Wb Voter List Download 2025: নতুন ভোটার তালিকায় ঝড়! বাদ পড়ল প্রায় ৭ লক্ষ নাম, যুক্ত হলো ১০ লক্ষ নতুন ভোটার
জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকার ওপর ভিত্তি করে ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্য সামনে এসেছে।
পশ্চিমবঙ্গে নতুন তালিকা থেকে প্রায় সাত লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এই বাদ পড়া ভোটারদের বেশির ভাগেরই ভোটার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাদ পড়া ভোটারদের একটি বড় অংশের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় তিন লক্ষ ভোটার যারা অন্য রাজ্যে চলে গিয়েছেন, তাঁদের নামও তালিকা থেকে সরানো হয়েছে।
পাশাপাশি, ৯ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকায় দু’বার করে নথিভুক্ত ছিল, যাঁদের নাম দ্বৈত ভোটার হিসাবে চিহ্নিত করে বাদ দেওয়া হয়েছে।
Wb Voter List Download 2025
বিজেপির অভিযোগ এবং বিতর্ক
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বিজেপি সম্প্রতি একাধিক অভিযোগ তুলেছে। দলের দাবি, খসড়া তালিকায় ১৭ লক্ষের বেশি নাম দুইবার করে নথিভুক্ত ছিল।
একই পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন জায়গায় নাম থাকার ঘটনা ৩২,৮৮৬টির মতো। এ ছাড়া মৃত ব্যক্তিদের নাম তালিকায় থেকে যাওয়ার বিষয়টিও বিজেপির অভিযোগের কেন্দ্রে ছিল।
এই বিষয়গুলি নিয়ে বিজেপির প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেছে।
আরও পড়ুন:- রোজভ্যালির টাকা ব্যাংকে দেওয়া শুরু | Rose Valley Refund Online
অনুপ্রবেশ ও জাল নথি
সীমান্তবর্তী রাজ্য হওয়ার কারণে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে যে, জাল নথিপত্র ব্যবহার করে অনুপ্রবেশকারীরা বৈধ ভোটারের মর্যাদা পাচ্ছেন।
তবে এই বিষয়ে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন যে, জাল নথির ভিত্তিতে ভোটার তালিকায় নাম ওঠানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব।
চূড়ান্ত তালিকার তথ্য
নতুন চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩ জন, এবং মহিলা ভোটার রয়েছেন ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১ জন।
তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১ হাজার ৮১১ জন। ভোটার তালিকা সংশোধনের পরবর্তী পর্যায়গুলো হবে এপ্রিল, জুলাই এবং অক্টোবর মাসে।
দিল্লির ভোটার তালিকা
বাংলার পাশাপাশি দিল্লিরও নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সামনের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে এই তালিকা প্রকাশ করা হয়। দিল্লিতে বর্তমানে মোট ভোটার রয়েছেন ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮ জন।
নতুন ভোটার তালিকা প্রকাশের পর থেকে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়া এবং অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা সম্পর্কিত বিভিন্ন প্রক্রিয়া ও নীতির ওপর আরও গভীর নজরদারি চালানো হবে বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করুন (Wb Voter List Download 2025) :-
১) সবার প্রথমে এই লিংকটিতে ক্লিক করুন CLICK HERE
২) তাহলে আপনার সামনে লিস্ট চেক করার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে
৩) এবার আপনার রাজ্যের নাম, জেলার নাম, অ্যাসেম্বলির নাম এবং ভাষা সিলেক্ট করুন
৪) তাহলে আপনার এলাকার সমস্ত বুথের নাম চলে আসবে, বুথের ডানপাশে ২০২৫ সালের লিস্ট ডাউনলোডের লিংক (Final Roll- 2025) দেখতে পাবেন, সেখানে ক্লিক করলেই লিস্ট ডাউনলোড হয়ে যাবে
☑️ ভোটার লিস্ট চেক করার লিঙ্ক – Click Here
আরও পড়ুন:- মাসে ৫০০০ টাকা দিবে কেন্দ্র সরকার, নতুন প্রকল্প চালু হলো
আরও পড়ুন:- রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু, Rose Valley Refund Online
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |