Sunday, October 6, 2024
Homeচাকরিরাজ্যের স্কুলে ১৪০৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু | Upper Primary News

রাজ্যের স্কুলে ১৪০৫২ শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু | Upper Primary News

Upper Primary News: অবশেষে চাকরিপ্রার্থীদের কপাল খুললো, চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর। দীর্ঘ আট বছর পর উচ্চ প্রাথমিক (Upper Primary) শিক্ষক নিয়োগে জট কাটল হাইকোর্টের ঐতিহাসিক রায়ে।

১৪ হাজার ৫২ টি পদে নিয়োগের নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) । আদালতের নির্দেশ প্রথম মেধাতালিকা থেকে বাদ যাওয়া ১৪৬৩ জনকে যুক্ত করে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আরো বলেছে ৪ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে এসএসসিকে (SSC) রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট (Upper Primary Judgement)।

আরও পড়ুন:- ২৬২৯ শূন্যপদে SSC মাধ্যমে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন শুরু হচ্ছে | OSSSC Job Recruitment 2024

রাজ্য সরকার ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে (Upper Primary) ১৪৩৩৯ টি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে । SSC প্রক্রিয়া সম্পন্ন করার পর মেধাতালিকা প্রকাশ করলে দেখা যায় তাতে নাম রয়েছে ১৪০৫২ জনের নাম।

সেই থেকে শুরু হয় নিয়োগে জট। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। এর পর ২০২১ সালে এসএসসি (SSC) জানায় ১৪৬৩ জনকে মেধা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

এরপরে এই বাদ পড়া পরীক্ষার্থীরা একাধিক মামলা করেন হাই কোর্টে (High Court) । বুধবার অর্থাৎ ২৮ আগস্ট ২০২৪ তারিখে সেই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্ট জানিয়েছে, ওই ১৪৬৩ জনকে যে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছিল, তা বেআইনী ছিল (Upper Primary News) ।

এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি তপৌব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে, বাদ দেওয়া ১৪৬৩ জনকে নিয়ে মোট ১৪ হাজার ৫২ জনের তালিকা SSC কে প্রকাশ করতে হবে। শুধু তাই নয় ৪ সপ্তাহের সময় সীমাও বেধে দিয়েছে কলকাতা হাই কোর্ট।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ডাটা এন্ট্রি ও পিয়ন পদে কর্মী নিয়োগ | WB Peon Job 2024

আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন

Most Popular