Wednesday, March 12, 2025
Homeটেক নিউজ১ এপ্রিল UPI টাকা পাঠানো বন্ধ, নতুন নিয়ম চালু হচ্ছে

১ এপ্রিল UPI টাকা পাঠানো বন্ধ, নতুন নিয়ম চালু হচ্ছে

Upi New Rules: ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন একটি নতুন ইউপিআই নিয়ম চালু করেছে।

ব্যাঙ্ক গ্রাহকদের পাশাপাশি ইউপিআই ব্যবহারকারীদের চাপ কমাতে সাহায্য করবে এই নিয়ম। এই নিয়মটি চালু হবে আগামী ১লা এপ্রিল থেকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

এর জন্য আপনার মোবাইল নাম্বার ব্যাঙ্ক মুছেও ফেলতে পারে। কিন্তু ঠিক কোন কোন পরিস্থিতিতে কার্যকর হবে এই নিয়ম? কী বলছে এই নিয়ম? কী বদলাবে এর ফলে?

Upi New Rules

নতুন নিয়ম-

এই নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক, ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের কাছে বাতিল হওয়া মোবাইল নম্বরের তালিকা দিতে হবে একাধিক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের।

গুগল পে, ফোন পে, পেটিএমের মত পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের নতুন নির্দেশ দেওয়া হয়েছে যে ১লা এপ্রিল থেকে প্রতি সপ্তাহে তাদের বাতিল হওয়া মোবাইল নাম্বারের তালিকা জমা দিতে হবে।

এর ফলে যে সমস্ত মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে বা যে সমস্ত বাতিল মোবাইল নাম্বারের তালিকা জমা পড়েছে সেগুলো ব্যাঙ্কের থেকে সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু

কোন কোন ক্ষেত্রে নির্দেশ মানা হবে-

‌ বাতিল মোবাইল নম্বর বলতে সেই সমস্ত নম্বর গুলির কথাই বলা হচ্ছে যেগুলি ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে আর ব্যবহার হচ্ছে না।

এছাড়া অনেক সময় দেখা যায় যে কিছু গ্রাহক একটি মোবাইল নাম্বার দিয়ে রেখেছেন দুটি ব্যাঙ্ক একাউন্টে কিন্তু সেই নম্বর শুধুমাত্র একটিতেই সক্রিয় রেখেছেন সেইসব ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে।

নতুন নিয়ম মানার ফলে কী সুবিধা হবে?

ক। এই নতুন নিয়মের ফলে ব্যাঙ্ক একাউন্ট অথবা ইউপিআই অ্যাপে মোবাইল নাম্বার ব্যবহারের ফলে যে সকল সমস্যাগুলি হতো সেগুলি আর হবে না কারণ সেগুলি এড়ানো যাবে।

এছাড়া বাতিল মোবাইল নাম্বারগুলি সরিয়ে ফেলার ফলে ব্যাঙ্ক‌ও যাবতীয় পরিষেবা অনেক সহজে প্রদান করতে পারবে।

খ। এই নতুন নিয়মের ফলে ব্যাঙ্কিং পরিষেবা ও ইউপিআই অ্যাপের কাজ আপডেট করা মোবাইল নাম্বারের দ্বারাই সম্ভবপর হবে।

মোবাইল নম্বর ব্যবহার করে যেসব লেনদেন করা হয় সেগুলিও এর মধ্যে অন্তর্ভুক্ত। এইসবের জন্য একজন ব্যবহারকারী নিজের মোবাইল নাম্বারের বিষয় সতর্ক হয়ে যাবেন।

এক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারকারীর কী কর্তব্য?

আপনি যদি আপনার ব্যাঙ্কের থেকে এমন কোন মোবাইল নাম্বার আপডেট করার অনুরোধ পান যেটা আপনি ব্যবহার করেন না, তাহলে সেটিকে অবহেলা না করে অবিলম্বে নিজের মোবাইল নম্বর আপডেট করুন দ্রুত। না হলে কিন্তু নাম্বারটি সরিয়ে দেওয়া হতে পারে।

কেন এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে?

অব্যবহৃত বা বাতিল মোবাইল নম্বর সরানোর পিছনে আসল কারণ হলো নিষ্ক্রিয় নম্বরের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপে অর্থ পাঠানোর সমস্যাগুলি এড়ানো যাবে।

একইসঙ্গে ব্যাঙ্ক এবং ইউপিআই অ্যাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা নম্বর গুলির দ্বারাই শুধুমাত্র লেনদেন করা যাবে। এইভাবে লেনদেন করলে বোঝা যাবে যে সংশ্লিষ্ট নম্বরটি আদৌ সক্রিয় আছে কিনা।

এই নিয়মের ফলে ব্যাংক থেকে ইউপিআই ওয়ালেটে পাঠানো টাকা‌ও ব্যাঙ্কে ফিরিয়ে নেওয়া যাবে। এর ফলে প্রয়োজন পড়লেই ইউপিআই ওয়ালেট থেকে টাকা ব্যাঙ্কে দিয়ে অর্থ সংরক্ষণ করা যাবে

উল্লেখ্য, এর ফলে যদি অনিচ্ছাকৃত বা ভুল লেনদেনের সম্ভাবনা অনেকখানি কমে। এখন থেকে গ্রাহকদের মোবাইল নম্বর ব্যাঙ্কে যোগ করা কিংবা নম্বর পোর্ট করার ক্ষেত্রে নতুন নির্দেশিকা মেনে চলতে হবে।

ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশনের ইউপিআই লেনদেন সম্পর্কিত নিয়মটিকে ১লা এপ্রিল থেকে বলবৎ করবে।

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা কাদেরকে দিচ্ছে নামের লিস্ট ডাউনলোড করুন

আরও পড়ুন:- বিদ্যুৎ বিল ছাড় করলো মমতা, আর দিতে হবেনা বিল!

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular