Weather Update Today: নিম্নচাপের বৃষ্টি বঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাংলা, ঝাড়খন্ড, বিহারে অতিবৃষ্টি নতুন করে নীচু এলাকায় বন্যার কারণ হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে।
নিম্নচাপের অবস্থান (Weather Update Today) :-
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ বর্তমানে দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে। আজ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে।
পরবর্তীতে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘন্টায় এটি আরও শক্তি সঞ্জয় করে উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে।
এর ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খন্ডে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। অতি ভারী বৃষ্টির সতর্কতা বিহার, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু অংশে।
বর্তমানে মৌসুমী অক্ষরেখার অবস্থান:-
বর্তমানে সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার উপরেই রয়েছে । এই অক্ষরেখা বিকানির, জয়পুর, গোয়ালিয়ার, সাতনা রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
আরও পড়ুনঃ বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ শুরু | ফর্ম ডাউনলোড করুন | Bsb Form 2024 Pdf
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা:-
নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। মঙ্গলবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হয়েছে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া :-
আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মূলত পশ্চিমের জেলাগুলিতে যেমন বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি হবে । কাল মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ।
বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিন জেলাতে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে
উত্তরবঙ্গের আবহাওয়া:-
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মালদা এবং দুই দিনাজপুরে। মঙ্গলবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ।
মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হবে ।বুধবার আরও বৃষ্টি বাড়বে উত্তরে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর ।
আজকের আবহাওয়ার বর্তমান পরিস্থিতি:-
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। দফায় দফায় বৃষ্টি। কোথাও আবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা।
মূলত সব জেলায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে । বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা।
কাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
তাপমাত্রা ৩৪.২ থেকে একলাফে কমে ৩১ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ।
আরও পড়ুনঃ ICDS রেজাল্ট প্রকাশিত হলো, নতুন নিয়োগ শুরু হলো | Icds Recruitment 2024
আরও পড়ুনঃ ৭৯৫১ শূন্যপদে ভারতীয় রেলে চাকরির সুযোগ! অনলাইনে আবেদন শুরু| Railway Job Recruitment 2024
টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |
হোয়াটস্যাপ চ্যানেল | জয়েন করুন |