Friday, December 13, 2024
HomeচাকরিWbp Constable Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে ১০২৫৫ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ শুরু

Wbp Constable Recruitment 2024: পশ্চিমবঙ্গ পুলিশে ১০২৫৫ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ শুরু

Wbp Constable Recruitment 2024: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর । অবশেষে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ (West Bengal Police) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ১০২৫৫ টি শূন্য পদে ছেলে এবং মেয়ে উভয় চাকরিপ্রার্থীরাই আবেদন করতে পারবেন । কি কি যোগ্যতা রাখা রয়েছে,বয়স কত লাগবে , কিভাবে আবেদন করবেন, নোটিশ কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু আজকের এই প্রতিবেদন আমরা আলোচনা করবো

পদের নাম:-

পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police)

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

শূন্য পদ:- মেয়েদের ৩০২৭ টি ,ছেলেদের ৭২২৮ টি

বয়স:-

চাকরি প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে  । বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৪ তারিখের হিসেবে । SC, ST রা ৫ বছর , OBC-A, OBC-B ৩ বছর , সিভিক ভলেন্টিয়াররা ৫ বছর বয়সের ছাড় পাবে ।

শারীরিক মাপ যোগ:-

ছেলেদের উচ্চতা ১৬৭ সেমি হতে হবে, ওজন ৫৭ কেজি হতে হবে। ছাতি ন্যূনতম ৭৮ সেমি হতে হবে ফুলিয়ে ৮৩ সেমি করতে হবে  ।

মেয়েদের উচ্চতা ১৬০ সেমি হতে হবে, ওজন ৪৯ কেজি হতে হবে।

বিশেষ ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য উচ্চতা ,ওজনের ছাড় দেওয়া রয়েছে। বিস্তারিত নোটিশ থেকে দেখে নেবেন।

SEE MORE: Wb Civic Volunteer Recruitment 2024 :১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য!

দৌড়( PET) :-

ছেলেদের ১৬০০ মিটার দৌড়াতে হবে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে। মেয়েদের ৮০০ মিটার দৌড়াতে হবে ৪ মিনিটের মধ্যে।

Wbp Constable Recruitment 2024 নিয়োগের পদ্ধতি:- 

প্রথমে লিখিত পরীক্ষা নেয়া হবে, তারপর শারীরিক মাপ যোগ, তারপর দৌড়, সবশেষে ইন্টারভিউ নেয়া হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।

পরীক্ষা সিলেবাস:-

১) জেনারেল এওয়ারনেস ও জেনারেল নলেজ ২৫ নাম্বার।

২) ইংলিশ ১০ নম্বর ।

৩) এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২৫ নাম্বার

৪) রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস ২৫ নাম্বার

মোট ৮৫ নাম্বারের পরীক্ষা নেওয়া হবে। এবং ইন্টারভিউ ১৫ নাম্বারের হবে

SEE MORE: Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু

আবেদন ফ্রি:-

জেনারেল কাস্ট এবং ওবিসি কাস্ট ফর্ম ফিলাপের জন্য ১৭০ টাকা চার্জ দিতে হবে। এসসি এবং এসটি কাস্টের চাকরিপ্রার্থীদের আবেদন করার জন্য ২০ টাকা চার্জ দিতে হবে

কিভাবে আবেদন করবেন:-

আবেদন করার জন্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের লিংক প্রতিবেদনের নিচেই দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।

SEE MORE: Civic Volunteer Salary 2024 : বাড়ছে সিভিক ভলান্টিয়ারদের মাইনে| বোনাস, ভাতা সহ একগুচ্ছ সুবিধা

Wbp Constable Recruitment 2024 Notice Download:-

CLICK HERE

Online Apply:-

CLICK HERE

SEE MORE: Forest Volunteer : রাজ্যে ফরেস্ট ভলেন্টিয়ার নিয়োগ শুরু, এক্ষুনি আবেদন করুন

Most Popular