Thursday, December 12, 2024
Homeচাকরিপরীক্ষা ছাড়াই ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পদে চাকরি, মাসে ১০ হাজার টাকা বেতন

পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পদে চাকরি, মাসে ১০ হাজার টাকা বেতন

West Bengal Clerk Recruitment 2024: ইন্টারভিউ দিয়ে আপনি কি চাকরি খুঁজছেন? তাও যদি হয় সরকারি চাকরি ? আপনাদের সেই স্বপ্ন এবার বাস্তবে পূর্ণ হতে চলেছে । রাজ্যের জেলাশাসকের অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কোন লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।

রাজ্যের যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করা হবে । কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা মাসিক বেতন দেয়া হবেট বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পদের নাম – ক্লার্ক (Clerk)

বয়সসীমা :- 

প্রার্থীদের বয়স ৬৪ বছরের নিচে হতে হবে। তারিখ বিচার করা হবে ০৬-০৩- ২০২৪ তারিখের নিরিখে ।

west bengal clerk recruitment 2024 বেতন:-

বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে এই পদে মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু

ইন্টারভিউ নেওয়ার জন্য কি কি নিয়ে যেতে হবে:-

১) পেনশন পেমেন্ট অর্ডার অরিজিনাল এবং জেরক্স

২) এক কপি রঙিন ছবি যেটি ফর্মে নিদিষ্ট স্থানে লাগিয়ে দিতে হবে ।

৩) ভোটার কার্ডের জেরক্স এবং পূর্ব কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (Experience Certificate)

West Bengal Clerk Recruitment 2024 কিভাবে আবেদন করবেন?

এই প্রতিবেদনের নিচেই অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে । সেই লিংকে ক্লিক করে আপনারা নোটিশ ডাউনলোড করে নেবেন । নোটিসের দ্বিতীয় নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে । সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে ফর্মটি পূরণ করবেন এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সেটি সঙ্গে নিয়ে যাবেন

ইন্টারভিউ দেবার ঠিকানা:-

The Office Chamber of the Additional District Magistrate, District Magistrate’s Office, Darjeeling

আরও পড়ুন:- RPF Constable Recruitment 2024: রেল পুলিশে চাকরির অনলাইন আবেদন শুরু

ইন্টারভিউ দেওয়ার সময় এবং তারিখ :-

উপরের ঠিকানায় ০৬-০৩-২০২৪ তারিখে সকাল ১১:৩০ মিনিটে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে

West Bengal Clerk Recruitment 2024 কারা আবেদন করতে পারবে:-

এই শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতা বলা নেই তবে চাকরিপ্রার্থী থেকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে

আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু

Official Website:- Click Here

Official Notice :- DOWNLOAD HERE

আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা

Most Popular