Wb Da News 2025: গত মাসের রাজ্য সরকারি (Government Employees ) কর্মচারীদের এক দফা ডি এ বাড়ানো হয়েছে, সেই রেশ কাটতে না কাটতে দোলের আগে ফের সুখবর।
হ্যাঁ গত মাসেই পশ্চিমবঙ্গ সরকার ৪ শতাংশ হারে ডি এ বৃদ্ধি করেছে সরকারি কর্মীদের। আগামী এপ্রিল মাস থেকে ১৮ শতাংশ ডি.এ পাবেন তারা।
এই আবহের মধ্যে আরও একবার ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
Wb Da News 2025
কোন কোন কর্মীদের ভাতা বাড়ানো হলো?
কিছুদিন পরেই দোল উৎসব আর এই দোল উৎসবের আগে রাজ্যের একদল সরকারি কর্মচারী (Government Employees) বেশ খুশি হলেন কারণ এক ধাক্কায় তাদের মাসিক ভাতার পরিমান অনেকটাই বৃদ্ধি পেলো।
সম্প্রতি প্রাণী সম্পদ দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে ভাতা বৃদ্ধির কথাটি ঘোষণা করা হয়েছে (West Bengal Salary Increase)। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রাণী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে।
রাজ্যের গ্রামীন এলাকায় গৃহপালিত প্রাণীদের নানান পরিষেবার সঙ্গে যুক্ত থাকা প্রানী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীরা গৃহপালিত প্রাণীদের টিকাকরণ থেকে শুরু করে কৃত্রিম প্রজননসহ নানান রকম পরিষেবা দিয়ে থাকেন।
এইবার এই কর্মীদের ভাতা বাড়ানোর উদ্দেশ্যে সরকার এই বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন, স্বাভাবিকভাবেই এতে বহু কর্মীর মুখে হাসি ফুটেছে।
আরও পড়ুন:- ব্যাংকের নতুন নিয়ম চালু, সবাই পাবে ১০০০০ টাকা!
এতদিন অবধি-প্রাণী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীদের(Government Employees) মাসিক বেতন ছিল ৫০০০ টাকা তবে এবার এক ধাক্কায় ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি করা হল তাদের।
এইবার থেকে প্রতিমাসে তাদের ৫৫০০ টাকা করে দেওয়া হবে। ২০২৪ সালের জানুয়ারী মার্চ থেকে নতুন এই নিয়ম চালু হবে।
প্রানী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীদের কাজ কী?
প্রানী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীরা (Government Employees) গ্রামের নানান ক্ষেত্রে নানান রকম পরিষেবা দিয়ে থাকেন। গৃহপালিত প্রাণীদের নানান রকম পরিষেবা দিয়ে থাকেন তারা।
বর্তমানে প্রায় ১৪ হাজার কর্মী এই পেশার সঙ্গে যুক্ত সরকারের তরফ থেকে এদের ভাতা বাড়ানোর ফলে তারা অনেকেই খুশি।
প্রাণী বন্ধু ও প্রাণী মিত্র কর্মীরা (Government Employees)তাদের কাজের জন্য মাসিক ভাতা পান। এই সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী এই বিষয়ে বলেন,
বহুদিন ধরে সরকারকে ভাতা বাড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছিল অবশেষে তাদের সেই দাবিকে মান্যতা দিয়েছেন সরকার। স্বাভাবিকভাবেই এতে খুশি তারা।
আরও পড়ুন:- ভোটার কার্ডের নাম্বার পাল্টে যাবে এবার, নতুন নাম্বার দিবে
আরও পড়ুন:- রেশনের বদলে নগদ টাকা দিবে সরকার, নতুন নিয়ম আসছে
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |