West Bengal Clerk Recruitment 2024: ইন্টারভিউ দিয়ে আপনি কি চাকরি খুঁজছেন? তাও যদি হয় সরকারি চাকরি ? আপনাদের সেই স্বপ্ন এবার বাস্তবে পূর্ণ হতে চলেছে । রাজ্যের জেলাশাসকের অফিস থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কোন লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ।
রাজ্যের যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে ক্লার্ক পদে নিয়োগ করা হবে । কিভাবে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা মাসিক বেতন দেয়া হবেট বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো
পদের নাম – ক্লার্ক (Clerk)
বয়সসীমা :-
প্রার্থীদের বয়স ৬৪ বছরের নিচে হতে হবে। তারিখ বিচার করা হবে ০৬-০৩- ২০২৪ তারিখের নিরিখে ।
west bengal clerk recruitment 2024 বেতন:-
বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে এই পদে মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:- Kolkata Police Constable Recruitment 2024 : কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ আবেদন শুরু
ইন্টারভিউ নেওয়ার জন্য কি কি নিয়ে যেতে হবে:-
১) পেনশন পেমেন্ট অর্ডার অরিজিনাল এবং জেরক্স
২) এক কপি রঙিন ছবি যেটি ফর্মে নিদিষ্ট স্থানে লাগিয়ে দিতে হবে ।
৩) ভোটার কার্ডের জেরক্স এবং পূর্ব কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (Experience Certificate)
West Bengal Clerk Recruitment 2024 কিভাবে আবেদন করবেন?
এই প্রতিবেদনের নিচেই অফিশিয়াল নোটিস ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে । সেই লিংকে ক্লিক করে আপনারা নোটিশ ডাউনলোড করে নেবেন । নোটিসের দ্বিতীয় নম্বর পেজে আবেদন করার ফর্ম দেওয়া রয়েছে । সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে ফর্মটি পূরণ করবেন এবং ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সেটি সঙ্গে নিয়ে যাবেন
ইন্টারভিউ দেবার ঠিকানা:-
The Office Chamber of the Additional District Magistrate, District Magistrate’s Office, Darjeeling
আরও পড়ুন:- RPF Constable Recruitment 2024: রেল পুলিশে চাকরির অনলাইন আবেদন শুরু
ইন্টারভিউ দেওয়ার সময় এবং তারিখ :-
উপরের ঠিকানায় ০৬-০৩-২০২৪ তারিখে সকাল ১১:৩০ মিনিটে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে
West Bengal Clerk Recruitment 2024 কারা আবেদন করতে পারবে:-
এই শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট কোন শিক্ষাগত যোগ্যতা বলা নেই তবে চাকরিপ্রার্থী থেকে অবশ্যই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে
আরও পড়ুন:- Anganwadi Recruitment 2024 : ICDS এ ৩৫০০০ হাজার শূন্যপদে অনলাইন আবেদন শুরু
Official Website:- Click Here
Official Notice :- DOWNLOAD HERE
আরও পড়ুন:- ইন্টারভিউ এর মাধ্যমে BDO অফিসে সুপারভাইজার নিয়োগ, বেতন মাসে ১০ হাজার টাকা