Friday, March 14, 2025
Homeটেক নিউজরোজভ্যালির টাকা কারা ব্যাংক একাউন্টে পাবে লিস্ট ডাউনলোড করুন

রোজভ্যালির টাকা কারা ব্যাংক একাউন্টে পাবে লিস্ট ডাউনলোড করুন

Wb Chit Fund Refund 2025: আপনারা যারা রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন আপনাদের জন্য খুশির খবর ।

ইতিমধ্যেই ব্যাংক একাউন্টে আপনারা যে টাকা রেখেছিলেন সেই টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কারা কারা টাকা ব্যাংক একাউন্টে পাবে তাদের নামের লিস্ট প্রকাশিত হয়েছে। কিভাবে আপনারা সেই নামের লিস্ট ডাউনলোড করবেন, সেই লিস্ট টা আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন,

কিভাবে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ।

Wb Chit Fund Refund 2025

ভূমিকা :-

আপনারা অনেকেই রোজভ্যালি চিটফান্ডে টাকা রেখেছিলেন পরবর্তী সময়ে এই কোম্পানি বন্ধ হয়ে যায় । এরপর আমানতকারীরা রোজভ্যালি কোম্পানির বিরুদ্ধে মামলা করে ।

কলকাতা হাইকোর্ট রায় দেয় যে যে সকল আমানতকারীরা এই চিটফান্ডে টাকা রেখেছেন তাদের কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এবং যারা টাকা রেখেছেন তাদেরকে টাকা ফেরত দেওয়া হবে।

ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে এখন পর্যন্ত ৩০ লক্ষ আবেদনকারী আবেদন জমা করেছেন এবং এখন পর্যন্ত অনেকেই ব্যাংক একাউন্টে টাকা ফেরত পেয়ে গিয়েছেন ।

যারা এখনো ব্যাংকে টাকা পাননি তারাও খুব শিগগিরই ব্যাংক একাউন্টে টাকা ফেরত পাবেন ।

টাকা ফেরত পাওয়ার আবেদন :-

১) সবার প্রথম যে কোন ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন www.rosevalleyadc.com

২) তারপর থ্রি লাইনে ক্লিক করে Upload Certificate অপশনে ক্লিক করবেন

৩) তারপর আপনার নাম, ঠিকানা, কত টাকা ফেরত পাবেন, ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে

টাকা ফেরত পাওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন:-

১) অরিজিনাল সার্টিফিকেটের কপি

আরও পড়ুন:- সুখবর: ফসলের ক্ষতিপূরণের টাকা দিচ্ছে। আপনি কত টাকা পাবেন দেখুন

২) অরিজিনাল অ্যাকনোলেজেমেন্ট কপি

৩) Affidavit Documents ( যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন, না হলে লাগবে না)

৪) আইডেন্টিটি প্রুফ হিসাবে যেকোনো একটি কাগজ (প্যান কার্ড / পাসপোর্ট /ভোটার কার্ড/ আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স)

৫)  ঠিকানার প্রমাণ হিসাবে যেকোনো একটি কাগজ (পাসপোর্ট/ ভোটার কার্ড /আধার কার্ড /ড্রাইভিং লাইসেন্স/ ইলেকট্রিক বিল/ টেলিফোন বিল /রেশন কার্ড)

৬) ব্যাঙ্ক পাস বইয়ের প্রথম পাতার কপি

৭) চেক বই অথবা cancel check এর কপি

কারা বর্তমানে টাকা পাচ্ছে:-

মূলত যে সকল আবেদনকারীরা প্রথমের দিকে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছিল এবং যাদের কম টাকা জমা ছিল তারাই প্রথমের দিকে টাকা ফেরত পাচ্ছেন।

কত টাকা ফেরত দিচ্ছে:-

মূলত আমানতকারীরা যে আসল টাকাটি জমা করেছিল সেই আসল টাকাটি ফেরত দেওয়া হচ্ছে । সুদ সমেত কোন টাকা ফেরত দেওয়া হচ্ছে না ।

আপনি টাকা ফেরত পাবেন কিনা কিভাবে স্ট্যাটাস চেক করবেন:-

১) সবার প্রথম আপনাকে www.rosevalleyadc.com ওয়েব সাইটে আসতে হবে

২) তারপর ইনভেস্টর অপশনে ক্লিক করতে হবে

৩) আপনার রোজভ্যালির সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে তারপর ক্যাপচার কোড বসিয়ে সার্চ করলেই আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখিয়ে দেবে ।

Wb Chit Fund Refund 2025


বর্তমানে কারা কারা রোজ ভ্যালির টাকা পাবে নামের লিস্ট কিভাবে ডাউনলোড করবেন:-

আপনি রোজভ্যালী চিটফান্ডের টাকা ফেরত পাবেন কিনা সেই লিস্ট অনলাইনে ডাউনলোড করতে পারবেন ।

নিচে আমরা লিস্ট ডাউনলোড করার লিংক দিয়ে রাখলাম এই লিংকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন কারা কত টাকা ব্যাংক একাউন্টে ফেরত পেয়েছে।

রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার নামের লিস্ট ডাউনলোড করুন :- CLICK HERE

রোজভ্যালির টাকা ফেরত পাওয়ার আবেদন লিংক:- CLICK HERE

অফিসিয়াল ওয়েবসাইট লিংক:- CLICK HERE

আরও পড়ুন:- মাসে ৯২৫০ টাকা পাবেন, নতুন প্রকল্প চালু সরকারের

আরও পড়ুন:- চিটফান্ডের টাকা কাদেরকে দিচ্ছে নামের লিস্ট ডাউনলোড করুন

সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে

Most Popular