Thursday, December 12, 2024
Homeটেক নিউজUPI মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু | UPI 123 Pay Limit

UPI মাধ্যমে টাকা পাঠানোর নতুন নিয়ম চালু | UPI 123 Pay Limit

UPI 123 Pay Limit: দৈনন্দিন জীবনে কেনাকাটা থেকে শুরু করে বিল পেমেন্ট প্রতিটি ক্ষেত্রেই আমজনতা ইউপিআই এর মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকেন।

আপনারা অনেকেই ফোন পে (Phonepe), গুগল পে (Google Pay), পেটিএম (Paytm) ইত্যাদি অ্যাপের মাধ্যমে ইউপিআই (UPI) ব্যবহার করে থাকেন।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বর্তমানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ইউপিআই এর মাধ্যমে টাকা পেমেন্ট করার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। এই নিয়মগুলি অবশ্যই আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে আপনারা বিপদে পড়তে পারেন।

কি সেই নতুন নিয়ম ? সেই নিয়মে আপনারা কিভাবে উপকৃত হবেন? বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব

UPI Lite-এ লেনদেনের নতুন সীমা :-

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এবার UPI Lite ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত খবর নিয়ে এসেছে।

এখন থেকে UPI Lite-এ প্রতি লেনদেনের সীমা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। এর ফলে, PIN ছাড়াই ১,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে, যা আগে ৫০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ ছিল।

এর পাশাপাশি, UPI Lite ওয়ালেটের সর্বোচ্চ সীমা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। এই পরিবর্তন ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত এবং ঝামেলামুক্ত করে তুলবে, বিশেষত পুজোর সময় যখন অধিক লেনদেন হয়ে থাকে।

আরও পড়ুন:- কৃষকদের ভাতা চালু, মাসে ১০০০ টাকা দিবে মমতা | ফর্ম জমা করুন

UPI-এর নতুন নিয়ম: বাড়ছে সুবিধার মাত্রা

আরবিআই জানিয়েছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এর আরও প্রসারের জন্য প্রতি লেনদেনের সীমা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হবে।

UPI Lite-এ আগে ৫০০ টাকার বেশি লেনদেন করা যেত না, কিন্তু এখন থেকে ১,০০০ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এর ফলে ছোট লেনদেন আরও দ্রুত এবং সহজ হবে, PIN ছাড়া পেমেন্ট করার সুবিধার জন্য।

UPI 123 PAY-এ নতুন সুবিধা:-

UPI 123 PAY-এর ক্ষেত্রেও প্রতি লেনদেনের সীমা ৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। UPI Lite ওয়ালেটের সীমা ৫,০০০ টাকা এবং লেনদেনের সীমা ১,০০০ টাকায় উন্নীত করার ফলে UPI ব্যবহারে আরও সহজ হবে (UPI 123 Pay Limit)।

UPI Lite-এর প্রধান সুবিধা:-

UPI Lite হলো একটি সহজ সংস্করণ যা ব্যবহারকারীদের ছোট লেনদেনে পিন ছাড়াই পেমেন্ট করার সুযোগ দেয়। আগে যেখানে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত লেনদেন করা যেত, এখন তা বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে।

পুজোর সময় প্রচুর লেনদেন হয়, তাই এই পরিবর্তন লেনদেনের প্রক্রিয়াকে দ্রুত এবং আরও স্বাচ্ছন্দ্যময় করবে।

এই পরিবর্তন UPI ব্যবহারকারীদের জন্য এক বিরাট সুবিধা এবং পুজোর কেনাকাটা ও লেনদেনকে আরও মসৃণ করে তুলবে।

আরও পড়ুন:- বাড়ি তৈরির ১২০০০০ টাকা কারা পাবে? কারা পাবেনা চেক করুন | Banglar Bari List

আরও পড়ুন:- ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশন, বিশেষ চাল দিবে। Free Ration New Update

Most Popular