Sunday, November 24, 2024
Homeকৃষক সংক্রান্তঘূর্ণিঝড়ে সব কৃষকবন্ধুদের ফসলের ক্ষতিপূরণের টাকা দিবে, মমতার কড়া নির্দেশ

ঘূর্ণিঝড়ে সব কৃষকবন্ধুদের ফসলের ক্ষতিপূরণের টাকা দিবে, মমতার কড়া নির্দেশ

Wb Crop Insurance: সম্প্রতি ঘূর্ণিঝড় ডানা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে । যার প্রভাবে পশ্চিমবঙ্গে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৫শে অক্টোবর একটি প্রশাসনিক সভা করেছেন এবং ক্ষতিগ্রস্ত জেলাগুলির প্রশাসনিক আধিকারীদের সঙ্গে কথা বলেছেন ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

সেই সভা থেকেই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee News Today) । কি সিদ্ধান্ত নিয়েছেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করব।

Wb Crop Insurance

পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং অন্যান্য জেলার কৃষি দপ্তর সম্প্রতি ঘোষণা করেছে যে, বন্যায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের সম্পূর্ণরূপে বাংলা শস্যবিমার আওতায় আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, শস্যবিমার আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগেই আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষক এই বিমার আওতায় আসতে পারেন (Bangla Shasya Bima)।

শস্যবিমার আওতায় আসার নিয়ম ও ক্ষতিগ্রস্ত ব্লকগুলির পরিস্থিতি :-

প্রচলিত নিয়ম অনুসারে, কোনও ব্লকের ৬০ শতাংশ জমির ফসল ক্ষতিগ্রস্ত হলে সেই এলাকার চাষিদের শস্যবিমা সুবিধা প্রদান করা হয়।

কিন্তু চলতি বছর অতিবৃষ্টি ও ঘূর্ণিঝড় ‘ডানা’র কারণে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ঘাটাল, দাসপুর এক ও দুই, চন্দ্রকোনা এক ও দুই, কেশপুর, এবং ডেবরা ব্লকে ধান চাষের ওপর বন্যার নেতিবাচক প্রভাব পড়েছে।

ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকে প্রায় ৩১ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে আমন ধান চাষের ক্ষতি হয়েছে প্রায় ২৫ হাজার ৭৮৪ হেক্টর জমিতে। এক লক্ষ ২২ হাজার ২০০টি কৃষক পরিবার এই ক্ষতির সম্মুখীন হয়েছে।

আরও পড়ুন :- কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Taka Kobe Dibe

আবেদনপত্র জমার প্রক্রিয়া ও তৃণমূল সরকারের সহায়তা :-

২৩ অক্টোবর পর্যন্ত মোট সাড়ে ছয় লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি ও সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ আশিস হুতাইত জানিয়েছেন, “আমরা চাই, জেলায় সমস্ত ক্ষতিগ্রস্ত ধান চাষি বাংলা শস্যবিমার আওতায় আসুন।

বন্যা ও অতিবৃষ্টির কারণে কৃষি ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ধান চাষ। তাই আমরা চাইছি সমস্ত ক্ষতিগ্রস্ত চাষিরা বিমার সুবিধা পান।”

আশিসবাবু আরও জানিয়েছেন যে, মূলত বিমা কোম্পানি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর ধার্য করেছিল।

কিন্তু জেলা প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হয় যে, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিনটি ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হোক। মুখ্যমন্ত্রী সেই অনুরোধ মেনে নিয়েছেন।

বীমার সময় সীমা আবারো বাড়ানো হলো (Wb Crop Insurance Last Date):-

সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে । যাতে সমস্ত কৃষক তাদের ফসলের বীমা করতে পারে সেই কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তরকে নির্দেশ দিয়েছে আবারও শস্যবিমার আবেদনের সময়সীমা বাড়ানোর ।

25 অক্টোবর মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেছেন বিমার আবেদন আরো একমাস বাড়ানো হলো অর্থাৎ ৩০ শে নভেম্বর পর্যন্ত কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে তাদের ফসলের বীমা করতে পারবে। আগে এই সময়সীমা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত।

ক্ষতিগ্রস্ত চাষিদের জন্য বিনামূল্যে বীজ বিতরণ ও কালোবাজারি রোধে উদ্যোগ :-

বাংলা শস্যবিমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনামূল্যে সবজি ও আলু বীজ প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া, সার ও আলু বীজ নিয়ে কালোবাজারি রোধে উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই চন্দ্রকোনা ব্লকে কৃষকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে পঞ্চায়েত প্রধান, সরকারি আধিকারিক ও কৃষি বীজ বিক্রেতাদের নিয়ে কৃষি সামগ্রী নিয়ে কালোবাজারি রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগে জেলার ক্ষতিগ্রস্ত কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

সব কৃষকদের ক্ষতিপূরণের টাকা দেবে :-

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষি দপ্তরকে কড়া নির্দেশ দিয়েছে। ডানা ঘূর্ণিঝড়ের ৪৮ ঘন্টা পর যে সকল কৃষকদের ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের জমিতে জমিতে গিয়ে ক্ষতিপূরণ এর পরিমাণ নির্ণয় করতে হবে এবং প্রাথমিক রিপোর্ট জমা করতে হবে।

যাতে কোন কৃষক ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত না হয় সেই দিকটা লক্ষ্য রাখতে বলেছে মুখ্যমন্ত্রী। এখনো যে সকল কৃষকরা বীমা করেননি তাদের জন্য বীমা করার লাস্ট ডেট এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছে

ফসলের ক্ষতিপূরণের টাকা চেক করার লিঙ্ক: এখানে হাত দিন (Click Here)

বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্ম ডাউনলোড করার লিঙ্ক:-  এখানে ক্লিক করুন (CLICK HERE)

আরও পড়ুন :- ঘূর্ণিঝড় দানার জন্য সব কৃষকদের ক্ষতিপূরনের টাকা দিবে, ঘোষণা মমতার

আরও পড়ুন :- মাসে ১০০০ টাকা দিবে মমতা, লক্ষ্মীর ভাণ্ডারের পর নতুন প্রকল্প চালু

Most Popular