Wb Peon Recruitment 2024: সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে রাজ্যের জেলায় কোর্টে চাকরির সুযোগ। দীর্ঘদিন ধরে যারা চাকরির পরীক্ষার জন্য পড়ছেন তাদের জন্য আরও একটি চাকরির খবর।
পশ্চিমবঙ্গের কোর্টে একাধিক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে Clerk/DEO & Office Peon পদে স্টাফ নিয়োগ করা হবে | বেকার যুবক যুবতীরা এই পদে (WB District Court Recruitment 2024) আবেদনের জন্য যোগ্য।
আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্যগুলো। সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে নিয়ে শীঘ্রই করে ফেলুন আবেদন।
পোস্টের নামঃ Clerk/DEO & Office Peon। আরও জানতে অফিসিয়াল নোটিশটি পড়ে নিন।
মোট শুন্যপদঃ অফিসিয়াল নোটিশ অনুসরণ করুন।
বয়সসীমাঃ
০১/০১/২০২৪ তারিখ ধরে যে সকল সাধারণ শ্রেণির প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে তারাই আবেদনের যোগ্য। অন্যান্য শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হয়েছে।
যোগ্যতাঃ
এই পদে (WB District Court Recruitment 2024) আবেদন করতে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। Office Peon পদে আবেদন করতে মাধ্যমিক পাস এবং Clerk/DEO পদে আবেদন করতে গ্র্যাজুয়েশন পাস হতে হবে।
Clerk/DEO পদের আবেদনের ক্ষেত্রে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে এবং টাইপিং স্পিড ৪০ W.P.M থাকবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিন। নোটিশের লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আরও পড়ুন:- ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের চাইল্ড হোমে নিয়োগ, ১০০০০ টাকা বেতন
বেতনঃ
Office Peon পদে (WB District Court Recruitment 2024) চাকরি পেলে প্রার্থীদের প্রতি মাসে বেতন হিসাবে ১৩,৭৫০/- টাকা দেওয়া হবে। অন্যদিকে Clerk/DEO পদের মাসিক বেতন রয়েছে ১৮,০০০/- টাকা।
এক্সাম সিলেবাস:
Clerk cum Typist/DEO: উচ্চমাধ্যমিক লেভেল ইংরেজি ও বাংলা, মাধ্যমিক পর্যন্ত গণিত, রিজনিং, জিকে, সংবিধান, ইতিহাস, প্রাথমিক কম্পিউটার জ্ঞান।
Office Peon: মাধ্যমিক লেভেল ইংরেজি ও বাংলা, ম্যাট্রিক পর্যন্ত গণিত, যুক্তি, জিকে, সংবিধান, ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাথমিক জ্ঞান।
নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপরে ইন্টারভিউ দিতে হবে। দুই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতিঃ
আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অফলাইনে। আবেদনের ফর্মটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন ফর্মটি প্রিন্ট আউট করে বের করে নিয়ে সুন্দর ও সঠিক ভাবে ফিলাপ করে নিন।
নোটিশে উল্লেখিত সবকিছু একসাথে সঠিক ঠিকানায় পোস্ট কুরিয়ার বা ড্রপবক্সের দ্বারা পৌঁছে দিন। নোটিশটি ডাউনলোডের লিংক প্রতিবেদনের শেষে দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি ফলো করুন। অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট লিংক প্রতিবেদনের শেষে দেওয়া রইলো।
আবেদন শুরু: আবেদন করা শুরু হয়ে গেছে।
আবেদন শেষঃ যা চলবে আগামী ২৯/০৯/২০২৪ তারিখ পর্যন্ত।
অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিংক:- CLICK HERE
Wb Peon Recruitment 2024 FORM DOWNLOAD LINK:- CLICK HERE
আরও পড়ুন:- মাধ্যমিক পাশে কি কি চাকরিতে আবেদন করা যায় জানুন | Madhyamik Pass Govt Job
আরও পড়ুন:- ৩২৬৫৯ শূন্যপদে ICDS কর্মী নিয়োগ শুরু, কোন কোন জেলায় আবেদন চলছে দেখুন