Monday, December 23, 2024
Homeট্রেন্ডিংপঞ্চায়েতের সব সার্টিফিকেট অনলাইনে আবেদন শুরু হল

পঞ্চায়েতের সব সার্টিফিকেট অনলাইনে আবেদন শুরু হল

Wb Panchayat Certificate: পশ্চিমবঙ্গ বাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর ।

এতদিন পঞ্চায়েতের নানান সার্টিফিকেট নেবার জন্য পঞ্চায়েত অফিস আপনাদেরকে যেতে হতো। কিন্তু এবার থেকে পঞ্চায়েতের সার্টিফিকেট নেবার জন্য আর পঞ্চায়েত অফিসে যেতে হবে না ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকেই সার্টিফিকেটের আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং মোবাইল থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন ।

কিভাবে সার্টিফিকেটের আবেদন করতে হবে, কি কি সার্টিফিকেটের আবেদন করা যাবে, কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করব

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের নতুন উদ্যোগ:

পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবার নাগরিকদের সুবিধার্থে একটি নতুন অনলাইন পোর্টাল চালু করেছে।

এই পোর্টালের মাধ্যমে গ্রাম পঞ্চায়েত স্তরে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিসটেন্স সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যাবে।

এতদিন পর্যন্ত শুধুমাত্র BDO অফিস থেকে ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যেত।

কিন্তু এখন গ্রাম পঞ্চায়েত অফিসের সার্টিফিকেটও অনলাইনে আবেদন করা সম্ভব হচ্ছে। ফলে গ্রামবাসীদের আর পঞ্চায়েত অফিসে যাওয়ার ঝামেলা পোহাতে হবে না।

কী কী সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে?

১. ইনকাম সার্টিফিকেট

২. রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

৩. ক্যারেক্টার সার্টিফিকেট

৪. সেম পারসন সার্টিফিকেট

৫. ডিসটেন্স সার্টিফিকেট

৬. কাস্ট সার্টিফিকেট

আরও পড়ুন: পাকা বাড়ি থাকলেও মিলবে আবাস যোজনার টাকা, বড় ঘোষণা মমতার

কী কী নথি প্রয়োজন?

অনলাইনে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট নথি জমা দিতে হবে। সেগুলি হল:

১) পাসপোর্ট সাইজের ছবি।

২) পরিচয়পত্র এবং বসবাসের প্রমাণপত্র (একটি করে ডকুমেন্ট প্রযোজ্য):

i) গ্রাম সংসদ সদস্যের দেওয়া সার্টিফিকেট (ইনকাম এবং সেম পারসন সার্টিফিকেটের জন্য বাধ্যতামূলক)।

ii) আধার কার্ড।

iii) পাসপোর্ট।

iv) ড্রাইভিং লাইসেন্স।

v) ভোটার কার্ড।

vi) রেশন কার্ড (ঠিকানা সহ)।

vii) শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া ঠিকানা সহ ছবি সম্বলিত সার্টিফিকেট (শুধুমাত্র ছাত্রদের জন্য)।

viii) প্যান কার্ড।

ix) পোস্ট অফিস বা ব্যাংকের ছবি সহ কারেন্ট পাসবুক।

x) কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ছবি সম্বলিত পরিচয়পত্র।

xi) এমজিএনআরইজিএ কার্ড।

xii) পেনশন কার্ড (ছবি ও ঠিকানা সহ)।

xiii) কিষাণ পাসবুক (ছবি ও ঠিকানা সহ)।

xiv) আবেদন করার ধাপসমূহ:

অনলাইনে সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন (Wb Panchayat Certificate) :

১. প্রথমে রাজ্যের অফিসিয়াল ওয়েবসাইটে যান – prd.wb.gov.in

২. সাইটে গেলে “Panchayat Management System“-এ ক্লিক করুন।

৩. এরপর “Citizen Corner“-এ গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।

৪. প্রয়োজনীয় আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন।

৫. প্রাসঙ্গিক ডকুমেন্ট আপলোড করুন এবং ফর্মটি সাবমিট করুন।

উদ্যোগের লক্ষ্য ও উপকারিতা:

ডিজিটাল পরিষেবার মাধ্যমে পঞ্চায়েত স্তরে নাগরিক সেবা প্রদান।

সার্টিফিকেট পেতে আর অফিসে লম্বা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।

সময় সাশ্রয় এবং দ্রুত পরিষেবা প্রাপ্তি।

সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি।

এই নতুন উদ্যোগ গ্রামের মানুষের দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আনবে এবং ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিঃদ্রঃ

এই মুহূর্তে পোর্টালটি টেস্টিং পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এটি পুরোপুরি চালু হবে। ফলে নাগরিকরা সহজেই ঘরে বসে এই সুবিধাগুলি উপভোগ করতে পারবেন।

Online Apply Link: CLICK HERE

আরও পড়ুন: বাড়ির টাকা পাবার আবেদন ফর্ম জমা শুরু, এক্ষুনি ডাউনলোড করুন | Banglar Bari Application Form

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ২২৪৮ শূন্যপদে কর্মী নিয়োগ। Bpnl Recruitment 2024

Most Popular