয়সেও আর্থিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেই এই প্রকল্পের সূচনা।
কারা লাভবান হবেন?
যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের (Pension scheme) সুবিধা পাবেন। সরকার যথাসম্ভব চেষ্টা করছে এই প্রকল্পকে EPFO এর আওতায় আনার জন্য।
সরকার বর্তমানে এই প্রকল্পের বিন্যাস ঘটানোর চেষ্টা করছেন। এই বিন্যাস হয়ে গেলে শ্রম মন্ত্রক জনসাধারণের সঙ্গে এই প্রকল্পের পরিচয় ঘটিয়ে দেবেন।
বিশেষজ্ঞ এবং বিভিন্ন মন্ত্রক থেকে শুরু করে স্টেক হোল্ডাররা এই স্কিম টিকে আরও ভালো, উপযোগী করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত।
আরও পড়ুন:- ৩ মাস ফ্রি ইন্টারনেট দিচ্ছে জিও, অনলাইনে আবেদন করুন | jio free recharge
কোন স্কিমের আওতায় আসবে এই প্রকল্প
একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সরকার চান অসংগঠিত ক্ষেত্রের সর্বাধিক সংখ্যার লোক যেমন শ্রমিক, সেল্ফ এমপ্লয়েড ও ব্যবসায়ীরা এই প্রকল্পের (Pension scheme) সুবিধা লাভ করুন।
এই স্কিমটিকে কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তা এখনও জানা যায়নি তবে বিশেষজ্ঞরা বলেছেন সরকার এই প্রকল্পে কিছু বড় ও আকর্ষণীয় প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারেন।
যেমন প্রধানমন্ত্রী মান ধন যোজনাতে ৬০ বছর পর প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন পাওয়া যায় আবার ন্যাশনাল পেনশন স্কিমে (National প্রতিমাসে ৫৫-২০০ টাকা জমা রাখা যায় এবং ব্যক্তিবিশেষের জমা রাখা টাকা অনুযায়ী সরকারও সেই পরিমাণ টাকা জমা রাখেন।
অটল পেনশন যোজনা
এছাড়া কেন্দ্রীয় সরকারের আরও একটি প্রকল্প (Pension scheme) রয়েছে অটল পেনশন যোজনা। সেই প্রকল্পেও এই পেনশন স্কিমটিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
সরকারের বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্টের অধীনে সংগৃহীত সেসও অন্তর্ভুক্ত করতে পারে। যাতে নির্মাণ খাতের সঙ্গে যুক্ত শ্রমিকদের পেনশন দেওয়া যায়।
এছাড়া কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে তাদের পেনশন প্রকল্পগুলি অন্তর্ভুক্ত করতে উৎসাহ প্রদান করতে পারে।
তবে কোন প্রকল্পে সরকার এই পেনশন স্কিম অন্তর্ভুক্ত করবেন তা জানা না গেলেও এটা স্পষ্ট যে এই পেনশন স্কিমে শ্রমিক থেকে শুরু করে বেসরকারী কর্মচারীরা বিশেষভাবে লাভবান হবেন। প্রবীণ বয়সে তাদের অর্থ চিন্তা অনেকাংশেই দূর হবে।
দেশের প্রবীণ মানুষের আনুমানিক সংখ্যা
রাষ্ট্রপুঞ্জের ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩ অনুযায়ী ২০১৪ সালের মধ্যে ভারতে বয়স্ক মানুষের সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ হবে আর ২০৫০ সালে এই প্রবীণ মানুষের সংখ্যা গিয়ে দাঁড়াবে ২০ শতাংশতে।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনান্য সকল পাশ্চাত্য দেশ অর্থাৎ আমেরিকা, ইউরোপ, চিন, কানাডা, রাশিয়ার মতো দেশগুলির মতো ভারতেও প্রবীণ মানুষের কথা চিন্তা করে সরকার এই স্কিম আনতে চলেছেন।
এই স্কিম যে সাধারণ মানুষের জন্য লাভদায়ক ও নিরাপত্তা প্রদানকারী হবে এই নিয়ে সকলেই আশাবাদী।
আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!
আরও পড়ুন:- ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু। Sim Card Rules India
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |