Wb Ration Card List 2025: আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ |
বর্তমানে মার্চ মাস পড়ে গিয়েছে এই মার্চ মাস রেশন কার্ড উপভোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মার্চ মাসে এই বার রমজান মাস পালন করা হচ্ছে সেই কারণে খাদ্য দপ্তরের তরফ থেকে রমজান মাস উপলক্ষে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হবে |
কোন কার্ডে মার্চ মাসে কত কেজি চাল আটা গম ছোলা চিনি ময়দা পাবেন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব
Wb Ration Card List 2025
মার্চ মাসের রেশনে সাধারণ বরাদ্দ:-
১) AAY রেশন কার্ড:-
আপনার যদি অন্তর্দয় অন্য যোজনা (AAY) রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি আপনার পরিবার পিছু চাল পাবেন ২১ কেজি সম্পূর্ণ বিনামূল্যে এবং হাটা পাবেন পরিবার কিছু ১৩ কেজি ৩০০ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে এবং আপনার পরিবারের জন্য এক কেজি চিনি পাবেন এটি আপনাদেরকে সাড়ে ১৩ টাকা কেজি দরে কিনতে হবে
২) SPHH রেশন কার্ড:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত (SPHH) হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৩ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে এবং আটা পাবেন প্রতি কার্ডের জন্য ১ কেজি ৯০০ গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে
৩) PHH রেশন কার্ড:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি অগ্রাধিকার প্রাপ্ত (PHH) হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৩ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে এবং আটা পাবেন প্রতি কার্ডের জন্য ১ কেজি ৯০০ গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে
আরও পড়ুন:- ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু। Sim Card Rules India
৪) RKSY-1:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY-1 হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতি কার্ডের জন্য ৫ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে । আটা দেওয়া হবে না
৫) RKSY-2:-
আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি RKSY-2 হয়ে থাকে তাহলে আপনি চাল পাবেন প্রতিকার্ডের জন্য ২ কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে । কোনরকম আটা বা গম দেওয়া হবে না এই কার্ডে
রমজান মাস উপলক্ষে রেশনে স্পেশাল বরাদ্দ:-
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মত বর্তমান বছরেও পবিত্র রমজান উপলক্ষে খাদ্য ও সরবরাহ দপ্তর রেশনের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে ।
এই বিশেষ প্যাকেজের মাধ্যমে AAY এবং SPHH ক্যাটাগরির রেশন কার্ড উপভোক্তারা ২রা মার্চ থেকে ৩০ শে মার্চ পর্যন্ত অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন। কি কি পাবে নিম্নে আলোচনা করা হল-
১) চিনি দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৩২ টাকা কেজি দরে এটি কিনতে হবে
২) ছোলা দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৬২ টাকা কেজি দরে কিনতে হবে
৩) ময়দা দিবে ১ কেজি পরিবার পিছু এটি ৩২ টাকা কেজি দরে কিনতে হবে
ব্যাংকে ১০০০,১২০০ টাকা কারা পাবে:-
মূলত লক্ষীর ভান্ডার প্রকল্পে এসসি, এসটি উপভোক্তারা মার্চ মাসে ১২০০ টাকা ব্যাংক একাউন্টে পাবেন এবং ওবিসি, জেনারেল কাস্টের মহিলারা ১০০০ টাকা ব্যাংক একাউন্টে পাবেন।
তাছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকল পেনশন প্রকল্পে (Pension Scheme) ১০০০ টাকা ভাতা মার্চ মাসে ব্যাংক একাউন্টে উপভোক্তারা পাবেন যে কোন ক্যাটাগরি রেশন কার্ড থাকলেই
Ration Card Online Service :- CLICK HERE
আরও পড়ুন:- সব কৃষকরা ৬০০০ টাকা পাবে, কৃষকদের নতুন কার্ড চালু
আরও পড়ুন:- মাসে ৩০০০ টাকা ভাতা দিবে সরকার, ভারতবাসীর জন্য পেনশন চালু
সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যান নিচের লিংকে ক্লিক করে
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |